প্রথমেই সবাইকে আমার সালাম জানাই।
ফাইলসনিক এ অনেক প্রয়োজনীয় ফাইল, সফটওয়্যার কিংবা ইবুক পাওয়া যায়। কিন্তু এখান থেকে ডাউনলোড করা বেশ ঝামেলার ব্যাপার। প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে অবশ্য কোন ঝামেলা পোহাতে হয় না কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট পাওয়া বেশ দুষ্কর। আর পেলেও তা ব্যাবহার করা আরও কঠিন কেননা অন্য কেউ হয়তো অ্যাকাউন্টটি দিয়ে কাজ করছেন।
যাই হোক এবার বাজে বকবক না করে বলি কিভাবে প্রিমিয়াম অ্যাকাউন্ট অথবা কুকি ছাড়া লিচিং এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলটি ডাউনলোড করবেন। এখানে লিচিং নিয়ে অনেক টিউন হয়েছে তবে আমি এখানে Foxleech এ লিচিং নিয়ে আলোচনা করব।
১। প্রথমে http://www.foxleech.comসাইটটিতে যান। Register এ ক্লিক করুন।
২। Username, password, email ঘরগুলি যথাযত তথ্যাবলি দিয়ে পূরণ করুন। Confirm এর পরে যে সংখ্যাগুলো দেখবেন সেগুলোই আপনি ডানপাশের বক্সে লিখুন। তারপর Register এ ক্লিক করুন।
৩।এবার দেখুন এটা এসেছে।
৪।আবার সাইটটি নতুন করে ওপেন করুন এবং আপনার ইউসারনেম ও পাসওয়ার্ড দিন তারপর login এ ক্লিক করুন।
৫। লগিন করার পর দেখুন এরকম পেজ ওপেন হয়েছে।
৬। এবার আপনি New Wupload Filesonic Hotfile….. এটার পাশের এরোতে ক্লিক করুন এবং New filesonic fileserve megaupload uploaded to hotfile premium………
অর্থাৎ পঞ্চম/৬ষ্ঠ (নতুন একটি ট্যাব ইতোমধ্যে বৃদ্ধি পাওয়াতে একটু কষ্ট করে খুঁজে দেখুন ছবির ট্যাবটি কোথায় আছে!) ট্যাবটি সিলেক্ট করুন।
৭। এখন লিঙ্কের স্থলে আপনার ফাইল ডাউনলোডএর লিঙ্ক দিন এবং download বাটনে ক্লিক করুন।
৮। এবার দেখুন নিচের পেজ ওপেন হয়েছে। download now বাটনে ক্লিক করুন
৯। তারপর একটি নতুন উইন্ডো ওপেন হবে (পেজ নয়)। প্রগ্রেস বার এর নিচে ১০০% লেখা আসলে আপনি ঠিক তার নিচে একটি নীল রঙের ফাইলের ডাউনলোড লিঙ্ক দেখবেন। সেটাতে ক্লিক করুন।
১০। এবার দেখুন ডাউনলোড শুরু হয়েছে।
১১। স্টার্ট ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং আপনার নেট স্পিড অনুযায়ী অপেক্ষা করুন। 😛
এবার দেখুনঃ ডাউনলোড হচ্ছে তাও আবার ফুল স্পিডে। 🙄
আমি প্রায় ১০-১২ টির মত ফাইল এই পদ্ধতিতে ডাউনলোড করেছি নিশ্চিন্তে। একটা হয়ে গেলে আবার একই নিয়মে ডাউনলোড করতে থাকুন।
শুধু ফাইলসনিক-ই নয় আপনারা র্যাপিডশেয়ার, W আপলোড, হটফাইল ইত্যাদি ফাইল হোস্টিং থেকেও নামাতে পারেন। আজ আর বললাম না। নিজে ট্রাই করে দেখুন। তবে এইটুকু বলতে পারি Wupload থেকে বড় ফাইল ডাউনলোড করতে গেলে একটু বেশি অপেক্ষা করতে হবে কিন্তু ফাইলসনিক থেকে নামাতে গেলে বেশীক্ষণ অপেক্ষা করতে হবে না। অল্প সময়ের মধ্যেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন।
আর IDM না থাকলেও সমস্যা নেই। এখানে আইডিএম নিয়ে অসংখ্য টিউন রয়েছে। আর না খুঁজতে চাইলে এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন।
IDM 6.07 Pre-registered
link: http://www.mediafire.com/?cparh8f10g55f7p
টিউনটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমার টিউন সম্পর্কিত খারাপ লাগা, ভাল লাগা অথবা কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। সবাই ভাল এবং সুস্থ থাকবেন। আল্লাহ্ হাফেজ।
টিউনটি পূর্বে প্রকাশিত এখানে
আমি নিওফাইটের রাজ্যে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শ্রবণ, মনন , অনুশীলন
1 ta download deyar por kotkkhon opekkha korte hobe?