কপি পেস্ট করে উইন্ডোজ এক্সপিতে ব্যবহার করুন উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ভিস্তা থিম , সাউন্ড ও মাউস পয়েন্টার ! সাথে আরো ২৬ টি থিম।এবার সাজিয়ে তুলুন কম্পিউটারকে।

‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ আসা করি ভাল আছেন সবাই। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব, কিভাবে উইন্ডোজ এক্সপিতে কপি পেস্ট করে উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ভিস্তা থিম ব্যবহার করা যায়। এর সাথে মাউস পয়েন্টার ও সাউন্ড। এই টিউনটি আমি কয়েকটি পর্বে সাজিয়েছি। এখন তা উপস্তাপন করা হল।

“ ১ম পর্ব ”

“ ২য় পর্ব ”

  • ১. থিম ফোল্ডারটি ওপেন করুন।
  • ২. থিম ফাইল গুলো কপি করুন।
  • ৩. C:\WINDOWS\Resources\Themes ডিডেক্টরিতে পেস্ট করুন।

“ ৩য় পর্ব ”

  • ১. UniversalThemePatcher ফোল্ডারটি ওপেন করুন।
  • ২. UniversalThemePatcher-x86.exe ফাইলটি ওপেন করুন।
  • ৩. (ok) ওকে প্রেস করুন।
  • ৪. (yes) ইয়েস প্রেস করুন।

“ ৪র্থ পর্ব ”

  • ১. (patch) প্যাথে ক্লিক করুন।
  • ২. patch success প্যাথ সাকসেস, (ok) ওকে প্রেস করুন।
  • ৩. (yes) ইয়েস প্রেস করুন।

“ ৫ম পর্ব ”

  • ১. MAHAMUDUL Vista Ultimate Sound ফোল্ডার থাকে MAHAMUDUL Vista Ultimate Sound.msi ওপেন করে সেটআপ করুন।
  • ২. MAHAMUDUL STYLE ফোল্ডার থাকে MAHAMUDUL STYLE CURSORS.msi ওপেন করে সেটআপ করুন।
  • ৩. (yes) ইয়েস প্রেস করুন। এবং কম্পিউটার রিস্টার্ট করুন।

“ ৬ষ্ট পর্ব ”

  • ১. (Control Panel) কন্ট্রোল প্যানেলে যেতে হবে।
  • ২. (Muse) মাউস অপশানে ক্লিক করুন।
  • ৩. (Pointers) পয়েন্টাস ট্যাবে ক্লিক করুন।
  • ৪. (Scheme) ইস্কিম অপশনে গিয়ে MAHAMUDUL STYLE সিলেক্ট করতে হবে।
  • ৫. (ok) ওকে প্রেস করুন।

“৭ম পর্ব ”

  • ১. ডেক্সটপে রাইট বাটনে ক্লিক করে (Properties) প্রোপাইটিসে ক্লিক করতে হবে।
  • 2. থিম ট্যাবে থিম অপশনে SevenVG Refresh অথবা Vista Inspirat সিলেক্ট করুন।
  • ৩. (ok) ওকে প্রেস করুন।

SevenVG Refresh হলে......

Vista Inspirat হলে......

যদি কোন ভুল হয় তবে ক্ষমা করে দেবেন।

টিউনটি ভাল লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এক্সপিতে windows7 এর মত search দেওয়ার কোন উপায় আছে কি

kgb করে দিলে আমার ভালো হতো।

চেস্টা করব

Level 0

খুব ভাল tune.

অতিরিক্ত High Quality র টিউন !!!
অনেক কষ্ট করেছেন বোঝা যাচ্ছে …

ধন্যবাদ

valo tuner der gun e eita……..

সুন্দর টিউন,ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

kazi masud, colombo.স রাসরি প্রিয়তে রাখলাম ।

অনেক সুন্দর টিউন…।। ধন্যবাদ