মজিলা ফায়ারফক্সের পিকলেন্স এ্যাডঅন দিয়ে আমরা অনেকেই থ্রি ডি তে ছবি ব্রাউজ করার মজা নিয়েছি। কিন্তু তা ছিল শুধু ওয়েবের ছবিগুলো কে ব্রাউজ করার মধ্যে সিমাবদ্ধ।আজ আপনাদের কাছে থ্রি ডি তে ছবি ব্রাউজিং এর এমন একটি টুল তুলে ধরব যার মাধ্যমে আপনি আপনার হার্ডডিস্কে সংরক্ষন করে রাখা আপনার পছন্দের ছবি, আপনার নিজের তোলা ছবি গুলো কে থ্রি ডি তে ব্রাউজ করতে পারবেন।পিকটমিও হচ্ছে এমনই এক টুল যাআপনারস্বাদে পরিবর্তন আনতে পারবে।
এর যে তিনটি এক্সট্রা অরডিনারি ফিচার তুলে ধরার মত সেগুলো কে সংক্ষেপে আলোকপাত করা হল -
এই টুলটি অতি সহজেই আপনার মিডিয়া ইনটেনসিভ ইমেজ, ভিডিও আর্কাইভগুলোকে ম্যানেজ করবে এবং ওরিয়েন্টেশন, টাইম, টাইপ, সাইজ, রেটিং ইত্যাদি অনুসারে সুবিন্যস্ত করবে।
ভিডিও ম্যানেজমেন্ট প্যানেল হিসেবেও এটি আমার কাছে বেশ স্ট্রং মনে হয়েছে। বিভিন্ন ক্যাটেগরির আওতায় ভিডিও অর্গাইজ করা ছাড়াও এটি থ্রিডি তে আপনাকে ভিডিওর থাম্বনেইল এবং রোটেট এবং জুম করার অপশন থাকবে।
লাইব্রেরি তে আপনি চাইলে আপনার ছবিগুলো কে EXIF ভ্যাল্যু (ক্যমেরার ধরন) এবং তোলার ডেট অনুযায়ী ডিসপ্লে করা ছাড়াও ক্যাটাগরি এবং এ্যালবাম অনুযায়ী ডিসপ্লে করতে পারবেন।
বিস্তারিত জানতে এবং পিকটমিও ডাউনলোড করতে হলে এখানে টোকা দিন।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
টিনটিন ভাই আমি সফটঅয়ার টা ইনষ্টল করলাম, কিন্তু এটা ওপেন হওয়র পর উইন্ডোজের Send Massege, Dont send Message নামের সবচেয়ে বিরক্তিকর মেসেচ বেসে প্রগ্রোমটি বন্ধ হয়ে যায়. এটা কি আমার উইন্ডোজ প্রবরেম? না ডাউনলডে মিসটেক ছিলো ? জনাবেন প্লিচ ।
required system configuration ঠিক আছে । তারপরো কাজ হচ্ছেনা । উইন্ডো অন হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়।
টিনটিন ভাই আমি আপনার টিউন গুলো পড়লাম। সত্যিই দারুন। আর পিকটোমিও ব্যবহার করলাম। এক কথায় অসাধারণ।