আপনার প্রিয় ব্রাউজারটি দেখতে হবে উইন্ডোজ ৮ এর স্টার্ট স্ক্রীনের মতো

উইন্ডোজ ৮ ডেভেলপার প্রিভিউ কিছুদিন আগে অবমুক্ত করা হল, এর মেট্রো লুকটা এর মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়ে গেছে। অনেকেই এর transformation pack ব্যাবহারও শুরু করে দিয়েছেন। যাই হোক আপনি চাইলে  উইন্ডোজ ৮  এর স্টার্ট স্ক্রীন এর  মেট্রো লুক আপনার প্রিয় ব্রাউজারটিতেও ব্যাবহার করতে পারেন। কিভাবে করবেন আমি কয়েকটি ধাপে দেখিয়ে দিচ্ছি। 


যে সব ব্রাউজার সাপোর্ট করবেঃ

  • Firefox 5.0
  • Chrome 12
  • Opera 11.50
  • IE8
  • এবং পরবর্তী  সব ভার্সন

যেভাবে করবেনঃ

  •  প্রথমে প্রয়োজনীয় জিপ ফোল্ডারটি ডাউনলোড করে নিন এখান থেকে EIGHT-start-page
  • Extract করুন।
  • নিচের ছবির মতো দেখতে পাবেন।

  • এবার  index.htm এ ডাবল ক্লিক করে আপনার ডিফল্ট ব্রাউজার এর মাধ্যমে ওপেন করুন।
  • নিচের ছবির মতো একটি পেজ আপনার ব্রাউজারে ওপেন হবে।

  • এবার এই পেজটিকে আপনার ব্রাউজারের স্টার্ট আপ পেজ হিসেবে সিলেক্ট করে নিতে হবে।এবার এড্রেস বার থেকে এই পেজের লিঙ্কটি কপি করে নিন।
  • ফায়ারফক্স এর জন্য--- tools>>option>>home page>>paste selected link
  • গুগল ক্রোম এর জন্য--option>>Home page>>Open this page>>paste selected link
  • এর পর থেকে যতবার আপনি ব্রাউজারটি ওপেন করবেন তখন উইন্ডোজ ৮ এর এই মেট্রো স্টাইল পেজটি ওপেন হবে।
  • speed dial এর মতো এখানে ডিফল্ট কিছু পেজ দেয়া আছে। আপনি চাইলেই তা আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারেন ।

যেভাবে প্রিয় সাইটটি সংযুক্ত করবেনঃ

  • নিচের ছবিটির দিকে লক্ষ্য করুন।

  • ধরুন deviantART এর জায়গায় TECHTUNES এর thumbnile আনতে চাই, তাহলে প্রথমে extracted ফোল্ডারটিতে source.js নামে একটি ফাইল আছে যা notepad দিয়ে ওপেন করুন।
  • নিচের ছবির মতো আসবে এবং স্ক্রল করে deviantART এর script টিতে আসুন।

  • এই কাজটি খুব সহজেই করতে পারবেন যেমন title এ deviantART এর জায়গায় TECHTUNES লিখুন , url এ টেকটিউনসের  লিঙ্কটি লিখুন আর thumb এ inverted comma বাদে সব ডিলিট করে দেন। save করে বের হয়ে আসুন। ব্যাস হয়ে গেলো। নিচের ছবিটি দেখুন আরও পরিষ্কার হয়ে যাবে।
  • উপরের তিনটির একটিতেও যেন inverted কমা ডিলিট না হয়।

  • এবার আপনার ব্রাউজারটি পুনরায় ওপেন করুন, দেখুন টেকটিউনস চলে এসেছে। এভাবে সাজিয়ে নিন আপনার প্রিয় ওয়েব সাইটগুলো। ক্লিক করুন আর ঘুরে আসুন প্রিয় সাইটগুলোতে মুহূর্তেই।

ভালো থাকবেন সবাই। সবসময়। সময় হলে আমার আগের ২ টি টিউন একটু ঘুরে আসতে পারেন।

Level 0

আমি জাবেদ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"I will be the one"


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice post

ধন্যবাদ

Level 0

অসাধারন।

@reaz.theprince: উইন্ডোজ ৮ ডেভেলপার প্রিভিউ বের হয়েছে। ২০১২ এ এটা রিলিজ হবে।

bro , আমার প্রিয় ব্রাওসার CometBird , টিউনটি দারুন লাগলেও কাজে আসলো না

ভালই ! ধন্যবাদ।

vai khob valo hoise.ami 3rd party themes download korte chai amake kisu address diben please…

    @শাওন মাহমুদ: ধন্যবাদ। টিউনটির শেষ দিকে আমার আগের একটি টিউন এর লিঙ্ক দেয়া আছে। ওখানে প্রায় ৩০ টি থিম এর লিঙ্ক দেয়া আছে। আপনি দেখতে পারেন।

অসাধারণ 😀

JOSH

Level 0

খুব ভালো লাগলো। ধ্নন্যবাদ টিউনটির জন্য।

Level 0

ডিাওনলোড করেছি কিন্তু index.htm অপশন টা সহ কয়েকটা অপশন নাই।কি করি।

    @imtiyaj: আমি এই মাত্র ডাউনলোড করে আবার চেক করলাম। সবই তো ঠিক আছে। কষ্ট করে আবার একটু চেষ্টা করুন। ধন্যবাদ।