Android apps ব্যাবহার করুন আপনার উইন্ডোজ পিসি তে… .

অনেকদিন ধরেই টেকটিউনসে আসা যাওয়া। সবার ফাটাফাটি  সব টিউন পড়ি স্বার্থপরের মত কিন্ত নিজে কিছু করি না। টিউন না করলে নাই, একদিন সাধ হল রেজিঃ করি, অনেক গুল ইউজার নেম ট্রাই করলাম কিন্ত সব-ই নাকি অলরেডি রেজিস্টার্ড। তাই হতাশ হয়ে anik52 নামেই রেজিঃ করলাম। যাইহোক, এবার সরাসরি টিউনে চলেআসি।
সবার কাছে শুনে আসছিলাম Android এর এই app টা অমুক, অইটা তমুক, কিন্তু নিজের কোন Android ডিভাইস না থাকায় চেখে দেখতে পারছিলাম না। তাই খোঁজাখুঁজি করছিলাম এমন কিছু আছে কিনা যেটা দিয়ে আমার উইন্ডোজ পিসি তেই ঘোলের স্বাদ দুধে মেটাতে পারি। পেয়ে গেলাম......

যেভাবে বাববহার করবেনঃ

১. প্রথমেই BlueStacks App Player সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

২. ইন্সটলেশন শেষ হলে ওপেন করুন। নিচের ছবির মত আসবে।


৩. ইন্সট্রাকশন অনুযায়ী ক্লিক করুন। দেখবেন ডিফল্টভাবে কিছু apps দেয়া আছে। সেগুলতে ক্লিক করে চালু করতে পারেন।

৪. Android apps গুলো সাধারনত .apk ফরম্যাটে হয়। ধরুন আপনি একটা গেম খেলতে চান যার নাম Battleheart, নিচের চিত্রের মত গুগলে সার্চ করে ডাউনলোড করুন।

৫. ডাউনলোড হয়েগেলে সেটার উপর রাইট বাটন ক্লিক করে open with এ ক্লিক করুন। (নিচের ছবির মত)

৬. ব্রাউজ করে c ড্রাইভের যে জায়গায় BlueStacks App Player সফটওয়্যারটি ইন্সটল করেছেন সেখানে গিয়ে HD-ApkHandler সিলেক্ট করুন ( ছবিতে দেখুন)। দেখবেন গেমটি ইন্সটল হওয়া শুরু হয়েছে।

৭. গেম ইন্সটল শেষ হলে ডেক্সটপ বা স্টার্ট মেনু থেকে BlueStacks App Player সফটওয়্যারটি চালু করুন। ৩ নং ধাপ অনুসরন করুন, দেখবেন ইন্সটলড অ্যাপস এর তালিকায় Battleheart গেমটি এসে গেছে। ক্লিক করে খেলা শুরু করুন।

টিউনটি আগে হয়েছিল কিনা জানিনা, আলসেমির কারনে খুঁজে দেখলাম না। হয়ে থাকলে আমার টিউন টা ডিলিট করে দিয়েন, আপত্তি নাই। আমার অনেক পরিশ্রমই বৃথা যায়, আরও একটা গেলে ক্ষতি কি? আশাকরি ভালো খারাপ যাইহোক একটা মন্তব্য করবেন। আর হ্যাঁ ইউজার নেম পালটানো যায় কিনা জানাবেন। সবাই ভালো থাকবেন, এই আসায় শেষ করছি।

Level 0

আমি বিজ্ঞানী+আনিক=বৈজ্ঞানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to Say........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub valo laglo,,,,,

    Level 0

    অনেক ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ সুন্দর টিউনের জন্য । Android market থেকে apps ডাউনলোড করা যাবে কি ভাবে ।

Level 0

Android market থেকে সরাসরি ইন্সটল করা যায়। মনে হয় ডাউনলোড করা যায় না। তবে আপনি মিডিয়াফায়ার থেকে টিউনে দেখানো নিয়মে প্রায় সকল ফ্রী এবং প্রিমিয়াম apps পেতে পারেন।

Level 0

এরকমই কিছু খুজছিলাম। অনেক ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Level 0

মিয়া আমার আগে আপনে টিউন করলেন। আমার ড্যাশ বোর্ডে বান মারা তাই টিউন করতে পারতাছি নাহ অনেক দিন(কিন্তু মনটা খালি ছটফট করে)। তবে অনেক ভালো হয়েছে।So keep it Up boy…….

Level 0

🙂

Level 0

thanks buddy. should come in help if it works. আরও টিউন এর আশায় রইলাম

corom tune::::::: 🙂

Level 0

lotka ekta jinis paiao kame lagaite parlamna… eita chorom slow kaj kore (amar lap er config er karone na) … lotka loading korte korte jan bair koira falay … installer ses e abar DEAD BLUE SCREEN !! tai ses mes unstall dilam 🙁

আমি তো বেশী স্লো দেখলাম না। আর apps গুলোর সাইজ অনুযায়ী ইন্সটল এবং লোড হতে সময় লাগার কথা, এগুলো তো আর java না। মাঝে মাঝে কিছু apps এর ক্ষেত্রে DEAD BLUE SCREEN দেখায় এটা সত্যি।

আপনাকে ধন্যবাদ কমেন্টের জন্য।

টিউনের জন্য ধন্যবাদ, এই সফটওয়্যারটি ব্যবহার করে দেখেছি। তবে এতে বেশির ভাগ এ্যাপ্‌স চলে না। তবে ইউওয়েভ সফট্‌ওয়্যার টি জিঞ্জারব্রেড ওএস এ চলতে সক্ষম এমন প্রায় সব এ্যাপ্‌স চালাতে পারে। যদিও মাত্র ৭ দিনের ট্রায়াল। কারো কাছে যদি সিরিয়াল থাকে তবে এটা টেকটিউন্সে শেয়ার করার অনুরোধ করছি। আবারো ধন্যবাদ।

Level 0

রহস্যময় ভাই,youwave টি আপনি sysfilm.com এ সার্চ করলে পাবেন।

ভাই অনেক সুন্দর হইছে

প্রকাশ করার ভাষা নাই …..

Level 0

Sundor tune, waiting for what next ?

BlueStacks App Player ডাউনলোড করতে পারছি না কিভাবে করবো হেল্পান প্লিজ।

Level 0

BlueStacks App Player ডাউনলোড করতে পারছি না কিভাবে করবো হেল্পান প্লিজ।

many thanks for your nice post

Level 0

“BlueStacks Fronted has stopped working” লেখা আসে। কি করব?

Level 0

অনেক দিন দরে খুজে যাচ্ছি এটা। অনিক আপনাকে অসংখ্য ধন্যবাদ । এবং ভালবাসা আপনার বিজ্ঞানিক নামের প্রতি। i love science

ভাই, আমার কাছে বেশ কিছু এপিকে ফাইল সহ এইচডি অ্যান্ড্রয়েড গেমস আছে। ব্লু স্ট্যাক পিসিতে ইনস্টল করা আছে। এখন গেম ইনস্টল করতে পারছি কিন্তু গেম গুলো স্টার্টিং এর সময় ডাউনলোড মোর ফাইলস দেখায় – কিন্তু অলরেডী ফাইল গুলো আছে। এখন ঐ এক্সট্রা ফোল্ডারটি কোথায় রাখলে গেম গুলো রান করবে?
একই সমস্যা আমার গ্যালাক্সি নোট এ হচ্ছে। SD CARD/ANDROID/GAME এই ফর্মূলা কাজে আসেনা। প্লিজ হেল্প মি।