বেশি মেগাবাইট এমপি৩ গানকে কম মেগাবাইট করুন,এর সাথে তৈরী করুন পছন্দের এমপি৩ গানের রিংটোন আরও অনেক কিছু।

‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ কেমন আছেন ? আসা করি ভাল আসেন। আজ আমি আপনাদের কাছে একটি মাল্টিমিডিয়া সফ্টওয়্যার নিয়ে হাজির হয়েছি।এই সফটওয়্যার দিয়ে সহজে বেশি মেগাবাইট এমপি৩ গানকে কম মেগাবাইটে তৈরী করা যায়।এবং পছন্দের এমপি৩ গানের রিংটোন তৈরী করা যায়।আসলে এই সফটওয়্যার রিংটোন তৈরী সফটওয়্যার হিসাবে পরিচিত ।এই সফটওয়্যারর নামে হল MP3 To Ringtone Gold ।

আসুন এবার MP3 To Ringtone Gold এর কাজ জেনে নিই।

@ প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন।

এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন।

@ ডাউনলোড শেষে কম্পিউটারে সেটআপ করুন এবং সেটআপ ফিনিশ করুন।

@ প্রোগ্রামটি অটোমেটিক রান করবে।

@ MP3 To Ringtone Gold বিভিন্ন অংশের পরিচিতি।

  • ১. Open এর মার্ধুমে আমরা যে গানটির রিংটোন তৈরি করব সেটি MP3 To Ringtone Gold এ লোড করা।
  • ২. iphone,mmf,mp3,qcp,amr,wav এই সকল ফরম্যাটে রিংটোন সেভ করা।
  • ৩.  MP3 To Ringtone Gold তে লোডকৃত গান সিলেক্ট করে প্লে এবং স্টপ করা।
  • ৪. MP3 To Ringtone Gold এ যে গান লোড করা হয়েছে তার ডিডেক্টরি শো করবে।
  • ৫. MP3 To Ringtone Gold তে লোডকরা গানের সিলেক্টকৃত আংশের স্টার্ট টাইম এবং ইন্ড টাইম শো করবে।
  • ৬. Audio cd থাকে Mp3 তৈরি করা ।
  • ৭. Mp3 থেকে Wav এবং Wav থেকে Mp3 কনভার্ট করা ।
  • ৮. বেশি মেগাবাইট এমপি৩ গানকে কম মেগাবাইটে তৈরী করা।

@ প্রথমে open এ ক্লিক করে গান লোড করুন।

@ লোড হলে দুই লেয়ারে শো করবে।

 @ আপনার যতোটুকু রিংটন প্রয়োজন লেয়ারে মাউস পয়েন্টার ধরে থাকে ক্লিক করে সেলক্ট করুন।আথবা টাইমারে স্টার্ট টাইম ও ইন্ড টাইম দিন।

 @ এরপর আপনি যে ফরম্যাটে সেভ করবেন সেই আইকনে ক্লিক করুন এবং নাম লিখে সেভ করুন।

@ রিংটোন সেভ হয়ে গেলে Ring Tone Created মেসেজ দেখবে। ok ক্লিক করলে রিংটোন ডিডেক্টরিতে নিয়ে যাবে।

 @ এমপি৩ গানের মেগাবাইট কমানোর জন্য Big MP3s To Small আপশোনে ক্লিক করতে হবে।

 @ Add… আপশোনে ক্লিক করে বেশি মেগাবাইট এমপি৩ গান লোড করতে হবে।একসাথে ১-৫ টা গান লোড করা যায়।এর বেশি লোড করলে লোড নাও হতে পারে।

 @ সেটিং পরিবর্তন করে গানের মেগাবাইট কম বেশি করা যায়।

 @ Browse Option ব্যবহার করে,কোন ফোল্ডারে সেভ করবেন তা নির্দশ করতে হবে।

@ এখন Convert All এ সবগুলু এবং Convert Single এ ক্লিক করলে একটি একটি করে কনভার্ট হবে।

এভাবে গানের মেগাবাইট কমানো যায় এবং রিংটোন তৈরি করা যায়।

যদি কোন ভুল হয় তবে ক্ষমা করে দেবেন।

টিউনটি ভাল লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

ধন্যবাদ

Level 2

খুব সুন্দর উপস্থাপন, ভালো লাগলো ।

ভাল একটা টিউন পেলাম

আপনাদের উৎসাহ পেয়ে ভাল লাগল

Level 0

shundor ekta soft share korar jonnp thnx ar prottekti jinish eto details e dieachhen so tune ti korte apnake onek kosto korte hoeachhe bojhai jachhe, shei jonno ar ekbar thnx, bhalo thakben bro

Level 0

খুব সুন্দর উপস্থাপন, ভালো লাগলো । চমৎকার টিউন। অবশ্যই কাজে লাগবে 😀 ।

golden ভাই।

next time Mediafire link diben.. Tune valo hoiche

Level 0

কমেন্ট না করে পারলাম না।টিউন টি খুব ভালো হয়েছে।কিন্তু গানের সাইজ ছোট করার কি দরকার?এক সময় ছিলো যখন মেমরি এর সাইয কম ছিলো।তখন সবাই গান এর সাইয কমিয়ে ফেলতো।এখন ত আর এসব এর দরকার নাই।কারন এখন মেমরি এর দাম কম,এয়ারফোন এর কোয়ালিটি ভালো।গান শুনতে অনেক ভালো লাগে।আর যদি গানের সাইয ছোট করে ফেলি তবে এর কোয়ালিটিও ছোট হয়ে যাবে।

ধন্যবাদ টিউনের জন্য।

আমার কাছে এই ভার্সনটাই (৮.৭) আছে। আমার জানামতে এরপরে আরও অনেক ভার্সন বের হয়েছে। আমি সর্বশেষ ভার্সনটা পেতে চাইছিলাম।
ধন্যবাদ।

Level 0

a gulo Onak agar Varson Notun Varson Thakla Post Korban.
Sar korbar Jono Dhonobad.