আমরা প্রায় সকলেই Hollywood & Bollywood movie দেখতে পছন্দ করি। কিন্তু ডাউনলোড করতে গেলেই দেখা যায় নানা ধরনের সমস্যা। বহুল জনপ্রিয় একটি ডাউনলোড সিস্টেম "টরেন্ট" এর কথাই বলি না, একটি মুভি ডাউনলোড করতে ১-২ দিন সময় লেগে যায়, তাও অনেক কম স্পীডে।
আবার বিভিন্ন ব্লগ সাইটের দিকে গেলে পাবেন RAR ফাইল, তা extract করতে গেলে লাগবে পাসওয়ার্ড, resume support ও নেই, limited download ইত্যাদি ইত্যাদি সমস্যা।
তাই আমার মতে Mediafire ই একমাত্র ভরসা।
এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম Mediafire লিংক থেকে মুভি ডাউনলোড এর জন্য আমার সবচাইতে পছন্দের একটি সাইট- http://www.urgrove.com
কেন এই সাইট থেকে মুভি ডাউনলোড করবেন?
* প্রথমে http://www.urgrove.com এ ক্লিক করুন, হোম পেজে এ গিয়ে মুভি নির্বাচন করুন। তারপর- মুভির হেড লাইনে ক্লিক করে নিচের স্ক্রীন শট গুলো অনুসরন করুণ-
১ম ধাপ :-
২য় ধাপ:
২নং স্ক্রীনশট এ মুভিটি কয় পার্ট আছে তা দেওয়া থাকবে, এবার CLICK HERE FOR PART 1 এ ক্লিক করুণ। তারপর নিচের স্ক্রীনশট টি লক্ষ্য করুণ- এবং এ ক্লিক করুণ।
এবার আপনাকে mediafire এর ওয়েব সাইট এ নিয়ে যাওয়া হবে। স্ক্রীনশট টি অনুসরণ করুণ-
এভাবে সবগুলো PART ডাউনলোড করতে হবে।
উপরের স্ক্রীনশট অনুসারে পার্ট গুলো ডাউনলোডের সময় কিছু কিছু ক্ষেত্রে কোন একটি পার্ট ডাউনলোড করতে পাসওয়ার্ড চাইবে সেক্ষেত্রে ২নং স্ক্রীনশট টি দেখুন। ২নং স্ক্রীনশট এর উপরের দিকে কোন পার্ট এর জন্য পাসওয়ার্ড লাগবে তা বলা হবে এবং ঐ পার্ট এর পাসওয়ার্ড পাওয়ার জন্য ২নং স্ক্রীনশট এর নিচের দিকে CLICK HERE (তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে) লেখাটিতে ক্লিক করুণ। পাসওয়ার্ড পেয়ে যাবেন।
ডাউনলোড শেষে পার্ট গুলো জোড়া লাগানোর জন্য ৩৩৫ কেবি'র ছোট্ট সফট্ওযারটি ডাউনলোড করে নিন-
এবার সফট্ওযারটি টি আনজিপ করে Open করুণ তারপর, নিচের স্ক্রীনশট গুলো অনুসরণ করুণ-
৩য় ধাপ:-
Join এ ক্লিক করুণ।
৪র্থ ধাপ:-
প্রক্রিয়াটি দেখতে একটু জটিল মনে হলেও practically একেবারেই সহজ। একবার করেই দেখুন সফল হলে মুভির প্রিন্ট কোয়ালিটি, সাইজ ও ডাউনলোড টাইম সবমিলিয়ে অবশ্যই আনন্দ পাবেন।
উন্নত প্রিন্ট পেতে সবসময় DVDrip, BRrip, HDrip কোয়ালিটির মুভি ডাউনলোড করুণ।
সাইটিতে মাঝে মধ্যে কিছু কিছু পরিবর্তন আসে, তাই পরবর্তীতে টিউনটির ব্যতিক্রমও হতে পারে, তাই এব্যাপারে কোন সহযোগীতার জন্য ০১৮২০-৫১৬৯৭০ তে হ্যালো দিলেই আমাকে পাবেন।
আমি সুজন দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a Gamer, Blogger & Freelance.
আমি এই সাইট টি থেকে অনেক মুভি ডাউনলোড করেছি এবং করছি । অনেক দিন পর একটা সাজানো গোছানো টিউন পেলাম । চালিয়ে যান ।