বিসমিল্লাহির রাহমানির রাহিম।
পরম করুনাময় আল্লাহ্র নামে আজকের টিউন শুরু করছি।
সবাই কেমন আছেন ?
আশা করি সবাই আল্লাহ্র রহমতে ভালই আছেন।
আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র রহমতে ভালো আছি।
দেখতে দেখতে আজ আমি আমার ৫০তম টিউন করে ফেলছি। আসলে আমি যে এত দ্রুত ৫০টি টিউন করে ফেলবো টা ভাবিনী।
আমি প্রথমে টিটির একজন নিয়মিত ভিজিটর ছিলাম প্রথম অবস্থায় টিউন করার অনেক চেষ্টা করেছি কিন্তূ সাহসে কুলায়নি।
কিন্তু একদিন সাহস করে প্রথম টিউন। আমার প্রথম টিউনটি দেখতে এখানে ক্লিক করুন।
প্রথম টিউনে আমি আপনাদের সাপোর্ট পেয়ে ধীরে ধীরে টিউন করতে করতে আজ ৫০তম টিউন করতে বসলাম।
আপনাদের সাপোর্ট না পেলে আমার এতটুক আশা সম্ভব হত না।
যাক আর বেশি কথা না বলে আজকের টিউন শুরু করছি।
আজ আমি আপনাদের সাথে ভিন্ন ভিন্ন কিছু বিষয় শেয়ার করতে যাচ্ছি।
আসুন তাহলে শুরু করা যাক।
বিভিন্ন সময় আমরা ভুল করে , ভাইরাসের কারনে বা অন্য কোন কারনে Windows এর কিছু ফাইল করাপটেড এবং ড্যামেজ হয়ে যায়।
এতে করে আমাদের বেশ কিছু সময় এবং তার সাথে এবার প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করার ঝামেলায় পড়তে হয়।
আপনি চাইলেই সহজেই সেই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন
এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবেনা।
জাস্ট File Repair নামক এই সফটওয়্যারটি ডাউনলোড করে কাজ করতে হবে।
এটি একটি ফ্রী সফটওয়্যার।
এটি দিয়ে আপনি যা যা রিপাইয়া করতে পারবেন।
তাহলে এর দেরি না করে ১ এমবির এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।
এটি যে ভাবে ব্যবহার করতে হবে :
এখন আপনার ফাইলটি অটোমেটিকলি রিপাইয়ার হওয়া শুরু হয়ে যাবে
হুম আপনার কাজ শেষ এর কিছুই করা লাগবেনা।
এটি একটি ফ্রী সাইট এখানে আপনি লগ ইন করার সাথে সাথে পাবেন ১০ জিবি ফ্রী স্পেস এবং রেফার করলে প্রতি রেফারে পাবেন ৬ জিবি স্পেস।
তাহলে আর দেরি কেন এখনই ইচ্ছে মত ফাইল আপলোড করা শুরু করেন।
আর জন্য আপনাকে বেশি কিছু করতে হবেনা জাস্ট আপনাকে এই লিংকে গিয়ে সাইন আপ করে লগ ইন করতে হবে।
একেবারেই সহজ পারবেন তাই স্ক্রীনশট দিলাম না।
আপনি কি চাচ্ছেন আপনার ফেইসবুকের সকল ট্যাগ করা ছবি ডাউনলোড করতে ???
যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্য।
প্রথমে এই লিংকে গিয়ে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
তারপর আপনি কোথায় সেইভ করবেন টা সিলেক্ট করে দেন। এখন ডাঊনলোড হওয়া শুরু করবে। ডাঊনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
আজ এই পর্যন্তই সবাই দোয়া করবেন যাতে টেকটিউনসে আমার টিউনের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।
কোন ভুল হলে মাফ করবেন।
আর আমার লেখার কোথায়ও বুঝতে সমস্যা হলে মন্তব্য করতে এবং ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না।
সবাই ভালো তাহকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির )
আল্লাহ্ হাফেজ।
আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...
Thanks…………