অনেকদিন পরে এলাম আপনাদের সামনে। আশাকরি ভাল আছেন সবাই। আজ নিয়ে এলাম Microsoft Office এর জন্য সুন্দর একটি থার্ড পার্টি এপ্লিকেশন।
মাইক্রোসফট অফিস এ যদি একাধিক ফাইল খোলা হয় তাহলে ফাইলগুলো টাস্কবারে আলাদাভাবে খোলে। ফলে টাস্কবারে অনেক জায়গা প্রয়োজন হয়। তাছাড়া এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্ট এ যেতেও ঝামেলা হয়। এগুলো যদি একই উইন্ডোতে আলাদা আলাদা ট্যাবে খোলা যায় তাহলে কেমন হয়! অফিস ট্যাব নামের এই থার্ডপার্টি এ্যপ্লিকেশনটি দিয়ে এই সুবিধা পাওয়া যাবে। এজন্য প্রথমে এই লিঙ্ক থেকে মাত্র 3 মেগাবাইটের সফটওয়্যারটি ইন্সটল করে এ্যক্টিভ করে নিন। এবার মাইক্রোসফট ওয়ার্ড বা অন্য কোন কোন প্রগ্রাম একাধিক ডকুমেন্ট খুলুন। এবার উপভোগ করুন। আপনি চাইলে Tools মেনু থেকে Show TabBar এ ক্লিক করে ট্যাব প্রদর্শন বন্ধ বা চালু করতে পারেন। এছাড়া TabOptions এ ট্যাবের রং ধরণ ইত্যাদি পরিবর্তন করতে পারেন। সবাইকে ধন্যবাদ ভাল থাকবেন।
আমি mahbubhq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একটা ভাল টিউন