খুব কম মেগাবাইটে হাই-ডেফিনেশন মুভি নিয়ে টিউন করতে চাই- মতামত দিন
বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন। চলতি মাসের ৫ তারিখে সুন্দর এ পৃথিবী হারালো এক স্বপ্নচারীকে। তিনি আর কেউ নন আপনার আমার সকলের পরিচিত ষ্টিভ জবস, তার প্রতি এবং তার সৃষ্টির প্রতি আমার অগাধ ভালবাসা ও সম্মান জ্ঞাপন করে আমি আমার আজকের টিউন টি আরম্ভ করছি।
কিছু কথা থাকে যা আমরা সবাই এক কথায় বা এক বাক্যে স্বীকার করি। তেমনি একটি কথা হল বর্তমান সময়ে সময় কাটানোর একটি মাধ্যম হল বিনোদন। বর্তমান সময়ের হরেক রকমের বিনোদন এর টপ লিস্টের দিকে যেগুলো তার মধ্যে ভালো মানের মুভি দেখা একটি অন্যতম বিনোদন। কিন্তু দু:খজনক ব্যাপার হল ভালো মানের মুভি পাওয়া। কিন্তু বর্তমান সময়ে আমরা অনেকেই ইন্টারনেট ব্যাবহার করি তাই একটু এক্সপার্ট হলেই আমরা চাওয়া মাত্র আমাদের কাঙ্ক্ষিত ডিজিটাল জিনিস গুলো একদম ফ্রিতে পাই, তাই মুভিও এর বাইরের কোন ব্যাপার নয়। কিন্তু আমরা যারা মুভি প্রিয় তার সকলেই চাই হাই-ডেফিনেশন মুভি গুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখতে কিন্তু ইন্টারনেটের ইস্পিড ও মুভির অনেক বড় সাইজ হওর কারণে আমাদের অনেকের আশা আশাই থেকে যায়, হাই-ডেফিনেশন মুভি গুলো আর ডাউনলোড আর করা হয় না।
আমরা অনেকেই জানি ভিডিওর অনেক ফরমেটের পাশাপাশি MKV ফরমেট বেশ জন প্রিয় হয়ে উঠছে। এর বহু কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে খুব কম সাইজে হাই-ডেফিনেশন মুভি বা ভিডিও পাওয়া যায়। যেমন যেখানে একই ভিডিও কোয়ালিটি সম্পন্ন AVI একটি মুভির সাইজ ১ গিগাবাইট সেখানে ঐ মানের হাই-ডেফিনেশন মুভি পাওয়া যাবে মাত্র ৩০০ মেগাবাইটে। এটা আসলেই আমাদের জন্য দারুণ পাওয়া। তাই বলা যায় উক্ত সাইজের মুভি ডাউনলোড করা আমাদের বাংলাদেশে যে ইন্টারনেট ইস্পিড আছে তাতে সম্ভব। কিন্তু এখানেও সমস্যা আছে, MKV ফরমেটের মুভি খুঁজে পাওয়া বেশির ভাগ সময়ই খুব দুষ্কর হয়ে পরে। তাই আমি চাই MKV ফরমেটে নামকরা ইংলিশ হাই-ডেফিনেশন মুভি গুলো আপনাদের সাথে টিউন আকারে শেয়ার করতে। তাই আপনাদের আন্তরিক মতামত আমার কাম্য।
আমি হাশমী বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক জন ছাত্র( ডিগ্রী BSS ২য় বর্ষে পড়ি)। IT কে আমার খুবই ভাল লাগে তাই IT কে আমার পেশা হিসেবে নিয়েছি। আমি আমার সামান্য জ্ঞানকে সবার সাথে শেয়ার করতে চাই, তার সাথে সাথে আমি যতটুকু জানি তাও জানাতে চাই। দোয়া করবেন অমার কর্ম যেন আপনাদের অন্তরে এন্থান পায়, আমার...
No Thanks.