বাজারের মত ডিভিডি তৈরী করতে চান ! তাহলে দেরী কেন আসুন এখনই শুরু করি

আজ আমি আপনাদের সাথে ১ টা Softwere শেয়ার করব যা দিয়ে আপনি বাজার এ যে রকম তৈরী করা ডিভিডি পান সে রকম ডিভিডি  নিজে ই বানাতে পারবেন,মানে ১ টা ডিভিডি তে ৪,৫ টা মুভি রাইট করতে পারবেন এবং মেনু,টাইটেল দিতে পারবেন আপনার মনের মত করে। Softwere টির নাম হল ImTOO DVD Creator।আসুন দেখি Softwere টি চালাতে কি ধরনের কনফিগারেশন লাগে

OS :

Microsoft® Windows XP (SP2 or later), Windows Vista, Windows 7

Processor :

1GHz Intel/AMD processor or above

RAM :

256MB RAM (512MB or above recommended)

Free Hard Disk :

80MB space for installation

Graphics Card :

Super VGA (800×600) resolution, 16-bit graphics card or higher

Others :

Recordable DVD drive

এবার আসুন দেখি কি কি ধরনের ফাইল ইনপুট করে

Input File Formats Supported
Video3GP, 3G2, ASF, AVI, DAT, DV, VOB, FLV, MP4, MKV, DVS(R)-MS, MPG, MPEG, TS, MOV, RM, RMVB, WMV, NSV, M2TS, MTS
AudioAAC, AIFF, AC3, APE, AU, FLAC, MPA, MP2, MP3, MP4, M4A, OGG, RA, RAM, WAV, WMA, AIF
SubtitleSRT
ImageBMP, JPG, JPEG, PNG, TIFF, SVG

এবার আসল কাজ শুরু করি।প্রথম Softwere টি ডাউনলোড করুন এখান থেকে।সেটাপ করুন।keygen দেয়া আছে Softwere এর সাথে।তাই দেরি না করে registerd করে ফেলুন Softwere টি।আসুন এবার দেখি এটি দিয়ে কিভাবে কাজ করা যায়।নিচের ছবির দিকে খেয়াল করুন

১.এই বাটন ক্লিক করে আপনার ভিডিও ফাইল টি যোগ করুন।

২.এই বাটন ক্লিক করে আপনার ভিডিও ফাইল টির সাবটাইটেল যোগ করুন(যদি থাকে)।আপনাকে সাবটাইটেল যোগ করার কথা বলছি কারন আপনি ডিভিডিতে যখন তখন সাব টাইটেল যোগ করতে পারবেন না।

৩.এই বাটন ক্লিক করে আপনার মন মত মেনু যোগ করুন.

৪.এই বাটন ক্লিক করে আপনি কোন জায়গায় তৈরী করা ডিভিডি সেভ করবেন তা ঠিক করুন।যদি আপনার ডিভিডি রোম রেখে দেন তাহলে সব কাজ শেষ হওয়ার পর সরাসরি বারন হবে এবং এটি করতে অনেক সময় লাগবে।এই জন্য আপনি এখানে ক্লিক করে Save as Folder করে দিন ‌পরে ডিভিডি ফোল্ডার তৈরি হয়ে গেলে যে কোন রাইটিং Softwere দিয়ে রাইট করুন।এটা এই জন্য বললাম আমাদের বিদুৎ এর অবস্তা ভাল না।মাঝ পথে বিদুৎ চলে গেলে আপনার ডিস্ক টি বাদ হয়ে যাবে।

নিচের ছবির দিকে খেয়াল করুন

১.এখানে ডাবলক্লিক করে আপনার ডিভিডির মেনু আপনি মনের মত করে সাজিয়ে নিন।আর ডান পাশে লাল দাগ দেয়া অপশন এ ক্লিক করে ওদের দেয়া ৩০ টির বেশি মেনু থেকে পছন্দ করুন।মেনু কাস্টমাইজ করতে নিচের ছবির দিকে খেয়াল করুন।

১.এই ঘরে ক্লিক করে আপনার মনের মত একটি মিউজিক ফাইল দিন যেটা আপনার ডিভিডি মেনু আসার সাথে সাথে বাজবে।

২.এই ঘরে ক্লিক করে আপনার মনের মত ১ টি ছবি দিন।আমি যদি এখানে ছবি ইউজ করতাম তবে এখানে ঘাষ এর ছবির জায়গায় আমার দেয়া ছবিটা থাকত।

৩.এই ঘরে ক্লিক করে আপনার মনের মত বানানো কোন মুভি ফাইল দিতে পারেন জেটা আপনার ডিভিডি চলার সাথে সাথে চলবে মেনু আসার আগ পর্যন্ত।

নিচের ছবির দিকে খেয়াল করুন

১.এখানে ক্লিক করে আপনার মুভির রেজুলেশন কেমন হবে তা দেখিয়ে দিন।এখানে আমি মাত্র ১ টা মুভি add করে দেখালাম আপনি চাইলে কয়েক টি মুভি এক ্ডিভিডি তে রাইট করতে পারেন কিন্তু এতে রেজুলেশন কমে যাবে।সব কিছু ঠিক থাকলে গোল সিডি এর উপর ক্লিক করুন।এবার আপনার ডিভিডি তৈরী শুরু হয়ে যাবে।সবাই ভাল থাকবেন।

আমি টিউন টি যথা সম্ভব গুছিয়ে লেখার চেস্টা করছি কিন্তু কত টুকু পারছি জানি না।সবাই ক্ষমা সুন্দর ভাবে দেখবেন।

Level 0

আমি Towhid imam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথীবির সমস্ত ভালবাসা আমার মা এর জন্য যার জন্য আজ ও বেচে থাকার অনুপ্রেরনা পাই আর পৃথীবির সমস্ত ঘৃনা বাবা নামক প্রানী টার জন্য যে নিজের জন্য আমাদের দূরে সরিয়ে দিতে দ্বিধা করেনি......


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব কাজের জিনিস। অনেক ভাল লিখেছেন। ধন্যবাদ ভাই

    Level 0

    আমা্র নেট ডিস্কানেক্ট হইয়া গেসিল তাই কমেন্ট এর উত্তর দিতে লেট হল।আপ্নকে ও ধন্যবাদ

Level 0

khubbi chomotkar hoeachhe tune ta, apnake dhonnobad bro

valo jinis caleya jan………………

Level 0

অনেক ঝামেলা থেকে আমাকে মুক্তি দিলেন। এই কাজ করতে আমার অনেক সমস্যা হত। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Level 0

Valo laglo, thanks share korar jonno

ভালো ও অত্যন্ত কাজের সফট টি শেয়ার করার জন্য ধন্য বাদ।আরো নতুন কিছু পাওয়ার অপেক্ষায়- ভালো থাকবেন ।

Level 0

onek dorkari ekti softwere

Level 0

অনেক অনেক ধন্যবাদ । আমি Micromax A70 (কম দামের মধ্যে) মোবাইল সেটটি কিনতে চাই কিন্তু এতে Android market থেকে Apps ইনস্টল করতে পারব কি না বা সেটটি ক্র্য় করা ঠিক হবে কি না?

টেকটিউন্স-এর সম্মনিত ভাই ও বোনরা অনুগ্রহ করে জানলে আমার খুব উপকার ।

    Level 0

    হেল্প বিভাগে লিখলে হেল্প পেতে পারেন। আপনাকে ধন্যবাদ@mana:

সুন্দর সুন্দর !!!

Level 0

dada keygen to ache kintu onno software er . orgiginal keygen er link ta din, ba keygen ta share korun. plz……………….

    Level 0

    ওই টাই অরজিনাল এবং আমি চেক করে আপনাদের সাথে শেয়ার করছি।ভাল ভাবে চেস্টা করুন হয়ে যাবে।আপনাকে ধন্যবাদ @jiko:

আমি ও অরজিনালটা পাইতেছি নাহ…………একটূ দেখেন। 🙁

    Level 0

    ওই টাই অরজিনাল এবং আমি চেক করে আপনাদের সাথে শেয়ার করছি।ভাল ভাবে চেস্টা করুন হয়ে যাবে।আপনাকে ধন্যবাদ @আকাশ:

mkv ফাইল থেকে কি করা যাবে ???

Level 0

sobai tune ta na dekhe thanks janacchen kintu tune ta kono kajer kina seta to janben, uni je keygen er kotha bolechen seta onno software er original ta nei. tune korar kaj korechen jachai koren ni………..

    Level 0

    সবাই আপনার মত না বেশি বুঝলে যা হয় আর কি?ওই টাই অরজিনাল এবং আমি চেক করে আপনাদের সাথে শেয়ার করছি।ভাল ভাবে চেস্টা করুন হয়ে যাবে।আপনাকে ধন্যবাদ @jiko:

Level 0

গতকালই আমি প্রায় একই বিষয়ের উপর একটি টিঊন করেছিলাম (যদিও অন্য একটি সফটওয়্যার এর কথা বলেছিলাম আমি)
https://www.techtunes.io/download/tune-id/89941/

valo lageche. thanks.

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ। তবে Nero Vision Express দিয়েও এরকম তৈরি করা যায়। শুভ কামনা রইল।

    Level 0

    আমি NERO দিয়ে অনেক ট্রাই করেও কোন লাভ হয়নি ।এটা দিয়ে কাজ হবে কিনা কে জানে ?কেউ সফল হলে আওয়াজ দিয়েন

Level 0

Good tune. Thanks .

Level 0

প্রথমে আপনাকে ধন্যবাদ এই software-এর জন্য। আমি আপনাদের সবার কাছে একটু সাহায্য চাই। আমার সমস্যা হচ্ছে আমি আমার administrative password ভুলে গিয়েছি।কেউ কি আমাকে একটু সাহায্য করবেন কি ভাবে administrative password খুলবো???

    Level 0

    হেল্প বিভাগে লিখলে হেল্প পেতে পারেন। আপনাকে ধন্যবাদ@nejacinize:

Level New

ভাঈ KEYGEN এর DVD CREATOR এর সব ট্রাই করছি। registration হচ্ছেনা।কি করব।

    @S.m.al-razi:STX!LZ1267822…
    বাকিটা সহ দেন কাজ হবে।
    আমি করছি

    Level 0

    ওই টাই অরজিনাল এবং আমি চেক করে আপনাদের সাথে শেয়ার করছি।ভাল ভাবে চেস্টা করুন হয়ে যাবে।আপনাকে ধন্যবাদ @S.m.al-razi:

    Level 0

    @S.m.al-razi: STX!LZ145657786806FN89F9-A184-E7DC-E30F

ভাই জান এটাতে কি HD Quality থাকে?
মনে করুন আমার ভিডিও টা AVI Format এর 1440 x 1080i সাইজের এটা ওই সিস্টেমে রাইট করলে কি একই কোয়ালিটি আর একই সাইজ থাকবে?? নাকি বাজারে ওই সব ডিভিডির মত ঘোলা আর ফাটা ফাটা লাগবে। একটু জানাবেন প্লিজ……

Level 0

Always welcome !!! Its enjoyable tune. So try to continue….. Thanks alot.

ধন্যবাদ ভাই

আমি এ বিষয়ে হেল্প চেয়ে একটা পোষ্ট দিয়েছিলাম সেটা কেনজানি এখনআর দেখা যায়না।
যাই হোক এখন আমার সুবিধা হইল।
ধইনাপাতা

subtitle add করা যাবে?

Level 0

keygen den

tune koren othocho jachai koren na karon ki?

Level 0

সবাই আপনার মত না বেশি বুঝলে যা হয় আর কি?ওই টাই অরজিনাল এবং আমি চেক করে আপনাদের সাথে শেয়ার করছি।ভাল ভাবে চেস্টা করুন হয়ে যাবে।আপনাকে ধন্যবাদ

    Level 0

    @রাজ: dada ami bltechaichi keygen ta bujhte parchi na karon onek gulo keygen er option ache konta nebo? ba ekhane keygenta dileo valo hoy. vul bujhben na plz.

Level 0

peye gechi dada thanks STX!LZ145657786806FN89F9-A184-E7DC-E30F.

Level 0

onek din dhorei tune tar dorkar chilo, good tune, dwnld diechi, use kore dekhi kamon, thanx

জটিল টিউন ।

চমৎকার রাইটিং !
এটি ডাউনলোড করেছি। আমার কাছে এ ধরণের আরও বেশ কয়েকটি সফটওয়্যার আছে। তবে এসবের মধ্যে এই সফওয়্যারটিই আমার কাছে ভাল মনে হচ্ছে। তবে এটি নিয়ে আমি একটি সমস্যায় পড়েছি। কম্পিউটারে সেটাপ করে আমার সংগ্রহে থাকা বেশ কিছু মুভি থেকে VOB ফরম্যাটের ৪টি মুভি (এক একটা মুভির সাইজ ৭০০ থেকে ৮০০ এমভির মধ্যে) সব কাজ শেষে বার্ন করতে গেলে ম্যাসেজ দেখায় যে, আমি যে ড্রাইভে এটি বার্ন করে রাখতি চাচ্ছি সে ড্রাইভে যথেষ্ট পরিমাণ জায়গা নেই। অথচ সেই ড্রাইভে আমার ফাঁকা জায়গা আছে ৪১ জিবিরও উপরে! পরে এখান থেকে একটি মুভি বার্ন করতে গেলে তাও পারি নি। সমস্যাটা কোথায়? জানালে উপকৃত হব।

আর কেউ যদি এ ক্ষেত্রে সাকসেস হয়ে থাকেন বলবেন, প্লিজ !

Level 0

File Blocked for Violation. দেখায় কারো কাছে থাকলে আপলোড করুন দয়াকরে