খুব কম মেগাবাইটে হাই-ডেফিনেশন মুভি নিয়ে টিউন করতে চাই- মতামত দিন

খুব কম মেগাবাইটে হাই-ডেফিনেশন মুভি নিয়ে টিউন করতে চাই- মতামত দিন

 

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন। চলতি মাসের ৫ তারিখে সুন্দর এ পৃথিবী হারালো এক স্বপ্নচারীকে। তিনি আর কেউ নন আপনার আমার সকলের পরিচিত ষ্টিভ জবস, তার প্রতি এবং তার সৃষ্টির প্রতি আমার অগাধ ভালবাসা ও সম্মান জ্ঞাপন করে আমি আমার আজকের টিউন টি আরম্ভ করছি।

 

কিছু কথা থাকে যা আমরা সবাই এক কথায় বা এক বাক্যে স্বীকার করি। তেমনি একটি কথা হল বর্তমান সময়ে সময় কাটানোর একটি মাধ্যম হল বিনোদন। বর্তমান সময়ের হরেক রকমের বিনোদন এর টপ লিস্টের দিকে যেগুলো তার মধ্যে ভালো মানের মুভি দেখা একটি অন্যতম বিনোদন। কিন্তু দু:খজনক ব্যাপার হল ভালো মানের মুভি পাওয়া। কিন্তু বর্তমান সময়ে আমরা অনেকেই ইন্টারনেট ব্যাবহার করি তাই একটু এক্সপার্ট হলেই আমরা চাওয়া মাত্র আমাদের কাঙ্ক্ষিত ডিজিটাল জিনিস গুলো একদম ফ্রিতে পাই, তাই মুভিও এর বাইরের কোন ব্যাপার নয়। কিন্তু আমরা যারা মুভি প্রিয় তার সকলেই চাই হাই-ডেফিনেশন মুভি গুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখতে কিন্তু ইন্টারনেটের ইস্পিড ও মুভির অনেক বড় সাইজ হওর কারণে আমাদের অনেকের আশা আশাই থেকে যায়, হাই-ডেফিনেশন মুভি গুলো আর ডাউনলোড আর করা হয় না।

 

আমরা অনেকেই জানি ভিডিওর অনেক ফরমেটের পাশাপাশি MKV ফরমেট বেশ জন প্রিয় হয়ে উঠছে। এর বহু কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে খুব কম সাইজে হাই-ডেফিনেশন মুভি বা ভিডিও পাওয়া যায়। যেমন যেখানে একই ভিডিও কোয়ালিটি সম্পন্ন AVI একটি মুভির সাইজ ১ গিগাবাইট সেখানে ঐ মানের হাই-ডেফিনেশন মুভি পাওয়া যাবে মাত্র ৩০০ মেগাবাইটে। এটা আসলেই আমাদের জন্য দারুণ পাওয়া। তাই বলা যায় উক্ত সাইজের মুভি ডাউনলোড করা আমাদের বাংলাদেশে যে ইন্টারনেট ইস্পিড আছে তাতে সম্ভব। কিন্তু এখানেও সমস্যা আছে, MKV ফরমেটের মুভি খুঁজে পাওয়া বেশির ভাগ সময়ই খুব দুষ্কর হয়ে পরে। তাই আমি চাই MKV ফরমেটে নামকরা ইংলিশ হাই-ডেফিনেশন মুভি গুলো আপনাদের সাথে টিউন আকারে শেয়ার করতে। তাই আপনাদের আন্তরিক মতামত আমার কাম্য।

Level 0

আমি হাশমী বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক জন ছাত্র( ডিগ্রী BSS ২য় বর্ষে পড়ি)। IT কে আমার খুবই ভাল লাগে তাই IT কে আমার পেশা হিসেবে নিয়েছি। আমি আমার সামান্য জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে চাই, তার সাথে সাথে আমি যতটুকু জানি তাও জানাতে চাই। দোয়া করবেন অমার কর্ম যেন আপনাদের অন্তরে এন্থান পায়, আমার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

No Thanks.

ato khon bok bok kora o jokhon liklan nah taila r dorkar nai,chipay jan.
http://www.amaderforum.com ai site a try kora dhakan sobai valo movei paban,i hope

টিউন করেন।
তবে মিডিয়াফায়ার লিঙ্ক, ছবির স্ক্রিনশট,IMDb ইনফো, কাস্টিং এবং রিভিও সহ দিতে হবে। যদি পারেন তাইলে দেন।

Level 0

করতে পারেন 🙂 তবে ভালো মুভি দিয়েন । আর ফেসবুকে এই গ্রুপেও মুভির রিভিও/লিঙ্ক শেয়ার করতে পারেন ।
http://www.facebook.com/groups/moviepagol/

অরিজিনাল হাই ডেফিনেশন ব্লুরে থেকে শুরু করে হালের জনপ্রিয় mkv ফর্মেটে রিপ করা মুভির জন্য একটি সাইটই যথেষ্ট হবে— ২৬ লক্ষেরও বেশী ইউজার নিয়ে গড়ে ওঠা ফোরাম warez-bb.org এর মুভি সেকশন। মুভিকে ছোট সাইজে রিপ করার প্রণেতা “300mb United” দলটির শুরুটাও কিন্তু এই ফোরাম থেকেই 🙂

৪০০-৫০০ মেগাবাইট সাইজে ব্লুরে, এইচডি, ডিভিডির অসাধারণ কোয়ালিটির রিপ! ফোরামের মুভি সেকশনটি আমার দেখা সবচাইতে সমৃদ্ধ কালেকশন। হলিউডের ১৯৩০ সালের মুভি থেকে শুরু করে হালের দুইদিন আগে রিলিজ পাওয়া মুভি, সব পাওয়া যায়। হলিউড, বলিউড, কোরিয়ান, রাশিয়ান, ফ্রেঞ্চ, ইরানি যাই হোক; মুভির নাম লিখে সার্চ দিলেই লিঙ্ক পেয়ে যাই। বোনাস হিসেবে প্রায় সব মুভি ফাইলের সাথেই সাবটাইটেল এমবেডেড পাই, আর কি চাই?!

মুভি আর প্রযুক্তিবিষয়ক টিউন এই দুইয়ের মধ্যে সরাসরি কোন বিপরীত সম্পর্ক নেই। তবে টিটির মূল উদ্দেশ্যকে ধারণ করা প্রযুক্তি নির্ভর লেখাগুলো যদি মুভি সংক্রান্ত টিউনের ভারে চাপা পড়ে যায় তাহলে সেটা খুব একটা সুখকর হবেনা বলেই মনে করি। তাই মাঝেমধ্যে অফটপিকে দুই-একটা ছাড়া নিয়মিতভাবে টিটিতে মুভি শেয়ারিং এর পক্ষপাতি নই।

Level 0

don’t mine we No need because of our internet connection

অপেক্ষাই রইলাম

টেকটিউনস প্রযুক্তি সংক্রান্ত সাইট হওয়ার এখানে নিয়মিত মুভি সেয়ার মানায় না।
তবে আপনি “খুব কম মেগাবাইটে হাই-ডেফিনেশন মুভি পাওয়া যায়” এইরকম সাইটগুলিকে নিয়ে টেকটিউনস এ তাদের রিভিউ লিখতে পারেন।

ধন্যবাদ।

হাই স্পেড টররেন্ট ১০০% স্পীড সব কিছু নতুন নতুন পাইবেন http://www.bdtorrents.com

Everyday Latest Movie Update at http://www.downloading4fun.com

Level 0

শুভ কাজে দেরি করা ঠিক না।

ভাইয়া খুব কম মেগাবাইটে এইচডি মুভি এর অন্য নাম দুধের স্বাদ ঘোলে মেটানো। একটি ৭২০পি বা ব্লু-রে রিপ গ্রহণযোগ্য ফাইলের সাইজ ৬০০~৯০০ (প্রায়) হয়। আর ভাই MKV কোন ফরম্যাট না MKV হচ্ছে কন্টেইনার আর ফরম্যাট টা হচ্ছে h.264 যার মধ্যে অডিও ভিডিও চ্যানেল গুলো আলাদা করে দেয়া থাকে, যা এখন বিশ্বজোড়া প্রচলিত। আমি একটি ৭২০পি ব্লু-রে ৯৫ মিনিটের ফাইল নামাতে পড়ে দেখি এর সাইজ ১২জিবি+; আরেকটা ১০৮০পি ১২০ মিনিটের ফাইল যার সাইজ ৩৬জিবি+।

ভাই ছবি কোয়ানে?

Level 2

ভাই দিয়েন তবে, ১পার্ট দিয়েন। মিডিয়াফায়ার কয়েকটি পার্ট এ বিভক্ত করে দেয় এর ফলে অনেক সমস্যা হয়।