ছবি নিয়ে অনেক দিন ধরে Slideshow তৈরী করছি কিন্তু মনের মত করে পারছিলাম না,অবশেষে এমন ১ টা সফটয়্যার পেলাম যা ছিল আমার আশার চাইতে বেশী.সফটয়্যারটির নাম হল Proshow Gold ।এটি ডাউনলোড করুন এখান থেকে,ভিতরে সিরিয়াল দেয়া আছে।রেজিস্টার করে ফুল ভারসন করে নিন।আসুন দেখি এটি দিয়ে কি ভাবে কাজ করা যায়।সেটাপ দিন,ওপেন করুন।ছবির দিকে খেয়াল করুন
Wizerd বাটন সিলেক্ট করে Creat বাটন ক্লিক করুন,ছবির দিকে খেয়াল করুন
Add লেখা + বাটন এ ক্লিক করে আপনার ছবি যোগ করুন যা দিয়ে slideshow তৈরী করতে চান।Next বাটন ক্লিক করুন।
Add লেখা + বাটন এ ক্লিক করে আপনার গান যোগ করুন যা আপনি আপনার Slideshow এর সাথে শুনবেন। Next বাটন ক্লিক করুন।
এরপর Theme দিন নিজের প্রয়োজন মত,নিচ থেকে Widescreen সিলেক্ট করুন।আপনার Slideshow এর নাম দিন।Creat বাটন চাপুন।
দেখবেন আপনার slideshow তৈরী হওআ শুরু করছে।এর পর নিচের ছবির মত আসলে done বাটন ক্লিক করুন অথবা Save your show তে ক্লিক করে Save করে রাখুন আপনার Slideshow।আর Publish your show তে ক্লিক করে আপনার Slideshow টি ৪০ ধরনের ভিডিও আউটপুট দিতে পারেন।ভাল হয় done এ ক্লিক করে ম্যনুয়ালি এডিট করুন তারপর ভিডিও আউটপুট দিন
এর জন্য যে কোন ছবির উপর ডাবল ক্লিক করুন আর এডিট করুন ইছছা মত।এডিট হলে ওকে করে বের হয়ে আসুন।ছবির দিকে খেয়াল করুন গোল লাল দাগ দিয়ে যে অংশ টা দেখানো হইছে তা হল আপনার ভিডিও তে কতখন ছবি Slide করবে।আপনি চাইলে ম্যনুয়ালি টাইম দিতে পারেন আর যদি গানের টাইম এর সাথে ছবি গুনে সব Slide এর টাইম একই করে দিতে চান তবে যে কোন ১ টি ছবি সিলেক্ট করে Ctrl+A চাপুন তারপর টাইম সেট করে দিন।ছবির দিকে খেয়াল করুন তীর চিনহ দেয়া অংশ থেকে আপনার ছবির ছবির Slide এর স্টাইল সিলেক্ত করে দিন
Transition পছন্দমত দিন।ছবির দিকে খেয়াল করুন,গোল লাল দাগ দেয়া অংশে ক্লিক করুন আর Transition পরিবরতন করুন।৪০০ এর মত Transition আছে।আরও Transition আছে আমার কাস্য যা পরে শেয়ার করব।আরও অনেক কাজ করা যায় যা বলে শেষ করা যাবে না তাই আপনি ট্রাই করে দেখুন।
সব কাজ শেষ হলে প্লে করে দেখুন সব ঠিক থাকলে পছন্দ মত অউটপুট দিন।সবাই ভাল থাকবেন।
আমি Towhid imam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথীবির সমস্ত ভালবাসা আমার মা এর জন্য যার জন্য আজ ও বেচে থাকার অনুপ্রেরনা পাই আর পৃথীবির সমস্ত ঘৃনা বাবা নামক প্রানী টার জন্য যে নিজের জন্য আমাদের দূরে সরিয়ে দিতে দ্বিধা করেনি......
অনেক ধন্যবাদ