আপনি কি হোম ভিডিও থেকে ডিভিডি মেন্যুসহ রাইট করতে চান?

আপনারা যদি আমার মত বই পড়তে ভালবাসেন, তাহলে Facebook এ এই page টিতে যোগ দিতে পারেন । এতে পাবেন বাংলা ই-বুক ডাউনলোড ।
ফ্রি ডাউনলোড করুন বাংলা ই-বুক এবং আরও অনেক কিছু
এবার আসি কাজের কথায় । আপনি কি হোম ভিডিও / পছন্দের সিনেমা ডিভিডি রাইট করতে চান? যা সব ধরনের স্ট্যান্ডার্ড ডিভিডি প্লেয়ার এ চলবে । তাহলে ডিভিডি মেন্যু ও ডিভিডি রাইট করার জন্য ব্যাবহার করতে পারেন DVDStyler সফটওয়্যারটি ।
DVDStlyer একটি ফ্রি সফটওয়্যার । যার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন প্রফেশনাল মনোভাব সম্পন্ন পূর্ণ মেন্যুসহ ডিভিডি ।

 

DVDStyler v2.0 > Download
DVDStyler v1.8.4.3 Final FILESONIC > Download
DVDStyler Portable-1.8.3 > Download

এখান থেকে আপনার পছন্দের ভার্সন ডাউনলোড করুন ।
চলুন জেনে নেই, DVDStlyer সফটওয়্যারটির কিছু বৈশিষ্ট্য :
*সম্পূর্ণরূপে ইন্টারেক্টিভ মেন্যুর সঙ্গে ডিভিডি বার্ন / রাইট ।
*অনেক গুলো ভিডিও ফরম্যাট সাপোর্ট করে, যেমন : AVI, MOV, MP4, WMV, OGG, MPEG.
*অনেক গুলো অডিও ফরম্যাট সাপোর্ট করে, যেমন : AC-3, MP3, MP2, Xvid, and more।.
*মাল্টি কোর প্রসেসর সমর্থন,
*VOB ফাইল সাপোর্ট,
*GUI ইন্টারফেস উপস্থিত,
*গ্রাফিক্সযুক্ত মেন্যু তৈরি,
*মেনু পর্দায় বাটন, ছবি, টেক্সট সংযুক্ত করা,
*ডিভিডি স্ক্রিপ্টিং সমর্থন ।

 

প্রোগ্রামটিতে এছাড়াও রয়েছে বিল্ট ইন ফাইল ব্রাউজার, যার মাধ্যমে দ্রুত প্রোগ্রামে ছবি, অডিও, এবং ভিডিও ইম্পোর্ট করা যায় ।

 

বাঁদিক বরাবর বিভিন্ন আইটেম, যেমন বাটন এবং ব্যাকগ্রাউন্ড, যা আপনি আপনার ডিভিডিতে যোগ করতে পারবেন । উদাহরণস্বরূপ, যদি আপনি বাটন ক্লিক করেন, তাহলে আপনি বাটন এর বিভিন্ন মুভমেণ্ট লক্ষ্য করবেন ।

 

সামগ্রিক ভাবে এটি সহজ ব্যাবহারযোগ্য একটি সফটওয়্যার, যারা নিজেদের ডিভিডি তৈরি করতে চায় । উপভোগ করুন এবং কমেন্ট করতে ভুলবেন না । ধন্যবাদ সবাইকে ।

Level 0

আমি boipagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Kajer Jinish Thanks 🙂 1Ta Proshno Chilo DVD Fast Kevabe R8 Kora Jai Ame 1 Bar DVD R8 Korte Giye Onek Shomoy Legechilo Tarpor Cancel Kore Dae Average Full DVD R8 Korte Kmon Shomoy Lage ?…

Level 0

download হইনা

    Level 0

    @habib421: লিঙ্ক আপডেট করে দেওয়া হয়েছে ।

ডাউনলোড হচ্ছে না। আপনি চেক করে অন্য কোথায় পারলে আপলোড করে দেন।

ধন্যবাদ ভাইয়া অনেক দিন থেকে এ রকম একটি সফটওয়ার খুজছিলাম । আর হ্যা যারা ডাউনলোড করতে পারছেননা তারা এ লিঙ্ক http://www.filesonic.com/file/1812664094/DVDStyler থেকে ডাউনলোড করতে পারেন । যারা পোর্টাবল চান তারা এ লিঙ্ক http://oron.com/i4ypbicxxnhi/DVDStylerPortable-1.8.3-win32_2.exe.html ডাউনলোড করুন ।

    Level 0

    @Vuter jamay: আপনাকে অনেক ধন্যবাদ । আপনার দেওয়া লিঙ্ক গুলো পোস্টটিতে দিয়ে দিলাম ।

ONEKKKKKKKKKKKK DHONNOBAD VAI ………………. 😀 😀 😀 😀

ব্যবহার করেছিলাম অনেক আগে। জিনীসটা ভাল।

mpeg dia ki DVD kara java.

Level 0

ভাই portable মানে বুঝলাম না

    Level 0

    @sobuz: Portable mane install kora lagbe na, copy kore use korte parben, pan drive thake o use korte parben

Level 0

Vai ai addr theke download korte parsina, mediafire linnk ta dan……. plz

Level 0

thank for mail——————
C drive a onek jaiga lage
josila

ভাই জান এটাতে কি HD Quality থাকে?
মনে করুন আমার ভিডিও টা AVI Format এর 1440 x 1080i সাইজের এটা ওই সিস্টেমে রাইট করলে কি একই কোয়ালিটি আর একই সাইজ থাকবে?? নাকি বাজারে ওই সব ডিভিডির মত ঘোলা আর ফাটা ফাটা লাগবে। একটু জানাবেন প্লিজ……

দয়াকরে কেউ ইয়াছিন ভাইয়ের প্রশ্নের জবাব দিন। টিউনের জন্য ধন্যবাদ।