টেকটিউন্সে এটি আমার প্রথম টিউন। একটা খুবই ভালো সফটওয়্যার শেয়ার করব আপনাদের কাছে। সেটা হল Face off Max. এটির সাহায্যে এক জনের গর্দানে আরেক জনের মাথা লাগিয়ে দিতে পারবেন খুবই সহজে। এবং সেটি কেউ বুঝতে পারবেনা। মানে একটা সুপারম্যানের ছবির ওপর আপনার মাথা লাগিয়ে দিতে পারেন। Face off Max এর ভেতর আপনি অনেক ইমেজ পাবেন সেগুলো দিয়েও কাজ করতে পারেন বা আপনার কম্পিউটারের ইমেজ দিয়েও কাজ করতে পারেন।
সফটওয়্যারটি ওপেন করলে পাবেন-
এরপর বাঁদিকে লাল রং চিহ্নিত লেখা গুলো পড়ুন এবং Next করুন। তারপর কম্পিউটার থেকে দুটো ছবি নিয়ে Next করুন। এবং এভাবে বাঁদিকে লেখা গুলো পড়তে পড়তে সমস্ত কাজ গুলিই করে ফেলুন। বাঁদিকের লেখা গুলো পড়তে বলছি কারন এগুলো পড়লে খুব সহজেই আপনি প্রোজেক্ট টি সম্পূর্ণ করতে পারবেন।
সফটওয়্যার টি ডাউনলোড করুন এখান থেকে
সকলকে আমার অশেষ ধন্যবাদ।
আমি ভগীরথ দাস (পশ্চিমবঙ্গ, ভারত)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 116 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি B.A. পাঠরত এক ছাত্র। আমার দেশ ভারত। থাকি পশ্চিমবঙ্গে। প্রযুক্তিকে ভালো লাগে। প্রযুক্তির সাথে সবসময়।
thanx for sharing