‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ আসা করি ভাল আছেন সবাই। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব, কিভাবে উইন্ডোজ এক্সপিতে কপি পেস্ট করে উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ভিস্তা থিম ব্যবহার করা যায়। এর সাথে মাউস পয়েন্টার ও সাউন্ড। এই টিউনটি আমি কয়েকটি পর্বে সাজিয়েছি। এখন তা উপস্তাপন করা হল।
“ ১ম পর্ব ”
“ ২য় পর্ব ”
- ১. থিম ফোল্ডারটি ওপেন করুন।
- ২. থিম ফাইল গুলো কপি করুন।
- ৩. C:\WINDOWS\Resources\Themes ডিডেক্টরিতে পেস্ট করুন।
“ ৩য় পর্ব ”
- ১. UniversalThemePatcher ফোল্ডারটি ওপেন করুন।
- ২. UniversalThemePatcher-x86.exe ফাইলটি ওপেন করুন।
- ৩. (ok) ওকে প্রেস করুন।
- ৪. (yes) ইয়েস প্রেস করুন।
“ ৪র্থ পর্ব ”
- ১. (patch) প্যাথে ক্লিক করুন।
- ২. patch success প্যাথ সাকসেস, (ok) ওকে প্রেস করুন।
- ৩. (yes) ইয়েস প্রেস করুন।
“ ৫ম পর্ব ”
- ১. MAHAMUDUL Vista Ultimate Sound ফোল্ডার থাকে MAHAMUDUL Vista Ultimate Sound.msi ওপেন করে সেটআপ করুন।
- ২. MAHAMUDUL STYLE ফোল্ডার থাকে MAHAMUDUL STYLE CURSORS.msi ওপেন করে সেটআপ করুন।
- ৩. (yes) ইয়েস প্রেস করুন। এবং কম্পিউটার রিস্টার্ট করুন।
“ ৬ষ্ট পর্ব ”
- ১. (Control Panel) কন্ট্রোল প্যানেলে যেতে হবে।
- ২. (Muse) মাউস অপশানে ক্লিক করুন।
- ৩. (Pointers) পয়েন্টাস ট্যাবে ক্লিক করুন।
- ৪. (Scheme) ইস্কিম অপশনে গিয়ে MAHAMUDUL STYLE সিলেক্ট করতে হবে।
- ৫. (ok) ওকে প্রেস করুন।
“৭ম পর্ব ”
- ১. ডেক্সটপে রাইট বাটনে ক্লিক করে (Properties) প্রোপাইটিসে ক্লিক করতে হবে।
- 2. থিম ট্যাবে থিম অপশনে SevenVG Refresh অথবা Vista Inspirat সিলেক্ট করুন।
- ৩. (ok) ওকে প্রেস করুন।
SevenVG Refresh হলে......
Vista Inspirat হলে......
যদি কোন ভুল হয় তবে ক্ষমা করে দেবেন।
টিউনটি ভাল লাগলে কমেন্ট করবেন।
এক্সপিতে windows7 এর মত search দেওয়ার কোন উপায় আছে কি