উইন্ডোজ এক্সপি এখন বাংলায় ….

ভেবে দেখুন তো আপনার উইন্ডোজ এক্সপি টা যদি বাংলায় হয় তবে কেমন হব?
থাক আর ভেবে কাজ নেই নিচেয় দেখুন বাংলায় উইন্ডোজ এক্সপি টা দেখতে কেমন হয়েছে।

11

33

আপনি যদি আপনার উইন্ডোজ এক্সপি টা বাংলায় ব্যবহার করতে চান তবে এখানে ক্লিক করে ইন্ডিয়ান বাঙালীদের জন্য মাইক্রোসফ্টটের তৈরি bengali ল্যাঙ্গুয়েজ ইন্টারফেসটি ডাউনলোড করে ইনস্টল দিয়ে নিন।

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মঈন ভাই, পরে কি আন ইন্সটল করা যাবে কি?

হূমম..ব্যাবহার করেছিলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

ভারতীয়দের বাংলা বাংলাদেশের লোকেরা সহজে বুঝেনা।

Level 0

আমরা কোন কিছুতেই যে আগে থাকতে পারি না তার আর একটা উদাহরণ, যা আমাদের জন্য লজ্জার বলে মনে করি। আমরা কিছুই করতে পারলাম না এব্যাপারে। বিল গ্রেট যখন এই দেশে আসল, কেউ একবার বাংলা উইন্ডোজের কথা বলেছে বলেও শোনা যায় নি।
একই ভাষায় কয় রকমের কি বোর্ড ইন্টারফেস দেখেন না? জাতীয় একটা ব্যপারেও আমরা এক হতে পারি না। দুঃখ!!!

i do not do download .please help me

জানতাম..
ভাল লাগে নাই জিনিসটা!

লিনাক্স এর বাংলা প্যাকটা বেশ সুন্দর!

সমস্যা হল। কম্পুটারের বাঙালা এখনো ভাষাগত উৎকর্ষতা পায়নি। তাই নিজের পিসিতে প্রতিদিন ফানি বাংলা দেখতে ভাল লাগেনা।

Level 0

এর বেশ কিছু ত্রুটি রয়েছে, যেমন windows এর shortcut key ব্যবহার করা যায় না।

    ঠিক বলেছেন আমি এইটা ইউজ করে এই সমস্যাটা পাইছি।

ইন্ডিয়ানদের কে বাংলা windows বানাইয়া দিছে MS। আমরা নিজেরাই বানাবো ইনশাহ-আল্লাহ। ইন্ডিয়ানরা বাংলাকে বিকৃত করছে। so এটা use করবো না

    Level 0

    ভাই কি বিকৃত করছে তা একটু স্পষ্ট করে জানাবেন কী? আমি বহুদিন বাংলা ইন্টারফেসটি ব্যবহার করেছি। আমার কাছে কিন্তু এমনটা কখনই মনে হয়নি।

বাংলা উচ্চারন সহ (আলহামদুলিল্লাহ হি রব্বীল আলামীন) কোরআন সফট কিংবা pdf ফাইল দরকার। কারো জানা থাকলে জানান প্লিজ ।

ব্যবহার করেছিলাম। ভালো না লাগায় রিমোভ করে দিযেছি ।

Level 0

bangla korar por. ami prothomalo porta parsina. pls amaka somadhan diben. ami fire fox use korsi 1.5. dial up ar jonno. thank you asad.

    Level 0

    ভাই আপনার ফন্ট চেক করেন। প্রথম আলোর জন্য প্রথমা ফন্ট লাগে।

Level 2

আমি জনাব মঈনকে বলছি , আপনি এক্স পি বাংলা উইন্ডোজ সম্বন্ধে যে টিউনটি করেছেন অবশ্যই খুব সুন্দর । কিন্তু ভাইয়া এতে যে সব বাংলা শব্দ ব্যবহৃত হয়েছে তার পাঠ উদ্ধার করা সত্যি বেশ কঠিন । তারপরও অনেক অনেক ধন্যবাদ ।

“কম্পিউটার বন্ধ করা হোক”… এই জাতীয় বাংলা মোটেও ভাল লাগে না !! তাই দুঃখিত।
টিউনের জন্য ধন্যবাদ।

সহমত

Level 0

valo akta program