খুব সহজে ড্রুপাল শিখুন – ২য় পর্ব

আশা করছি আপনারা সবাই ভালো আছেন । আসলে কাজের চাপের কারনে নিয়মিত টিউন করতে পারি না । তো কথা না বলে শুরু করে দেই আমার টিউন গত পর্বে আপনাদেরকে ড্রুপাল এবং ওয়াম্প ডাউনলোড করতে বলেছিলাম । আশা করছি ডাউনলোড করেছেন এবং ওয়াম্প ইন্সটল করেছেন । তো এবার কাজে নেমে পরুন অহ

আরেকটা কথা যারা আমার আগের টিউন টি দেখেন নি তারা দেখে নিতে পারেন

আসুন ড্রুপাল শেখা শুরু করে দেই কথা কম ঠেলা বেশি !!

প্রথমে ওয়াম্প রান করান যদি ওয়াম্প রান করে থেন আপনি আপনার কম্পিউটারে এরকম লোগো দেখতে পাবেন।

সবুজ চিহ্ন দেখতে পেলে আপনি কাজে নেমে পরতে পারেন।আপনি আপনার ব্রাউজারে localhost লিখে ইন্টার দেন । তাহলে আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন ।

এখানে আমার ছবিতে দেখান জায়গা মতো আপনারা করুন থেন তারপর পরে পেজে আপনারা নিচের মতো পেজ দেখতে পারবেন ।

এখান থেকে আপনারা একটা Database তৈরি করেন আপনার ড্রুপাল ইন্সটল করার জন্য এবং প্রিভিলেজ থেকে আপনি আপনার ডাটাবেজের পাসওয়ার্ড দেখে নিন ।

এবার আপনারা ড্রুপাল টাকে জিপ করা থেকে আনজিপ করেন এবং যেখানে ওয়াম্প ইন্সটল করছেন সেখানে গিয়ে www  ফোল্ডারে

গিয়ে ড্রুপাল টিকে পেস্ট করে দিন আশা করছি বুজতে পারছেন নিচে ছবি দেওয়া হোল।

এবার আপনার ব্রাউজারে localhost/drupal লিখুন থেন নিচের মতো একটা পেজ আসবে।

যেভাবে আছে সেভাবে রেখে আপনি ইন্টার দেন এবং পরের পেজে আপনি আপনার ইনফর্মেশন গুলো দেন তারপর আবার নেক্সট

সব কিছু ঠিক মতো দিয়ে সেভ অ্যান্ড কোন কনটিনিউ

দেখবেন যে আপনার ড্রুপাল টি ইন্সটল হচ্ছে কিছুক্ষণ ওয়েট করুন

সব কিছু ঠিক থাকলে দেখবেন যে আপনার ড্রুপাল টি ইন্সটল হইয়ে গেছে এবং আপনি আপনার সাইটি দেখতেপারবেন .

আশা করছি খুব দ্রুত আমি আমার পরবর্তী টিউন টি করতে যাচ্ছি

আমাদের  স্পোর্টসইনবিডি  নামক একটা কমমুনিটি সাইট আপনি চাইলে ঘুরে আসতে পারেন । আপনাদেরকে স্পোর্টসইনবিডি তে স্বাগতম  । আপনি এই সাইটে স্পোর্টস বাংলা নিউজ পাবেন ।

আপনারা আমার ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন ।

 

Level 0

আমি Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবই জানা আমার টেকটিউনস থেকে ,তাই তো তার পানে ৳


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আমি ইন্টারনেটে আয় করার উপর টিউন লিখছি ,
বুজতে পারলাম যে কারো কোন উপকার হোল না
খামা খা আমার সময়টাই নষ্ট হোল ।

Level 0

বস আপনার ওয়েবসাইটটা খুবই সুন্দর। যদি আপনার সমস্যা না থাকে তাহলে আপনার ড্রুপাল এর টিউটোরিয়ালে ড্রুপাল ব্যবহার করে sportsinbd এর মত সাইট কিভাবে বানানো যায় তা দেখালে আশা করি সবারই উপকার হবে। ভাল থাকবেন, পরবর্তী টিউন এর অপেক্ষায় থাকলাম

Level 0

আসলে ভাইয়া আপনি যদি দ্রুপাল শিখতে পারেন তাহলে আপনি এর চাইতে ও ভালো সাইট তৈরি করতে পারবেন

কিন্তু আপনি তো লাস্ট টিউনে ওয়াম্পের কথা ও লিংক দেন নাই, আপনি এক্সাম্পের লিঙ্ক দিয়েছিলেন -_-