পোর্টেবল USB Format দিয়ে পেনড্রাইভ, মেমরিকার্ড সহজে ফরম্যাট করতে পারেন।

লুফে নিন পোর্টেবল পেনড্রাইভ, মেমরিকার্ড ফরম্যাট করার জন্য, USB Format নামের ছোট একটি সফটওয়্যার। মাত্র ২৫৩ KB ডাউনলোড করুন এবং rar ফাইলকে Extract করলেই পেয়ে যাবেন usb_format নামের ফাইলটি। পোর্টেবল বলে ইন্সটলের কোন ঝামেলা নেই। USB পোর্টে পেনড্রাইভ, মেমরিকার্ড লাগানো অবস্থায় usb_format exe ফাইলটিতে ডাবল ক্লিক করুন এবং খুব সহজে ফরম্যাট করুন। কিভাবে করবেন চলুন একটু দেখে নেয়া যাক। ডাবল ক্লিক করলে নিচের চিত্রের মত পাবেন

undefined

১. FAT, NTFS ও FAT32 আপনি যে পদ্ধতিতে ফরম্যাট করতে চান, তা সিলেক্ট করুন।

২. Quick Format এ টিক চিহ্ন দিন, যাতে দ্রুত ফরম্যাট করা যায়।

৩. Strat এ ক্লিক করুন।

এবার নিচের চিত্রটি দেখুন

undefined

Yes ক্লিক করুন। তারপর কিছুক্ষণের মধ্যে আপনার পেনড্রাইভ বা মেমরিকার্ড ফরম্যাট সম্পন্ন হবে এবং নিচের চিত্র দেখুন

undefined

এবার OK করে দিন। কি বন্ধুরা খুব সহজ এই USB Format সফটটি কেমন লাগলো? যদি ভাল লেগে থাকে মন্তব্য করবেন আশাকরি। সবাই ভাল ও সুস্থ্য থাকুন।

ডাউনলোড লিংক

Level 0

আমি didarul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo laglo vai

vaai apnar tune pic gula abar upload koren picture show kore na

একটা কথা না বলে পারছি না, পেনড্রাইভ ভাইরাস থাকলে সেটা ফরম্যাট নিতে চায় না।তখন my computer-manage-disk management থেকেও ফরম্যাট করা যায় না।একটা সফ্টযার পেয়েছিলা যেটা দিয়ে ফরম্যাট করা যেতো কিন্তু মাঝে মাঝে সেটাও কাজ করেন না ।ফরম্যাট করতে দিলে লেখা ওঠে “This device is used another programme……..” ।আপনি কি এমন কোনো সফ্টযারেরে খোজ দিতে পারেন যেটা দিয়ে যেকোনো সময় ১০০ ভাগ ফরম্যাটের গ্যারান্টি দেবে !

ধন্যবাদ । শেয়ার করার জন্য ।

Level 0

Amar pendrive ta write protected hoye geche. Eta kivabe thik kora jai othoba format kora jai janaben ki?

link kaj kore na vai

ধন্যবাদ

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ কাজে লাগার মত একটা সফট।