অনেকদিন ধরেই টেকটিউনসে আসা যাওয়া। সবার ফাটাফাটি সব টিউন পড়ি স্বার্থপরের মত কিন্ত নিজে কিছু করি না। টিউন না করলে নাই, একদিন সাধ হল রেজিঃ করি, অনেক গুল ইউজার নেম ট্রাই করলাম কিন্ত সব-ই নাকি অলরেডি রেজিস্টার্ড। তাই হতাশ হয়ে anik52 নামেই রেজিঃ করলাম। যাইহোক, এবার সরাসরি টিউনে চলেআসি।
সবার কাছে শুনে আসছিলাম Android এর এই app টা অমুক, অইটা তমুক, কিন্তু নিজের কোন Android ডিভাইস না থাকায় চেখে দেখতে পারছিলাম না। তাই খোঁজাখুঁজি করছিলাম এমন কিছু আছে কিনা যেটা দিয়ে আমার উইন্ডোজ পিসি তেই ঘোলের স্বাদ দুধে মেটাতে পারি। পেয়ে গেলাম......
যেভাবে বাববহার করবেনঃ
১. প্রথমেই BlueStacks App Player সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
২. ইন্সটলেশন শেষ হলে ওপেন করুন। নিচের ছবির মত আসবে।
৩. ইন্সট্রাকশন অনুযায়ী ক্লিক করুন। দেখবেন ডিফল্টভাবে কিছু apps দেয়া আছে। সেগুলতে ক্লিক করে চালু করতে পারেন।
৪. Android apps গুলো সাধারনত .apk ফরম্যাটে হয়। ধরুন আপনি একটা গেম খেলতে চান যার নাম Battleheart, নিচের চিত্রের মত গুগলে সার্চ করে ডাউনলোড করুন।
৫. ডাউনলোড হয়েগেলে সেটার উপর রাইট বাটন ক্লিক করে open with এ ক্লিক করুন। (নিচের ছবির মত)
৬. ব্রাউজ করে c ড্রাইভের যে জায়গায় BlueStacks App Player সফটওয়্যারটি ইন্সটল করেছেন সেখানে গিয়ে HD-ApkHandler সিলেক্ট করুন ( ছবিতে দেখুন)। দেখবেন গেমটি ইন্সটল হওয়া শুরু হয়েছে।
৭. গেম ইন্সটল শেষ হলে ডেক্সটপ বা স্টার্ট মেনু থেকে BlueStacks App Player সফটওয়্যারটি চালু করুন। ৩ নং ধাপ অনুসরন করুন, দেখবেন ইন্সটলড অ্যাপস এর তালিকায় Battleheart গেমটি এসে গেছে। ক্লিক করে খেলা শুরু করুন।
টিউনটি আগে হয়েছিল কিনা জানিনা, আলসেমির কারনে খুঁজে দেখলাম না। হয়ে থাকলে আমার টিউন টা ডিলিট করে দিয়েন, আপত্তি নাই। আমার অনেক পরিশ্রমই বৃথা যায়, আরও একটা গেলে ক্ষতি কি? আশাকরি ভালো খারাপ যাইহোক একটা মন্তব্য করবেন। আর হ্যাঁ ইউজার নেম পালটানো যায় কিনা জানাবেন। সবাই ভালো থাকবেন, এই আসায় শেষ করছি।
আমি বিজ্ঞানী+আনিক=বৈজ্ঞানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to Say........
khub valo laglo,,,,,