w3schools.com এর অমূল্য দুটি বই বিনামূল্যে

আমরা জানি w3schools.com এর টিউটোরিয়াল গুলো খুব সহজ,গুরুত্বপূর্ণ এবং অর্থবহ হয়। যার কারনে প্রতিদিন প্রায় ১ মিলিয়ন ভিজিটর নিজের প্রয়োজনেই এই সাইটে আসেন। w3schools.com এর নিজস্ব কোন বই আছে কিনা সাইটে দেখতেই দেখি নতুনদের জন্য তিনটি বই ওরা বের করেছে। কিন্তু এগুলোর সম্মিলিত দাম প্রায় ৯০ ডলার। মাস্টার কার্ড থাকলে কিনতাম কিন্তু আমরা বাঙ্গালী। HTML AND CSS নামে একটি বই আছে এবং CSS নামে দ্বিতীয় বইটি আর নামালাম না।এখানে যে বই দুটো আছে তা হল-

Learn HTML and CSS with W3Schools


Learn JavaScript and Ajax with W3Schools

বইগুলো ডাউনলোড করুন এখান থেকে

বিঃদ্রঃ লেখাটি আগে আমার ব্লগে প্রকাশিত। ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে।

Level 0

আমি Liton-Online.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ওয়েবের উপরে কাজ করছি, সাথে টুকটাক ব্লগিং করি। http://www.liton-online.com সাইটের এডমিন আমি। আপনাদের সাহায্য কামনা করছি। ফেসবুকে আমি https://www.facebook.com/litonice09


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

অসংখ্য ধনিয়া পাতা

@nipu
আপনাকেও ধনিয়া

Level 0

ভাইয়া বই দুটি আমার খুব দরকার । ভাইয়া বই দুটি ডাউনলোড করতে পারতেছি না প্রথম আল্পএকটু ডাউনলোড হয়ার পর কি জানি একটা মেসেজ দিল তারপর মিডিয়া ফায়ারে গিয়ে ডাউনলোডে কিলিক করলে আবার ওই পেয টাই আসে অন্নগুলান ডাউনলোড হয় । কাল্কেও এরকম হয়েছিল cs5protable ডাউনলোড করতে গিয়ে । উল্লেখ ৪ আমি IDM.6.05 build.12.Incl. ব্যাবহার করি ।

Level 0

আপনার ব্লগটা কিন্তু ভালই আরও বই চাই… আরও বই চাই……… আরও বই চাই……………আরও বই চাই……………………।

@sbn5233
ধন্যবাদ কমেন্ট করার জন্য,আর আমার ব্লগ !!! ভাই চেষ্টা করছি ভাল কাজ করার,ডিজাইনটা নিয়ে কাজ করব করব করে করা হয়না প্রায় ১ বছর ধরে। আমি অনেক দিন ধরে কাজ করি, কিন্তু সময়ের অভাবে টিটিতে লিখতে পারিনা। ফ্রিল্যান্সিং করি বেশি। আমার ভান্ডারে অনেক দামি দামি বই আছে, সময় পেলে শেয়ার করব আস্তে আস্তে।

@sbn5233

ডাউনলোড লিঙ্ক ঠিক আছে ভাই। আবারো চেক করলাম। মাঝে মাঝে মিডিয়াফায়ার প্রব্লেম করে বিশেষ করে রাতের বেলায়,ফ্রিকোয়েন্সির সমস্যা হয় মনে হয়। আমিও IDM.6.05 ব্যবহার করি। আবার দেখুন।
আমি ওয়ার্ডপ্রেস নিয়ে আমার ব্লগে যেভাবে লিখেছি মনে হয়না টিটিতে কেউ সেভাবে লিখেছে। আমি অনেক দিন ধরে টিটির সদস্য কিন্তু নিজেকে প্রকাশ করিনি এখানে শুধু দেখে গেছি কেউ শেষ করতে পারেনা কোন বিষয় শুরু করলে আর তাই নিজের ব্লগেই শুধু লিখে গেছি। ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক লেখা হয়ে গেছে তাই লিখিনি কখনও।

Level 0

পারলাম না যদি কষ্ট করে একটু ইমেলে পাঠাতেন খুব ভাল হত [email protected]
আর আপনি কোন বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করেন বলা যাবে কি ?

ভাই এত বর ফাইল তো মেইলে পাঠানো যাবে না মনে হচ্ছে। আমার জানা মতে তো ২৫ মেবা এর উপরে ফাইল আপলোড করা যায়না মেইলে। আপনি আরো একটু কষ্ট করেন, কোন বন্ধুর পিসিতে ট্রাই করেন। তার পরেও না হলে দেখা যাবে।
আর আমি ওয়েব ডেভেলপার+প্রোগ্রামার।

Level 0

ভাইয়া পাইছি আর আপনি কি আমাকে মেইল করেছেন ।

আপনার কাছ থেকে আগে শুনতে চেয়েছিলাম তাই মেইল করিনি। এত বড় ফাইল আপলোড করতে ভয় পাচ্ছিলাম। যাই হোক পেরেছেন শুনে ভাল লাগল।

Level 0

খুব ভাল টিউন। 🙂
আপনার website টিতেও গেলাম। চমৎকার। \m/

@NUMB
ধন্যবাদ।

দুই একদিনের মধ্যে শুরু করব ডিজাইন অনেক অনেক অঙ্কে ধন্যবাদ

অনেক ধন্যবাদ আপনাকে ।

Level 0

@Abdullah: নিজের ব্লগের ঠিকানা টা না দিলে আপনার ভাল লাগে না ।আপনি এর আগে অনেক বার কথা শুনেছেন ,তারপর ও …………………………