
বিশেষ কথাঃ আমি টেকটিউন এর ফ্যান অনেক আগে থেকেই কিন্তু আজ থেকে টিউন করা শুরু করছি। টিটিকে ভালবেসে এসেছি, অবশ্যই টিটিকে কিছু দিতে। বড় বড় টিউনার এবং বাকি সবাই আমার সাথে থাকবে বলে আসা রাখি। যেহেতু এটা আমার প্রথম টিউন সুতরাং ভুল করলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথম অবস্তায় আমি আমার ব্রাউজিং এক্সপেরিয়েন্স দিয়ে দেখা বাংলাদেশের সেরা সাইট গুলোকে নিয়ে আলোচনা ও টিউন করবো
আমি আমার প্রথম টিউনটি করতে যাচ্ছি একটি গেমিং সাইটকে ঘিরে। আমার আসলে যারা কম্পিউটারকে নিয়ে সারাদিন গুতাগুতি করি তাদের সবাই কেউ না কেউ কম বেশি গেম খেলে থাকি। আসলে আমি এই সাইটকে নিয়ে টিউন করছি তার প্রধান কারন, আমার দেখা এটাই বাংলাদেশের গেমিং এর ব্যাপারে সব থেকে ভাল সাইট। বাংলাদেশে অনেক গেমিং সাইট রয়েছে কিন্তু এইটার মত আমি একটাও পাই নাই। এই সাইট থেকে গেমাররা গেম ডাউনলোড এর পাশাপাশি ডিরেক্ট লিঙ্কের গেম ডাউনলোড সুবিধা পাবেন। এছারাও সকল নতুন গেম টরেন্ট ও গেমের সকল প্রকারের তথ্য ট্রেইলার দেখার সুবিধাও থাকছে। নতুন নতুন গামের খবর তথ্য রিভিউ তো অবশ্যই থাকবে। গেম সাইট দেখতে এখানে ক্লিক করুন

আমাদের মতই গেমারদের কথা চিন্তা করেই এই গেমিং সাইট এ একটা গেমিং ব্লগ তৈরি করা হবে।
সাইট এর স্পেশাল গুন গুলো হচ্ছেঃ
> একই সাইট থেকে গেম ডাউনলোড সহ, গেম সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়।
> গেমের ডিরেক্ট লিঙ্ক ও টরেন্ট লিঙ্ক দেয়া হয়
> গেমের সকল প্রকারের নিউজ (যেমনঃ ট্রেইলার, ইনফরমেশন, রিলিজ তারিখ, গেম প্রডাক্ট কোম্পানি, সিস্টেম ইনফরমেশন, গেম টপ চার্ট আর অনেক কিছু)
এই সাইট এর বিশেষ গুরুত্ব হচ্ছে, বড় বড় সাইজের গেম যেমনঃ পিইএস ২০১২ প্রায় ৭ জিবি+ গেম গুলোকে কম্প্রেস করে অনেক ছোট আকারের করে আপলোড করে থাকে। যাতে করে কম স্পীড এর ইন্টারনেট ব্যবহারকারী গেম ডাউনলোড করতে পারেন। অনেকে মনে করতে পারেন এতে করে গেমের ডাটা নষ্ট হয়। কিন্তু আমি পিইএস ২০১২ নামিয়ে খেলে দেখেছি। কিন্তু সমস্যা পাই নাই অথবা ফাইল মিস হয় নাই। আর তা ছাড়া এরা একটা গেম এর সাইজ এর ওপরে অনেক গুলা পোস্ট দেয়। যেমন একই গেম ২ জিবি, ৩ জিবি, ৫ জিবি।
ওয়ার্ডপ্রেস এর দিয়ে নির্মিত এই সাইট। চলেন ঘুরে আসি আমাদের বাংলাদেশের গেমারদের জন্য তৈরি বাড়ি থেকে। যে বাড়িতে আমরা সব কিছুই পাচ্ছি একদম ফ্রীতে। http://www.gamerzbd.com/
আমি বাংলার কথা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকটিউন এর ফ্যান অনেক আগে থেকেই কিন্তু আজ (১১/১০/২০১১ | ১১:০৬ রাত) থেকে টিউন করবো। টিটিকে ভালবেসে এসেছি, অবশ্যই টিটিকে কিছু দিতে। বড় বড় টিউনার এবং বাকি সবাই আমার সাথে থাকবে বলে আসা রাখি। ধন্যবাদ।
Welcome 2 Techtunes. Carry on……………………. Thanks.