নমস্কার টেকটুনসে আপনাকে স্বাগত জানাই। এটা উইন্ডোজ সেভেন ইউজার দের জন্য টিউন করা।আমি আজ একটা সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা উইন্ডোজ সেভেন এর থীম প্যাক বলতে পারেন। সফটওয়্যার টার নাম "নেক্সাস এক্সট্রিম"।
এবার দেখে নেয়া যাক আপনি এটি থেকে কি কি পাবেন?
১।সফটওয়্যার টিতে আপনি অনেক কটা সুন্দর থীম পাবেন
২।রকেট ডক পাবেন।
৩।স্ক্রীন ক্যাপচার পাবেন।
৫।অনেক গুলি গ্যাজেট পাবেন, যেমন-কম্পিউটার পারফরমেন্স,মেইল চেকার,সুদৄশ্য ওয়াচ,ওয়েদার ইত্যাদি।
৬।বিভিন্ন জায়গায় যাবার অনেক শর্টকার্ট পাবেন।
আর সবচেয়ে বড় কথা আপনি আপনার উইন্ডোজ সেভেন কে নতুন রুপে পাবেন যা আপনি কল্পনাও করতে পারেন নি,সেই নতুন রুপের কিছু নজরানা দিলাম।
সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করুন -http://www.mediafire.com/file/zn094l16zgnsxt7/xtreme.zip এবার ইন্সটল করুন, নিয়ম অন্যান্ন সাধারন সফটওয়্যারের মতই।
এবার দেখুন আপনার উইন্ডোজ সেভেন এর লুক পুরোপুরি পালটে গেছে।তাহলে আর দেরি না করে এক্ষুনি ডাউনলোড করে ফেলুন।
আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।
ভাই ,একেবারে ফাটিয়ে দিয়েছেন।