মাত্র ৩৫০-৫৫০ মেগাবাইটের মধ্যেই ডাউনলোড করুণ Small size, Resume supported- Mediafire link থেকে Latest Hollywood & Bollywood movies (DVDrip, BRrip, HDrip) [UPDATED]

আমরা প্রায় সকলেই Hollywood & Bollywood movie দেখতে পছন্দ করি। কিন্তু ডাউনলোড করতে গেলেই দেখা যায় নানা ধরনের সমস্যা। বহুল জনপ্রিয় একটি ডাউনলোড সিস্টেম "টরেন্ট" এর কথাই বলি না, একটি মুভি ডাউনলোড করতে ১-২ দিন সময় লেগে যায়, তাও অনেক কম স্পীডে।
আবার বিভিন্ন ব্লগ সাইটের দিকে গেলে পাবেন RAR ফাইল, তা extract করতে গেলে লাগবে পাসওয়ার্ড, resume support ও নেই, limited download ইত্যাদি ইত্যাদি সমস্যা।
তাই আমার মতে Mediafire ই একমাত্র ভরসা।
এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম Mediafire লিংক থেকে মুভি ডাউনলোড এর জন্য আমার সবচাইতে পছন্দের একটি সাইট- http://www.urgrove.com

কেন এই সাইট থেকে মুভি ডাউনলোড করবেন?

  • এখানে পাবেন অল্প সাইজে DVDrip, BRrip, HDrip এর মত উন্নত প্রিন্টের সাম্প্রতিক released বিভিন্ন রকমের মুভি।
  • রিজিউম সাপোর্ট পাবেন সব সময় (ডাউনলোড অবস্থায় কম্পিউটার বন্ধ করলেও কোন সমস্যা নেই বাকীটুকু কম্পিউটার খোলার পরে ডাউলোড করে নিতে পারবেন)।
  • সব সময় একই password: urgrove.com
  • প্রতিটি মুভি একাধিক পার্ট এ বিভক্ত থাকায় আলাদা ডাউনলোড সুবিধা।
  • মুহুর্তের মধ্যেই জোড়া লাগাতে পারেন পার্ট ফাইল গুলো hjsplit সফট্ওযারটির মাধ্যমে।
  • প্রতিটি মুভির Posters Image [TITLE] [DIRECTOR] [RELEASE DATE]
    [FORMAT] [GENRE] [NO OF CDs] [FILE SIZE]
    [RESOLUTION] [LANGUAGE ] [SUBTITLES]
    [iMDB RATING] সহ সব ধরনের তথ্য বিচার বিশ্লেষন করেই ডাউনলোড করতে পারবেন আপনার কাংখিত মুভি।
  • আনলিমিটেড ডাউনলোড সুবিধা।
  • সাইট টি তে আছে নুতন-পুরাতন মুভির বিশাল আর্কাইভ, তা থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের মুভিটি।
  • সাইটটি তে কমেন্ট করতে পারবেন যে কোন বিষয়ে এবং আপনার পছন্দের মুভির জন্য Request করতে পারবেন admin এর কাছে।

কিভাবে ডাউনলোড করবেন?

* প্রথমে http://www.urgrove.com এ ক্লিক করুন, হোম পেজে এ গিয়ে মুভি নির্বাচন করুন। তারপর- মুভির হেড লাইনে ক্লিক করে নিচের স্ক্রীন শট গুলো অনুসরন করুণ-
১ম ধাপ :-

২য় ধাপ:

২নং স্ক্রীনশট এ মুভিটি কয় পার্ট আছে তা দেওয়া থাকবে, এবার CLICK HERE FOR PART 1 এ ক্লিক করুণ। তারপর নিচের স্ক্রীনশট টি লক্ষ্য করুণ- এবং এ ক্লিক করুণ।

এবার আপনাকে mediafire এর ওয়েব সাইট এ নিয়ে যাওয়া হবে। স্ক্রীনশট টি অনুসরণ করুণ-

এভাবে সবগুলো PART ডাউনলোড করতে হবে।

উপরের স্ক্রীনশট অনুসারে পার্ট গুলো ডাউনলোডের সময় কিছু কিছু ক্ষেত্রে কোন একটি পার্ট ডাউনলোড করতে পাসওয়ার্ড চাইবে সেক্ষেত্রে ২নং স্ক্রীনশট টি দেখুন। ২নং স্ক্রীনশট এর উপরের দিকে কোন পার্ট এর জন্য পাসওয়ার্ড লাগবে তা বলা হবে এবং ঐ পার্ট এর পাসওয়ার্ড পাওয়ার জন্য ২নং স্ক্রীনশট এর নিচের দিকে CLICK HERE (তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে) লেখাটিতে ক্লিক করুণ। পাসওয়ার্ড পেয়ে যাবেন।

ডাউনলোড শেষে পার্ট গুলো জোড়া লাগানোর জন্য ৩৩৫ কেবি'র ছোট্ট সফট্ওযারটি ডাউনলোড করে নিন-

এবার সফট্ওযারটি টি আনজিপ করে Open করুণ তারপর, নিচের স্ক্রীনশট গুলো অনুসরণ করুণ-

৩য় ধাপ:-

Join এ ক্লিক করুণ।

৪র্থ ধাপ:-

  • ১) input file এ মুভি পার্ট গুলো যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে ঐ ফোল্ডার হতে শুধুমাত্র .001 extension এর ফাইল টা সিলেক্ট করে Open এ ক্লিক করুণ।
  • ২) অতঃপর output এ ক্লিক করে মুভি টি কোন ফোল্ডারে সেভ করবেন তা দেখিয়ে দিন।
  • ৩) তারপর start এ ক্লিক করুণ। অল্প সময়ের মধ্যে পার্ট গুলো জোড়া লেগে output ফোল্ডারে পূর্ণাঙ্গ মুভি টি তৈরী হবে।

প্রক্রিয়াটি দেখতে একটু জটিল মনে হলেও practically একেবারেই সহজ। একবার করেই দেখুন সফল হলে মুভির প্রিন্ট কোয়ালিটি, সাইজ ও ডাউনলোড টাইম সবমিলিয়ে অবশ্যই আনন্দ পাবেন।

উন্নত প্রিন্ট পেতে সবসময় DVDrip, BRrip, HDrip কোয়ালিটির মুভি ডাউনলোড করুণ।

সাইটিতে মাঝে মধ্যে কিছু কিছু পরিবর্তন আসে, তাই পরবর্তীতে টিউনটির ব্যতিক্রমও হতে পারে, তাই এব্যাপারে কোন সহযোগীতার জন্য ০১৮২০-৫১৬৯৭০ তে হ্যালো দিলেই আমাকে পাবেন।

Level 3

আমি সুজন দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a Gamer, Blogger & Freelance.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এই সাইট টি থেকে অনেক মুভি ডাউনলোড করেছি এবং করছি । অনেক দিন পর একটা সাজানো গোছানো টিউন পেলাম । চালিয়ে যান ।

baki sob subidha ache, thik. kintu, ekhane to resume support korena !!!
ami onek din thekei to download kori ekhan theke.
arekta link holo: mediafiremoviez.com
ekhankar ifileit er link gula sudhu resume supported…

    @আহাসান: IDA ও IDM আমি যে কোন একটি দিয়ে ডাউনলোড করি এবং সব সময়ই রিজিউম সাপোর্ট থাকে। টিউনেও তা বলা হয়েছে। ব্যক্তিগত ভাবে আমি সাইটটি থেকে রিজিউম সাপোর্ট নিয়ে কখনো কোন সমস্যায় পড়ি নাই, তবে হ্যাঁ খুবই কম সময়ই লিংক ডিলেট হওয়ার কারণে ডাউনলোড হয় না। তবে তা খুবই কম। আপনি কোন ডাউনলোডার ব্যবহার করেন? এইটা ব্যবহার করতে পারেন একদম ফ্রি, স্পীড ও ভাল। http://www.westbyte.com/ida/download/idasetup.exe

Level 0

http://www.filmlinks4u.net/ এখানে ভাল কুয়ালিটি মুভি পাবেন তবে IDM (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ) লাগবে।

চালিয়ে যান । ধন্যবাদ। আর দরদিয়া ভাই আমি ঢাকা মালিবাগ থাকি। আপনার ডাউনলোড করা মুভি গুলোকি পেনড্রাইভে শেয়ার করা যাবে?

আর আমি কক্সবাজার-এ।
Hollywood & Bollywood মিলিয়ে ২০০টির ও বেশী movie স্টক আছে। কেউ কাছে থাকলে কিন্তু নিতে পারেন !!!!!

Level 0

HJsplit software doesn’t work properly……….i Couldnt attach files togather by it. Can you help me?………….

    @miton121: HJsplit এ তো আমি কোন সমস্যা পাচ্ছি না। তবে ওখানে ইনফুট হবে শুধুমাত্র .001 extension এর ফাইল টি, বাকী ফাইল গুলো আপনা আপনি জোড়া লেগে যাবে। তবে সবগুলো পার্ট ফাইল একই ফোল্ডারে থাকতে হবে। তবুও যদি সমস্যা হয়ে থাকে তবে আমার দেওয়া লিংক এর চাইতে আপডেট কোন ভার্সন আছে কিনা খুঁজে দেখতে পারেন। না হলে সমস্যা কোথায় বিস্তারিত বলবেন। আমি আছি কিন্তু…..

ei site niye 2-3 ta tune kora hoyeche…..dont mind

ar torrent a kono problm nai…..torrent ke use kora jante hobe….nahole torrent a prblm korbei…..torrent is only for advanced net users bro

    @শরীফ আহমেদ জনম: ভাই টরেন্টের সামান্য একটা সমস্যার কথাই বলি। যেমন- কোন মুভির ডিভিডি প্রিন্ট রিলেজ হওয়ার পূর্বেই টরেন্ট CAMrip বা DVDscr প্রিন্ট গুলোকেই DVDrip নাম দিয়ে দেয় টরেন্ট, যেমনটি বডিগার্ড-২০১১ হিন্দি। অনেকদিন থেকেই টরেন্টে দেখা যাচ্ছে DVDrip হিসাবে। কিন্তু আসলে প্রিন্টগুলো CAMrip বা DVDscr, কিভাবে বুঝবেন, স্ক্রীনশট বা চালিয়ে দেখার ব্যবস্থা ও নেই।

thanx.nice tune.vai etai too khujtesi…single link nai?

    @রাজ্: না ভাই, সিংগেল লিংক নাই, কিন্তু পার্ট লিংক বলে আমার মতে ঝামেলা কম। কি? জোড়া লাগানো ঝামেলা মনে হচ্ছে? মোটেও নয়……….

tara name 2003 থাকলে খুজে দিবেন plz

ভাই সুন্দর এবং গুছানো একটা টিউন উপহার দেওয়ার অসংখ্য ধন্যবাদ। কেউকি আমাকে জেট লির চাইনিজ মোভির ফ্রি ডাউনলোড লিংক দিবেন?

Hasan vai__nen apnar Tere Naam (2003) er mediafire download link

http://mediaforum2day.com/?p=4278

Level 0

khub upokar holo.

thank u vai

প্রত্যেক পার্ট আলাদা আলাদা করে দেখার কোন soft আছে? থাকলে প্লি্য দেন। pleas………….

    @mumin.rakib: প্রথম পার্ট টা মোটামুটি দেখা যায় কিন্তু পরের গুলো দেখার কোন উপায় আছে কিনা তা আপাতত জানা নায়, তবে সম্ভব হলে জানানোর চেষ্টা করব।