আসুন ড্রুপাল শেখা শুরু করে দেই কথা কম ঠেলা বেশি !!

আশা করি ভালো আছেন আপনারা , আসলে আমি অনেক দিন ধরে টিটির সাথে জরিত বলা চলে টিটির একজন

নিয়মিত পাঠক । কিন্তু আসলে অনেক দিন ধরে ভাবছি পোস্ট করব আসলে সময় করে উঠতে পারি না এই কারনে করা হই না । অনেক কথা বলে ফেললাম আসলে আজকে থেকে আমি টিটিতে একটি সিরিজ টিউটোরিয়াল শুরু করতে চাচ্ছি । আমি আসলে আমি ওপেন সোর্সের একটি CMS  ড্রুপালনিয়ে টিউটোরিয়াল করতে যাচ্ছি আপনারা কি বলেন ।

drupal learning tutorial

আসলে আমি নিজেও এখন  ড্রুপাল শিখছি তাই আপনাদের জন্য আমার জানা জ্ঞান শেয়ার করতে চাচ্ছি । আসলে আমি একটা কথা আগেই বলে রাখছি আমি আজকে ড্রুপালসম্পকে বেসিক কিছু নিয়ে আলোচনা করব । আসলে যারা দ্রুপালের কিছুই পারেন না তাদের জন্য আশা করি ভালো উপকারে আসবে । আমরা কেন ড্রুপালব্যবহার করব নিচে তা আমি ছোট আলোচনার মাধ্যমে বুজানোর চেষ্টা করবো ।

১। ড্রুপালএকটি ওপেনসোর্স CMS যার মাধ্যমে আপনি অতি সহজে

একটি সাইট তৈরি করতে পারবেন ।

২ । এসইও বান্ধব ওয়েবসাইট তৈরিতে বিশেষ ভাবে উপযোগী ড্রুপাল।

৩।  ব্লগ ফোরাম এবং ডাইনামিক ওয়েব সাইট খুব সহজে রেডি করতে পারবেন ।

৪ । আপনি দ্রুপালের সাহায্যে ই-কমার্স ওয়েব সাইট তৈরি করতে পারবে ।

আসলে উপরের যে গুলোর কথা আমি বলেছি তার ম্যাক্সিমাম কাজই ওপেনসোর্সের যে কোন CMS  ব্যবহার করে আপনি করতে পারেন তো আপনি ড্রুপালশিখবেন কেন , আসলে জানার কোন শেষ নেই তাই এমনকি অনেক সময় Client সরাসরি বলে দেই তার সাইট দ্রুপালে করতে হবে থেন করবেন কি ? তাই শিখে রাখলেন ।

আচ্ছা অনেক কথা বলে ফেললাম আপনাদের ড্রুপালনিয়ে কাজ করার জন্য কিছু জিনিস প্রয়োজন তা আগে হাতের কাছে নামিয়ে রাখুন

প্রথমেই আপনার প্রয়োজন হবে ড্রুপালতো নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন ড্রুপালডাউনলোড

আমি আপাতত আপনাদের লোকাল  সার্ভারে ড্রুপালInstallation করা দেখাব তো আপনি আপনার কম্পিউটারকে সার্ভার বানানোর জন্য নিচের যেকোন টুল ব্যবহার করতে পারেন আকুউয়া দ্রুপালের সাহায্যে। এবং  XAMPP ।,

আপনারা উপরের টুল গুলো নামিয়ে রাখেন খুব তারাতারি আমি আমার পরবত্তি টিউন করতে যাচ্ছি যেখানে আমি আপনাদের কে  প্রাকটিক্যাল দেখাব কিভাবে আপনারা ড্রুপালInstallation  করে ব্যবহার করতে পারবেন ।

আমাদের  স্পোর্টসইনবিডি  নামক একটা কমমুনিটি সাইট আপনি চাইলে ঘুরে আসতে পারেন । আমাদের স্পোর্টসইনবিডি তে আপনাকে যেতে হলে এখানে ক্লিক করেন ।

তো আপনারা ভালো থাকুন এবং টিটির সাথে থাকুন ।

Level 0

আমি Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সবই জানা আমার টেকটিউনস থেকে ,তাই তো তার পানে ৳


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস