ইন্টারনেট এর স্পীড মাপার জন্য বেস্ট হল DU meter!!!!!!!!!!

 

 

 

 

ইন্টারনেট এর স্পীড মাপার জন্য অনেক সফটওয়্যার বা gadget আছে কিন্তু এর মধ্যে বেস্ট হল DU meter. আমি অনেক দিন থেকেই use করতেসি।জারা qubee or banglalion এর লিমিতেদ ভার্সন use করেন তারা চাইলে du meter দিয়ে আগে থেকে লিমিট করে রাখতে পারেন। আরও জানতে Du Meter এর official website visit করুন।
যাই হক প্রবলেম হল ট্রায়াল ভার্সন। যেটা এক মাস পর মেয়াদ শেষ হয়ে যায়। তাই এর ক্রাক ভার্সন দিয়ে কত বার সার্চ করসি তা আমি নিজেও জানি না। তবে সার্চ দিলে ৫.০২ এর জন্য একটা পাওয়া যায় যেটা কায করে না। এটার নাম রাহিম।
অবশেষে একটা পাইসি!!! তবে দেরি না করে ডাউনলোড করে ফেলুন। ফাইল টি unzip করে নিন। এবার সফটওয়্যার টি ইন্সটল দিন।কিন্তু রান করবেন না। ক্র্যাক ফোল্ডার থেকে file দুইটি কপি করে du meter এর ইন্সটল ফোল্ডার এ পেস্ট এবং রিপ্লেস করুন। লক্ষ্য করুন ইন্সটল ফোল্ডার এ আগে থেকে DUMeterSvc.exe নামে একটা ফাইল আছে। এবার unlocker দিয়ে DUMeterSvc.exe ডিলিট করুন।
unlocker না থাকলে ইন্সটল দিয়ে দিয়ে দিন। আমি unlocker টাও zip folder এ দিয়ে দিয়েছি। unlocker দিয়ে delete করতে ফাইল টি সিলেক্ট করে মাউস এ রাইট ক্লিক করে unlocker সিলেক্ট করুন। এবার যে উইন্ডোটি ওপেন হবে তাতে ডিলিট সিলেক্ট করে kill process select করুন।

 

 

 

 

এবার DUMetersvc2.exe টি rename করে DUMeterSvc.exe নাম দিন। এবার DUMeter.exe open করুন।

Download link http://www.mediafire.com/?7v6u55gkdef6uf9

Level 0

আমি tanzoo7। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am logical with no emotion


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিতো এটাই খুজছিলাম, আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

আপনাকেও ধন্যবাদ।

আমি ও এটা ব্যাবহার করি।

আপনি যদি Windows 7 User হোন তাহলে Crack করতে Unlocker নামক Software দিয়ে এত কষ্ট করতে হবে কেন ?
সহজ পদ্ধতি হল : DU Meter Install করেন কিন্তু Run করবেন না । এবার নিচে Taskbar এর ফাকা অংশে মাউস এর ডান Button Click করে Start Task manager open করেন অথবা Keyboard থেকে Ctrl+Alt+Delete চেপে Start Task manager open করেন ।এবার proccess Tab এ DUMetersvc2.exe খুজে এটার ওপর click করে End process এ ক্লিক করেন ।
এবার Crack Folder থেকে DUMeter.exe এবং DUMeterSvc.exe এই ২ টা Copy করে All program থেকে Du Meter এর ওপর ডান botton click করে Open করে Paste করেন । Copy and Replace চাইবে ওটাতে click করলে কাজ শেষ । তবে এটাকে Registration করতে হয় । Registry Editor নামক একটা file থাকে ওটাতে click-> Yes->Ok করলে সব কাজ শেষ । এবার DU Meter open করে নিশ্চিন্তে ব্যবহার করুন ।
Download Link :
http://www.mediafire.com/?2sdp44ocuon26pg
ধন্যবাদ ।

একটু সংশোধন : Crack Folder থেকে DUMeter.exe এবং DUMeterSvc.exe এই ২ টা Copy করে All program থেকে Du Meter এর ওপর ডান button click করে Open File Location e click করে Open করে Paste করেন । ধন্যবাদ ।

Level 0

মির্জা ভাইকে thankx……………….win 7 এ টাস্ক ম্যানেজার এর জন্য Ctrl + Alt + Esc press করুন।

Level New

ধন্যবাদ ।

vaia unlocker software ar link ta din?please

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য………..

Level 0

Net Speed monitor ব্যবহার করুন!
http://www.floriangilles.com/download-netspeedmonitor-2-5-4-0-x86