মাইক্রোস্ফট অফিস 2007 SP3 লেটেস্ট আপডেট যার লাগে লইয়া লন :)

আমার আগের টিউনটা মারত্তক ভালই সারা পাইছে হের লাগি নয়া আরেক্ষান টিউন করলাম।আবার শুরুর আগে আডমিন ভাইগোরে লম্বা ছেলাম পোস্ট টা পেন্ডিং কইরেন না, যদি ভাল রিস্পন্স না আসে তাইলে আমি কষ্ট কইরা ডিলিট দিয়া দিমু 🙂

এখন আসি মুল কথায়,আমরা সবাই লেখা লেখি আরও কতো কি কাজের জন্য মাইক্রোস্ফট অফিস ব্যবহার করি।

আমারও মাঝে মাঝে দরকার পরে,তাই আজকে নেট সার্চ দিতে গিয়ে দেখি মাইক্রোস্ফট অফিস ২০০৭ এর নাকি সার্ভিস প্যাক ৩ আসছে। তাই কষ্ট করে ডাউনলোড টাও করছি কিন্তু এখন ইউজ করি নাই,কারন আমি মাইক্রোস্ফট অফিস ২০১০ সার্ভিস প্যাক ১ ইউজ করি।তবে প্লানিং আছে দুই এক দিনের মধ্যে আমার জানালাটা চেঞ্জ করব,মানে হইল Windows Setup মারমু তার পর ট্রাই করব।

এর আগ্যে যদি কারো দরকার হয় তাদের জন্য ডাউনলোড লিঙ্কগ টা দিয়ে দিলাম।
আর সরি বেশি স্ক্রীনশট  দিলাম নাহ কারন যারা ডাউনলোড করবেন তারা মাইক্রোস্ফট অফিস ওয়ার্ড আগেই দেখছেন।

Microsoft Office 2007 SP3

এইখানে টিপা মারেন ডাউনলোডের লাইগা

আরে কই যান মামুরা আমি আপ্নাগরে এতক্ষন পেচাল পারলাম ফ্রী কিছু দিমুনাহ এই লন যারা মাইক্রোস্ফট অফিস ২০১০ সার্ভিস প্যাক ১ চান হেগর লাইগা এই লিঙ্ক টা গিফট নিচে দেখেন 😛

নিচে ক্লিক মারেন ডাউনলোড এর লাইগা

১. যারা ৩২ বিট অপারেটিং সিস্টেম ইউজ করেন

২.যারা ৬৪ বিট অপারেটিং সিস্টেম ইউজ করেন

খাল্লাছ আর কিচ্ছু নাই আইজকা যান গিয়া ঘুমান,আর যদি কারো কম্পিউটার প্রোগ্রামিং এ ইন্টারেস্ট থাকে তাইলে আমার প্রত্তম টিউন টা দেইখা আইতে পারেন নিচে লিঙ্ক টা দেউয়া আছে। 😛

আর কোন ভুল ত্রুতি হইলে মাইর দিতে পারেন জাস্ট আমারে ফোন দিয়া কইয়েন কুন জায়গায় আমু...লোলযযযযযযয 😛 😛 😛
কিন্তু খবরদার আমার ফোন নামবার জিগাইবেন নাহ 😛 😛 😛

.১ আমার দেখা সি প্রোগ্রামিং এর সবচেয়ে ভাল বাংলা বই 🙂

Level 0

আমি Tj Thouhid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনটা অনেক কষ্টের ভাই,তাই বলে কি সারাদিন কান্না করব নাকি, যতো পারো ইনজয় কর,পারলে কিছু ভাল কাজও কর :) আমার সাথে এফ.বি(ফেইস বুক) এ যোগ হইতে চাইলে নিচের প্রোফাইল এ ক্লিক করতে পারেন :) Tj Thouhid আমার লিঙ্কটা এইজন্য দিলাম কারন দুই একজন ভাই টেকটিউনস থেকে আমার নামে দিয়ে আমায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

একটি কথা ভাইসব যদি ভালো লাগে তাইলে দুই একটা কমেন্ট মাইরেন নাইলে রেস্পন্স এর অভাবে ডিলিট দিতে হইব পোস্টটা 🙂

Level 0

thanks. nice share.

Level 0

wc….vai…atleast ekjoner toh vao laglo.. 🙂

carry on nice tune

ভাল ও কাজের জিনিস শেয়ার করলেন,ধন্যবাদ আপনাকে।

Level 0

আপনাকেও ধন্যবাদ ভাই কষ্ট করে টিউন টি পরার জন্য 🙂 @আতাউর ভাই

ভাই আমি এতদিন ধরে এই মালটাকে খুজতাসি…ধন্নবাদ বস জিনিস টা পোস্ট করার জন্য…

ভাই আমি এতদিন ধরে এই মালটাকে খুজতাসি…ধন্নবাদ বস জিনিস টা পোস্ট করার জন্য…
আমি একটা সমস্যায় পরসি।পারলে কেউ সাহায্য করেন।আমার স্টার্ট মেনু নিচ থেকে উপরে চইলা গেসে পারলে কেউ একটু নিচে নামাই দেন…।ধন্নবাদ আমার কমেন্ট টা পরার জন্য।।

    @MD.MASUDUR RAHMAN: @MD.MASUDUR RAHMAN: ভাই আপনি স্টার্ট মেনুতে রাইট ক্লিক করে প্রপারটিস অপশনে ক্লিক করুন, এবার টাস্ক বার সিলেক্ট করুন। Taskbar location on screen আপনার Top হয়ে আছে ওটাকে Bottom করে দিন। এবার Apply করে OK করে দিন কাজ হয়ে যাবে।

Level 0

Wow !!! It’s really a nice & wonderful tune. Want to more.

ভাই ডাউনলোড তো দিলাম কিন্তু ইন্সটল করতে পারলাম না…

    Level 0

    @MD.MASUDUR RAHMAN: ভাই কোনটা ডাউনলোড দিছেন?
    MS Office 2010 হইলে সিওর চলবে,কিন্তু আপনার operating System এর জন্য যেইটা দরকার সেইতা দিয়েন,৩২ হইলে ৩২ আর ৬৪ হইলে ৬৪।
    আর যদি ২০০৭ হয়,তাইলে অইটাও চলার কথা,আপনাকে কি প্রব্লেম দেখায় একটু বলেন ভাই?

    Level 0

    @MD.MASUDUR RAHMAN: আর ভাই আপনার কি সম্পূর্ণ ডিসপ্লে উলটা হয়ে গেছে না খালি স্টার্ট মেনু উপরে গেছে?

Level 0

ঈনশাল্লাহ ভাই আপনার পাশে তাক্লে আর টিউন করব 🙂 🙂 ধন্যবাদ @jewel7610 vai 🙂

Level 0

ভাই, highly compressed(কমপ্রেস করা) মাইক্রোসফট অফিস ২০১০ আছে?

    Level 0

    @Shawon584: ভাই আমার কাছে বর্তমানে নাই,যদি পাই তাইলে আপ্লয়াদ দিয়া দিমু।

Level 0

ভালা লাগছে ভাই, পোস্ট ডিলিট দিয়েন না, প্রিয়তে রাখছি…পরে যদি না পাই খবর আছে কিন্তু……………।

    Level 0

    @TAPASFUN: আরে ভাই ওপেন ধমকি,ভয় পাইছি দেইখেন মাইরেন না কিন্তু,আমি সত্যি কইতাছি পোস্টটা ডিলিট মারুম নাহ।। 😛 😛 😛 😛
    ধন্যবাদ ভাই।।প্রিয়তে নেওয়ার জন্য 🙂 😉

@জিকো রাজ@ ‘Taskbar location on screen’ ai name to kono menu e nai vai jan….

    Level 0

    @MD.MASUDUR RAHMAN: ভাই এই Option টা শুধু Windows 7 e ase..Xp তে নাই মনে হয়।

Level 0

ami office install korte gele amk boltese “windows installer cannot update one or more windows protected file”…..atar somadhan ki?? keu janle help koren plz

    Level 0

    @REGAN: ভাই আপনার উইন্ডোজ এ প্রব্লেম আছে,রি-ইনস্টল দিয়া দেখতে পারেন 🙂

Level 0

ভাই Office 2010 activate করতে কোন সিরিয়াল কী অথবা Activator লাগবে? link দিলে উপকৃত হব

ভাই Microsoft office 2010 এর service pack 1 টো নামালাম but Install হয় না্।Install করতে গেলে লেখা আসে The expected version of the product was not found on the system আমি Microsoft office professional plus 2010 use করি।কি করলে service pack 1 install করতে পারব জানাবেন।

দীর্ঘ ৫ দিন ধরে ডাউনলোড দিলাম। কিন্তু ইন্সটোল করতে পারলাম না। ইন্সটল করতে গেলে দেখায় The program requer windows installer 3.0.1 আরো কি যেন। এর সমাধান কি ভাই।

2010 ইন্সটলের চেষ্টা করলাম। windows installer ও ইন্টারনেট থেকে নামিয়ে ইন্সটল করেছি, তার পরেও ২০১০ ইন্সটোল করা যাচ্ছে না।

    Level 0

    @সৌমিত্র বিশ্বাস: ভাই আপনা উইন্ডোজ টাতে হয়তো প্রব্লেম আসে আপনি উইন্ডোজ ইনস্টল দিয়ে দেখেন হয়ে যাবে 🙂