কিছুদিন আগে ফেসবুকে এক বড় ভাইয়ের সাথে চ্যাট হচ্ছিল।
একটা পর্যায়ে তিনি তার কষ্টের কথাগুলো আমাকে বলে হালকা হতে চাইলেন। দুঃখ-কষ্টের কথা আসলে এমন ই একটা জিনিস যা শুনতে বেশিরভাগ মানুষের ই ভাল লাগে না, শুনলেই মন খারাপ হয়ে যায়। তারপর ও আমি মন দিয়ে শুনলাম তার কথাগুলো।
শুধু ঐ বড় ভাই ই নন, আমার পরিচিত অনেকেই মাঝে-মাঝে তাদের দুঃখ-কষ্টের কথাগুলো আমাকে আপন ভেবে শেয়ার করেন যেগুলো শুনে মন টাই খারাপ হয়ে যায়। তারপর ও তাদের কথাগুলো মন দিয়ে শুনি, কারন আমি মনে করি আল্লাহ আমাকে আমার আশে-পাশের অনেক মানুষের থেকে অনেক-অনেক ভাল রেখেছেন। তাই এটা আমার মানবিক দ্বায়িত্ব আমার আশে-পাশের মানুষদের কে ভাল থাকতে সহায়তা করা, তাদের দুঃসময়ে পাশে থাকা।
হোক সেটা আর্থিকভাবে, মানসিকভাবে, হোক সেটা কথার মাধ্যমে অথবা এই সামান্য লেখাটির মাধ্যমে...
জীবনে এমন কিছু মূহুর্ত আসে যার কোন ব্যাখ্যা আমাদের এই জাগতিক পৃথিবীতে পাওয়া যায় না। এমন কিছু ঘটনা ঘটে যা আপনি আমরা ডেজার্ভ করি না। কিন্তু আমরা চাই বা না চাই, ডেজার্ভ করি বা নাই করি-এমন কিছু মূহুর্ত বা ঘটনার সম্মুখে আমাদের প্রত্যেকের ই দাড়াতে হয়...
আমরা প্রায় ই হিসাব মেলাতে বসি- কি পেলাম, কি পেলাম না।
কি ছিলাম, কি হয়েছি, কি হবার কথা ছিল অথবা কেন হলনা অমন...
কেন অমুকের এত অঢেল টাকা, দামি গাড়ি-বাড়ি আর সুন্দরী স্ত্রী রয়েছে কিন্তু কেন আমার নেই!
কেন অমুকের এত সুন্দর চেহারা-আর সালমান খানের মত ফিগার আছে কিন্তু আমার কেন নেই!
কেন অমুক গুগল এডসেন্স আর ফ্রিল্যান্সিং করে এত টাকা কামাচ্ছে আর আমি কেন এত কষ্ট করে ও স্বচ্ছলতার মুখ দেখি না!
কেন সোহান রাহাত-বিল্লাহ মামুন-নাবিল আমিন-হাসিব-হাসান জোবায়ের ভাই এত সুন্দর টিউন লিখে কিন্তু আমি কেন ওদের মত পারি না!
কেন অমুক এত সুন্দর স্মার্টলি নেটিভ ইংরেজী বলে অথচ আমি এমনকি বাংলা ও ঠিকমত বলতে পারি না!
এরকম অনেক “কেন” এর উত্তর খুজে চলি আমরা প্রতিনিয়ত আর হীনমন্যতায় ভুগে হতাশ হয়ে থাকি...
কিন্তু সব “কেন” এর উত্তর মেলে না এত “কেন”র উত্তর খুজতে গিয়ে আরো হতাশ হয়ে পড়া টা কোন কাজের কথা নয়।
আমরা অনেকে সময় নষ্ট করি এই ভেবেঃ
কি পেলাম-কি হারালাম-কি পাবো না...
কিন্তু মূল কথা হচ্ছে যেটুকু পেয়েছি, যেটুকু আছে তার কতটুকু কাজে লাগাতে পারলাম!
আমার ১ কোটি টাকা আছে কিন্তু সেটা কে যদি কোন কাজে না লাগিয়ে অপচয় করি তো সেই ১কোটি টাকার কোন মূল্যই নেই।
আবার যদি ১০০০টাকা থাকে এবং সেই টাকা কোন কাজে লাগাতে পারি তো সেটাই সার্থক...
ব্যাপারটি শুধু টাকার ক্ষেত্রেই নয়, জীবনের সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।
ডেল কার্নেগীর প্রতিপত্তি ও বন্ধুলাভ নামক বইটিতে সুন্দর একটি কথা আছে যা আমার ভীষন প্রিয়। আপনাদের ও ভাল লাগবে-
“জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবেনা”
আমরা বেশিরভাগ সময়গুলোতে শুধু না পাওয়ার হিসাব ই মেলাতে থাকি, তাই কি পেয়েছি বা কি আছে সেটা ভুলে যাই।
আপনার আশে-পাশে একটু তাকিয়ে দেখুন। অনেক মানুষ পাবেন যারা আপনার থেকে ও অনেক খারাপ অবস্থানে আছে। সৃষ্টিকর্তার শোকর করুন যে তিনি আপনাকে তাদের থেকে ভাল অবস্থানে রেখেছেন।
অর্ধেক পানিতে ভর্তি একটি গ্লাস দেখে আমরা কেউ বলি, এটা অর্ধেক খালি।
আবার কেউ বলি গ্লাসটি অর্ধেক পানিতে ভর্তি!
ফারাক টা আশা করি বুঝতে পেরেছেন। তাই আপনার কিছু যদি না ও থাকে তাতে ও ঘাবড়াবার কিছু নেই, আপনি শুন্য থেকেই সবকিছু শুরু করুন।
জীবন টাকে আমরা একটি বহুতল ভবনের সাথে তুলনা করতে পারি। আমরা এক লাফে শেষ মাথায় পৌছানোর চেষ্টা না করে বরং সিড়ির প্রথম ধাপে পা দেবার মাধ্যমেই আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকি...
আর কথা বাড়াচ্ছি না কারন তাহলে টিউনের দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে।
এবার আসুন আমরা কিছু ইন্সপায়ারিং স্টোরী দেখি...
যে স্টোরী গুলো আপনাকে কাঁদাবে-ভাবাবে, আপনার হারানো উৎসাহ-উদ্দীপনা ফেরত দিবে। আপনার কষ্টগুলো ফিকে হয়ে আসবে।
আপনাদের জন্য অন্তর্জাল ঘেটে বিভিন্ন ইন্সপায়ারিং স্টোরীর লিঙ্ক গুলো সংগ্রহ করলাম। অনেকে ডাউনলোড করে দেখতে বিরক্ত বোধ করেন তাই ভিডিও গুলোর ইউটিউব লিঙ্ক দিলাম সরাসরি দেখার সুবিধার্তে। তবে আমি ডাউনলোড করে দেখার পরামর্শ দিবো, কারন প্রতিটি ভিডিও ই সংগ্রহে রাখার মত...
টিউন টি আমার মানবিক দ্বায়িত্ববোধ থেকে করা। কারো যদি বিন্দুমাত্র ও ভাল লাগে এবং কারো কষ্ট যদি সামান্য টুকু ও ফিকে হয়ে আসে এই টিউনের মাধ্যমে-তাহলে আমি বুঝবো আমার কষ্ট সার্থক...
সবাই ভাল থাকুন!
নিচের লিঙ্ক গুলো থেকে সরাসরি দেখুন অথবা ডাউনলোড করে নিন, এবং যদি ভাল লাগে ফেসবুকে শেয়ার দিন। হয়ত আপনার শেয়ার দেবার মাধ্যমে আপনার কোন একজন বন্ধুর মন টা আপনি ভাল করতে পারেন...
সাথে বোনাস হিসাবে আরো দুইটি দিলাম...
লেখা টি সর্বপ্রথম ফেসবুকের DownloaD ZonE গ্রুপে প্রকাশিত হয়েছে।
আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 377 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব বেশি কিছু জানিনা। তবে যেটুকু জানি শেয়ার করতে চেষ্টা করি। ফেসবুকেঃ https://www.facebook.com/shornomrigo
ধন্যবাদ টিউনটির জন্য