আপনার উইন্ডোজ এক্সপি কে ভিস্তা বা উইন্ডোজ সেভেন বানান তাও মাত্র ২ মিনিটে

আমরা বেশিরভাগ কম্পিউটার ইউজাররা আমাদের মেশিনে উইন্ডোজ এক্সপি সিস্টেম ইউস করি।উইন্ডোজ এক্সপি র পরের দুটি ভার্সন উইন্ডোজ ভিস্তা বা উইন্ডোজ সেভেন অনেকেব্যবহার করি না,অনেকে এই কারনে করেন না যে ফরম্যাট মারলে তাদের আগের সব ফাইল বা সফটওয়্যার হাতছাড়া হয়ে জাবে তাছাড়া উইন্ডোজ সেভেনে অনেক সফটওয়্যার সাপর্ট করে না।আবার অনেকে এই কারনে ইউস করেন না উইন্ডোজ সেভেন এর জন্য দরকারি মিনিমাম কনফিগারেশন তাদের মেশিনে নেই।এগুলি ছাড়াও উইন্ডোজ সেভেন লাগাতে গেলে বেশ কিছু টাকাও খরচা।যাক এবার আসল কথায় আসি, যে সফটওয়্যার দুটোর কথা আপনাদের বলব সে দুটো অনেক টা একই।

প্রথমটি হল “ভিস্তা মিজার” এই সফটওয়্যার টি ইন্সটল করুন আপনার উইন্ডোজ এক্সপি সিস্টেমে।ইন্সটলের নিয়ম অন্য যে কোন সাধারন সফটওয়্যারের মত। একবার ইন্সটল হয়ে গেলে মেশিন রিস্টার্ট করুন,এবার দেখুন আসল মজা।

স্টার্টআপে আপনার সিস্টেম উইন্ডোজ“ভিস্তা” দেখাবে আর পুরো সিস্টেমটাই “উইন্ডোজ ভিস্তা”র মত লাগবে। বাইরে থেকে দেখে বোঝা যাবেনা আপনার সিস্টেম এক্সপি না ভিস্তা। আর আপনি ভিস্তার পুরোপুরি মজা নিতে পারবেন।এটি সম্পূর্ণ নিরাপদ এবং ভাইরাস ফ্রী সফটওয়্যার।“ভিস্তা মিজার” ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।

লিঙ্ক---------------------http://www.filesonic.com/file/2565902351/Vista_Mizer.exe

এবার দেখুন ভিস্তা মিজারের যাদু।

নিচে আপনাদের সুবিধার্থে উইন্ডোজ এক্সপি এবং ভিস্তা মিজার লাগাবার পরে উইন্ডোজ এক্সপির কিছু

স্ক্রীনশট দেওয়া হল।

১.আগের এক্সপি সিস্টেম (স্ক্রীনশট)

২.ভিস্তা মিজার ইন্সটল করার পর এক্সপি সিস্টেম(স্ক্রীনশট)

অসাধারন অনুভুতি হবে ভিস্তা সিস্টেম ইউস করে।

দ্বিতীয় যে সফটওয়্যারটার কথা আপনাদের বলব তা হল সেভেন মিযার, এই সফটওয়্যার টি ডাউনলোড করুন এখান থেকে—http://www.filesonic.com/file/2567042671/Seven_Mizer.exe

এরকাজ পুরো ভিস্তা মিজার এর মত।পার্থক্য এটাই যে এই সফটওয়্যারটি ইন্সটল করলে আপনার সিস্টেম উইন্ডোজ সেভেনের মত হয়ে যাবে।নীচে উইন্ডোজ সেভেনের কিছু স্ক্রীনশট দেওয়া হল।

৩.সেভেন মিজার লাগাবার পর এক্সপি সিস্টেম(স্ক্রীনশট)

সকলে ভাল থাকবেন ও সফটওয়্যার দুটি ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না যেন। আজ তবে আসি নমস্কার।

Level 0

আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

MOBILE TV: আমি বিস্মিত হলাম যখন TECNO মোবাইলে TV দেখতে পেলামINTERNET ছাড়া ।এখানে সব সময় BTV ধরে । ডিস কালেকশনে সব TV দেখাই ।যদি কেউ এই tv এর software DOWNLODE লিংক জানেন তবে জানাবেন । ধন্যবাদ

ভাই এইভাবে তো এক্সপি থেকে সেভেনে গেলাম কিন্তু সেভেন থেকে এক্সপি তে ব্যাক করব কিভাবে ?

    Level 0

    @ঠান্ডা নিয়ন: জাস্ট আনইন্সটল করলেই হবে,তবে আমার মনে হয় না আপনার আর আনইন্সটল করতে ইচ্ছা হবে বলে।এক বার ব্যাবহার করেই দেখুন না।

Level 0

Vai, link 2ta abar review koren… Windows 7 miser er link ta mone hoy vista er ta disen… :/

    Level 0

    @aan007bd: thanks ভুল ধরিয়ে দেবার জন্য।আপডেট করে দিয়েছি। লিঙ্ক-http://www.filesonic.com/file/2567042671/Seven_Mizer.exe

Level 0

vai oneksundor laglo…..dakhi try kore kmon lage…..thnks.

Level 0

press any key to boot from cd আসেনা কিন্তু অটো সেটআপ নেওয়া সুরু করে
file copy হয়ে গেলে রিস্তারদ নেয় আবার অটো সেটআপ নেওয়া সুরু করে
ভাইজান যদি একটু চেষ্টা করতেন
ধন্যবাদ

    Level 0

    @habib421: বুঝলাম না ডিটেলস এ বলেন।

Level New

ধন্যবাদ

সুন্দর টিউন,ধন্যবাদ শেয়ার করার জন্য।

যদি কারও ভিস্তা বা সেভেন ইউজ করার ইচ্ছা থাকে তাহলে ফ্রেশ ইন্সটল করে ইউজ করুন। ট্রান্সফরমেশন প্যাক ইউজ না করাই ভালো। এগুলো আপনার সিস্টেম ফাইলকে করাপ্ট করতে পারে।

Level 0

Vai, vista theke windows 8 a korar jonno kono mizer nei ?

Level 0

It’s really so much interesting.

agulo use korte j poriman RAM dorkar se poriman RAM a apni WIn 7 othoba Win 8 developer Preview use korte parben.ohetuk jhamelar ki dorkar.

Level 0

ভাই ভিস্তা বা সেভেন ইন্সটল করার মানে হল ফরম্যাট মারা, আমি দেখাতে চেয়েছি ফরম্যাট না মেরেও কিভাবে ভিস্তা বা সেভেন এর মজা নেয়া যায়। আর ভিস্তা বা সেভেন ডাউনলোড করতেও অনেক সময় লাগবে আর ইন্সটল করতেও অনেক সময় লাগবে।ভিস্তা প্রায় ২ জিবি, সেভেন প্রায় ৩ জিবি। আমার দেওয়া ভিস্তা মিজার ১৯ এমবি, সেভেন মিজার ১৭ এমবি। ইন্সটল করতে লাগে ২ মিনিট। আনইন্সটল করতেও লাগবে ২ মিনিট।

সেভেন মিজার ইন্সটল করলাম। থীম-কার্সর-লগইন স্ক্রিন চেঞ্জ হইছে, কিন্তু আপনার স্ক্রিনশটের মত সাইড প্যানেল তো আসে নাই ভাই!!

    Level 0

    @ফয়সাল তূর্য: ভাই আপনি কিছু উইন্ডোজ ৭ এর থীম ডাউনলোড করে ইন্সটল করুন,বা আমার পরের টিউন এর জন্য অপেক্ষা করুন পরের টিউনে এ ব্যাপারে লিখব।

ধন্যবাদ

তোমার সফটওয়্যার দু খানা খুব বাজে ইন্সটল করার সঙ্গে সঙ্গে কম্পিউটার কাদতে সুরু করল। জেন আর চলতে পারছেনা । সফটওয়্যার না এক প্রকার ভায়রাস । একটা ভাল কিছু দিও ।

    Level 0

    @sanjayhalder: শঞ্জয় তুমি আদিম যুগের কম্পিউটার ইউস করো, এটা তোমার জন্য নয়।

amake ekta help koro. amar hard disk crac hoye geche kivabe thik korbo. amar c ta full chilo vhul kore otei onek kichu install kore felechi. diya kore quick reply dio

    Level 0

    @sanjayhalder: oy sanjoy ajke akta tune korechi dekhis. Ra-one dekhte jabi?

Level 0

ব্যাবহার করেই দেখিয়

link does not working…..

Level 0

Bhaia, link ta kaj korse na.. plz ektu mediafire e dite parben, onek upokrito hotam….
amar post ta ektu dekhun, plz….
দয়া করে একটু পোষ্টটা দেখবেন?