আমার আগের টিউনটা মারত্তক ভালই সারা পাইছে হের লাগি নয়া আরেক্ষান টিউন করলাম।আবার শুরুর আগে আডমিন ভাইগোরে লম্বা ছেলাম পোস্ট টা পেন্ডিং কইরেন না, যদি ভাল রিস্পন্স না আসে তাইলে আমি কষ্ট কইরা ডিলিট দিয়া দিমু 🙂
এখন আসি মুল কথায়,আমরা সবাই লেখা লেখি আরও কতো কি কাজের জন্য মাইক্রোস্ফট অফিস ব্যবহার করি।
আমারও মাঝে মাঝে দরকার পরে,তাই আজকে নেট সার্চ দিতে গিয়ে দেখি মাইক্রোস্ফট অফিস ২০০৭ এর নাকি সার্ভিস প্যাক ৩ আসছে। তাই কষ্ট করে ডাউনলোড টাও করছি কিন্তু এখন ইউজ করি নাই,কারন আমি মাইক্রোস্ফট অফিস ২০১০ সার্ভিস প্যাক ১ ইউজ করি।তবে প্লানিং আছে দুই এক দিনের মধ্যে আমার জানালাটা চেঞ্জ করব,মানে হইল Windows Setup মারমু তার পর ট্রাই করব।
এর আগ্যে যদি কারো দরকার হয় তাদের জন্য ডাউনলোড লিঙ্কগ টা দিয়ে দিলাম।
আর সরি বেশি স্ক্রীনশট দিলাম নাহ কারন যারা ডাউনলোড করবেন তারা মাইক্রোস্ফট অফিস ওয়ার্ড আগেই দেখছেন।
এইখানে টিপা মারেন ডাউনলোডের লাইগা
আরে কই যান মামুরা আমি আপ্নাগরে এতক্ষন পেচাল পারলাম ফ্রী কিছু দিমুনাহ এই লন যারা মাইক্রোস্ফট অফিস ২০১০ সার্ভিস প্যাক ১ চান হেগর লাইগা এই লিঙ্ক টা গিফট নিচে দেখেন 😛
নিচে ক্লিক মারেন ডাউনলোড এর লাইগা
১. যারা ৩২ বিট অপারেটিং সিস্টেম ইউজ করেন
২.যারা ৬৪ বিট অপারেটিং সিস্টেম ইউজ করেন
খাল্লাছ আর কিচ্ছু নাই আইজকা যান গিয়া ঘুমান,আর যদি কারো কম্পিউটার প্রোগ্রামিং এ ইন্টারেস্ট থাকে তাইলে আমার প্রত্তম টিউন টা দেইখা আইতে পারেন নিচে লিঙ্ক টা দেউয়া আছে। 😛
আর কোন ভুল ত্রুতি হইলে মাইর দিতে পারেন জাস্ট আমারে ফোন দিয়া কইয়েন কুন জায়গায় আমু...লোলযযযযযযয 😛 😛 😛
কিন্তু খবরদার আমার ফোন নামবার জিগাইবেন নাহ 😛 😛 😛
আমি Tj Thouhid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনটা অনেক কষ্টের ভাই,তাই বলে কি সারাদিন কান্না করব নাকি, যতো পারো ইনজয় কর,পারলে কিছু ভাল কাজও কর :) আমার সাথে এফ.বি(ফেইস বুক) এ যোগ হইতে চাইলে নিচের প্রোফাইল এ ক্লিক করতে পারেন :) Tj Thouhid আমার লিঙ্কটা এইজন্য দিলাম কারন দুই একজন ভাই টেকটিউনস থেকে আমার নামে দিয়ে আমায়...
একটি কথা ভাইসব যদি ভালো লাগে তাইলে দুই একটা কমেন্ট মাইরেন নাইলে রেস্পন্স এর অভাবে ডিলিট দিতে হইব পোস্টটা 🙂