আমরা বেশিরভাগ কম্পিউটার ইউজাররা আমাদের মেশিনে উইন্ডোজ এক্সপি সিস্টেম ইউস করি।উইন্ডোজ এক্সপি র পরের দুটি ভার্সন উইন্ডোজ ভিস্তা বা উইন্ডোজ সেভেন অনেকেব্যবহার করি না,অনেকে এই কারনে করেন না যে ফরম্যাট মারলে তাদের আগের সব ফাইল বা সফটওয়্যার হাতছাড়া হয়ে জাবে তাছাড়া উইন্ডোজ সেভেনে অনেক সফটওয়্যার সাপর্ট করে না।আবার অনেকে এই কারনে ইউস করেন না উইন্ডোজ সেভেন এর জন্য দরকারি মিনিমাম কনফিগারেশন তাদের মেশিনে নেই।এগুলি ছাড়াও উইন্ডোজ সেভেন লাগাতে গেলে বেশ কিছু টাকাও খরচা।যাক এবার আসল কথায় আসি, যে সফটওয়্যার দুটোর কথা আপনাদের বলব সে দুটো অনেক টা একই।
প্রথমটি হল “ভিস্তা মিজার” এই সফটওয়্যার টি ইন্সটল করুন আপনার উইন্ডোজ এক্সপি সিস্টেমে।ইন্সটলের নিয়ম অন্য যে কোন সাধারন সফটওয়্যারের মত। একবার ইন্সটল হয়ে গেলে মেশিন রিস্টার্ট করুন,এবার দেখুন আসল মজা।
স্টার্টআপে আপনার সিস্টেম উইন্ডোজ“ভিস্তা” দেখাবে আর পুরো সিস্টেমটাই “উইন্ডোজ ভিস্তা”র মত লাগবে। বাইরে থেকে দেখে বোঝা যাবেনা আপনার সিস্টেম এক্সপি না ভিস্তা। আর আপনি ভিস্তার পুরোপুরি মজা নিতে পারবেন।এটি সম্পূর্ণ নিরাপদ এবং ভাইরাস ফ্রী সফটওয়্যার।“ভিস্তা মিজার” ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে।
লিঙ্ক---------------------http://www.filesonic.com/file/2565902351/Vista_Mizer.exe
এবার দেখুন ভিস্তা মিজারের যাদু।
নিচে আপনাদের সুবিধার্থে উইন্ডোজ এক্সপি এবং ভিস্তা মিজার লাগাবার পরে উইন্ডোজ এক্সপির কিছু
স্ক্রীনশট দেওয়া হল।
১.আগের এক্সপি সিস্টেম (স্ক্রীনশট)
২.ভিস্তা মিজার ইন্সটল করার পর এক্সপি সিস্টেম(স্ক্রীনশট)
অসাধারন অনুভুতি হবে ভিস্তা সিস্টেম ইউস করে।
দ্বিতীয় যে সফটওয়্যারটার কথা আপনাদের বলব তা হল সেভেন মিযার, এই সফটওয়্যার টি ডাউনলোড করুন এখান থেকে—http://www.filesonic.com/file/2567042671/Seven_Mizer.exe
এরকাজ পুরো ভিস্তা মিজার এর মত।পার্থক্য এটাই যে এই সফটওয়্যারটি ইন্সটল করলে আপনার সিস্টেম উইন্ডোজ সেভেনের মত হয়ে যাবে।নীচে উইন্ডোজ সেভেনের কিছু স্ক্রীনশট দেওয়া হল।
৩.সেভেন মিজার লাগাবার পর এক্সপি সিস্টেম(স্ক্রীনশট)
সকলে ভাল থাকবেন ও সফটওয়্যার দুটি ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না যেন। আজ তবে আসি নমস্কার।
আমি jiko। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 251 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিপুল এই প্রযুক্তির কতোটুকুই জানি? যতটুকুই বা জানি তা সবার সাথে শেয়ার করতে চাই।
ভাই এইভাবে তো এক্সপি থেকে সেভেনে গেলাম কিন্তু সেভেন থেকে এক্সপি তে ব্যাক করব কিভাবে ?
MOBILE TV: আমি বিস্মিত হলাম যখন TECNO মোবাইলে TV দেখতে পেলামINTERNET ছাড়া ।এখানে সব সময় BTV ধরে । ডিস কালেকশনে সব TV দেখাই ।যদি কেউ এই tv এর software DOWNLODE লিংক জানেন তবে জানাবেন । ধন্যবাদ