Comodo internet security pro 2012 নিয়ে নিন ১ বছর এর জন্য বিলকুল ফ্রী!!!

এটি আমার প্রথম টিউন তাই কোন ভুল ত্রুটি হলে মাফ করবেন। আর আমি তেমন ভাল লিখতে পারি না তাই সংক্ষেপে বর্ণনা করলাম

এই অ্যান্টিভাইরাস টির নাম অনেকেই হয়ত আগে নাও শুনে থাকতে পারেন কারন এটি তেমন জনপ্রিয় না কিন্তু এটি বেশ শক্তিশালী একটি অ্যান্টিভাইরাস। আমি নিজে এটি ব্যবহার করে দেখেছি। আমার মতে ক্র্যাক করা নরটন বা কাস্পারস্কি এর বদলে এটি ব্যবহার করা নিরাপদ। যাই হোক এখন কাজের কথায় আসি।

প্রথমেই নিচের লিঙ্ক এ ক্লিক করুন

http://www.downloadcrew.com/article/22370-comodo_internet_security_pro_2011

এর পর ফাইল টি ডাউনলোড করে আপনার পিসি তে ইন্সটল করে নিন (অবশ্যই ইন্টারনেট কানেকশন অ্যাক্টিভ থাকতে হবে)

এবার  “More” -> “About” -> (Serial Number) “Copy” তে গিয়ে আপনার সিরিয়াল নাম্বার টি কপি করে নিন

এবার নিচের লিঙ্ক এ গিয়ে ২০১২ ভারসন ডাউনলোড করে নিন

32-bit: cispro_installer_x86.exe [34 MB]
64-bit: cispro_installer_x64.exe[36 MB]

আমাদের কাজ অর্ধেক শেষ। আগের ভারসন টি আনইন্সটল করার দরকার নেই। এর উপর ২০১২ ভারসন ইন্সটল করা শুরু করুন

আপনার লাইসেন্স কি টি অটোমেটিক চলে আসার কথা। যদি না আসে তাহলে আগের কপি করা সিরিয়াল টি এখানে বসিয়ে দিন

এবার ইন্সটল শুরু করে দিন। ইন্সটল শেষ হয়ে গেলে নিচের মত লেআউট দেখতে পাবেন
ব্যাস আমাদের কাজ শেষ। এইবার উপভোগ করুন ১ বছরের জেনুইন অ্যান্টিভাইরাস লাইসেন্স।
আর ক্র্যাক করা অ্যান্টিভাইরাস থেকে বিরত থাকুন। সবাই ভাল থাকবেন খোদা হাফেয।

Level 0

আমি taufiqmax। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Dhonnobad!
Bt eta khub ekta pochondo hoyna.
Ami asole kaspersky er vokto:)

Level 0

আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য । কাস্পারস্কি তো ভাই একটা জিনিস। আমি নিজে অবশ্য নরটন ইউস করি। তবে এইটার ডিটেকশন রেট খারাপ না। আর ক্র্যাক করা অ্যান্টিভাইরাস ইউস করার থেকে ফ্রী এ ভি জি ইউস করা ভাল।আর কোমোডো কম্পানি বাজারে আসছে এই তো হল। ওদের পরিচিতি পেতে আরও সময় লাগবে।

Level 0

Ata ki Comodo Company ar kono promotional offer? Naki Hacking?

    Level 0

    এটা ১০০% জেনুইন। কোন ক্র্যাক না।

taufiqmax ভাই আপনকে ধন্যবাদ কষ্ট করে টিউনটি করার জন্য ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য

Level 0

taufiqmax ভাই আমে Quick Heal Internet Security 2011 ব্যবহার করি এটা ১০০% জেনুইন হলে ব্যবহার করবো

    Level 0

    ধন্যবাদ । নিশ্চিন্তে ব্যাবহার করতে পারেন কারন এটা অরিজিনাল প্রমোশনাল লাইসেন্স।

ডাউনলোড সিস্টেমতো দেখলাম ! সাথে এর ফিচার গুলো দিলে অন্তত একটা আইডিয়া আসতো !!!

আমি এন্টিভাইরাস সমস্যার পূর্নাঙ্গ সলিউশন দেওয়ার চেষ্টা করেছি , এটি দেখতে পারেনঃ (আসা করছি উপকৃত হবেন)
https://www.techtunes.io/download/tune-id/98719/

ধন্যবাদ আপনাকে।।

ami 3 bosor jabot kono anti virus use korsi na antivirus pc slow kore ami true image soft ta use kore amr pc c drive ta backup kore niyesi ekbar setup diye ekon 3 mas por por kono somosa holei ami ota 1min e restore kore nei pc setup er jamela nei virus er voy nai .

Level 0

vai ami to serial key pai na.amak aktu help korban

Level 0

vai ata amar namber 01676517711

এটা কি বডব্যান্ডের লাইনে আপডেট হয় ?
ধন্যবাদ

Level 0

obossoi jabe