All-In-One সিক্যুরিটি সল্যুশন: আজীবনের জন্য নতুন ESET Smart Security 5 Full Version!!! Virus এবার পালাবি কোথায়???

কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি অ্যান্টিভাইরাস, যার কোন বিকল্প শুধুমাত্র আমার কাছেই না, হয়তো এই দুনিয়াতেই নাই। কথাটা এতো জোর দিয়ে বলার কারন হচ্ছে, আমি আসলেই এর প্রেমে অনেকদিন হাবুডুবু খাচ্ছি। কারন কম্পিউটারের Configuration খুব ভালো না হলে Kaspersky, Norton, Bit Difender ইত্যাদি সব নামকরা অ্যান্টিভাইরাস ইনস্টল করার পর হয়তো কম্পিউটার ভাইরাসমুক্ত থাকে কিন্তু আপনার সাধের কম্পিউটারটি এক অ্যান্টিভাইরাসের চাপেই "গা্ড়ি চলে না, চলে না, চলে না রে" অবস্থায় পড়ে যায়। কম্পিউটারই যদি স্লো করে মেজাজটাই যদি বিলা করে দেয়, কি লাভ এইসব অ্যান্টিভাইরাস ব্যবহার করে? ফেলে দিন এইসব মাথা আর কম্পিউটার দুই-ই Hang করা প্রো্ডাক্ট।  ডাউনলোড করে নিন Eset Smart Security 5 এবং ব্যবহার করা শুরু করুন। ১০০% আপনার কম্পিউটার "গা্ড়ি চলে না, চলে না, চলে না রে" এই গান ভুলে যাবে চিরদিনের জন্য এবং শুরু করবে এই গানটি "You Are My Chamak Challo". টেকটিউনসে এই অ্যান্টিভাইরাসের এই নতুন ভারশনটির Beta ভারশন নিয়ে টিউন আছে হয়তো, কিন্তু আমি আজ আপনাদের সাথে Share করলাম ফুল ভারশনটি। কেন ব্যবহার করবেন Eset Smart Security 5? কারন, এটি অন্য সকল অ্যান্টিভাইরাস বা অন্য যে কোন Security Suite থেকে এটি ওজনে একেবারেই হালকা। এটি পিসিকে স্লো তো করেই না, সিস্টেম রিসোর্স ব্যবহার করে খুবই কম। কিন্তু আপনার কম্পিউটারটিকে Virus, Spyware, Malware, Rootkit ইত্যাদি থেকে সুরক্ষিত রাখতে অতুলনীয়। প্যারেন্টাল কন্ট্রোল, ক্লাউড পাওয়ার্ড ইঞ্জিন, গেমার মোড,  উন্নত এ্যান্টিভাইরাস, এ্যান্টিস্প্যাম ব্লকিং, বর্ধিত মিডিয়া কন্ট্রোল, কুইক স্টার্ট আপ, স্মার্ট ফায়ারওয়াল সহ কি নেই এইটাতে!!! যাক অনেক বকবক করে ফেললাম, এবার কাজের কথায় আসি।

১. প্রথমে এটি ডাউলোড করে নিন এই মিডিয়াফায়ার লিঙ্ক থেকে। ৬৪ বিটের উইন্ডোজের জন্য ক্লিক করুন এই লিঙ্কে।

২. Extract করে নিন।

৩. Extract করার পর  ess_nt32_enu.exe ফাইলটিতে ডাবল ক্লিক করে Next বাটনে ক্লিক করুন।

৪. I accept the terms in the License Agreement সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।

৫. Typical সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।

৬. I agree to participate in ESET ThreatSense.Net চেক বক্সে টিক চিহ্ন দিয়ে Next বাটনে ক্লিক করুন।

৭. Enable detection of potentially unwanted applications সিলেক্ট করে Next করুন।

৮. Install বাটনে ক্লিক করুন।

৯. Finish বাটনে ক্লিক করুন।

১০. প্রোগ্রামটি রান করুন এবং Activate Later বাটনে ক্লিক করুন।

১১. কম্পিউটার রিস্টার্ট করুন Safe Mode এ। (বি:দ্র: কম্পিউটার Safe Mode এ Start করার জন্য আপনার কম্পিউটারটি Restart হওয়ার সময় BIOS information Screen থেকে অদৃশ্য হওয়ার সাথে সাথে এবং Windows logo চলে আসার আগেই কী-বোর্ডের F8 বাটনটি চাপ দিয়ে Safe Mode সিলেক্ট করুন। কিছুক্ষন অপেক্ষা করুন।)

১২. কম্পিউটার Safe Mode এ  Start হওয়ার পর ESET.PureFix.V2b.exe file টি Run করুন।

১৩. Enable বাটনে ক্লিক করুন।

১৪. কিছুক্ষন পর Confirmation Message পাওয়ার কম্পিউটারটি Normal Mode Restart করুন। ব্যস কাজ শেষ। এবার অ্যান্টিভাইরাসটি আপডেট করে নিন। এবার ব্যবহার করা শুরু করুন নিশ্চিন্তে।

টিউনটি উপকারে আসলে অবশ্যই মন্তব্য করবেন বলে আশা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Level 0

আমি প্রবাসী নিস্তব্ধতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My name is trouble, my first name is mess. No need to greet me, I am here to confess...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপডেট করার প্রয়োজন হয় না ?ধন্যবাদ

microsoft security essential use করে দেখেন…….it will change your mind……….da best ever i used…….

Nice tune. kintu bhaiya amar computer 64bit. tai apnar tune ta amar kaje ashlona. jodi 64bit pakage thake tahole plz post diben….

tarif ভাই, আপডেট করার প্রয়োজন হয়। আপনি ইচ্ছা কেরলে ম্যানুয়ালী আপডেট করতে পারেন, আবার অটোম্যাটিক্যালীও আপপডেট করতে পারেন। আপডেট করা নিয়ে কোন প্রবলেম ফেইস করবেন না বলে আশা রাখি।

সিহান ভাইয়া, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। মাইক্রোসফট সিক্যুরিটি এসেনসিয়াল ইউজ করছি। ভালো মানের একটি অ্যান্টিভাইরাস। ইসেট ও অনেক ভালো। তবে মাইক্রোসফট সিক্যুরিটি এসেনসিয়াল ইউজ করতে জেনুইন উইন্ডোজ লাগে, নতুবা crack করে করা লাগে। ইসেট নিয়েই হ্যাপি আছি। ধন্যবাদ।

Level 2

শেয়ার করার জন্য ধন্যবাদ; আপডেট কীভাবে করা যাবে?

Mujibor ভাইয়া, আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ। আপনার জন্য ৬৪ বিট এর লিঙ্ক আপডেট করে দিয়েছি। আশা করি এখন আপনার কাজে লাগবে টিউনটি। ধন্যবাদ।

সুমন ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আপনি ইচ্ছা কেরলে ম্যানুয়ালী আপডেট করতে পারেন, আবার অটোম্যাটিক্যালীও আপডেট করতে পারেন। আপডেট করা নিয়ে কোন প্রবলেম ফেইস করবেন না বলে আশা রাখি।

eset 5 ডাউনলোড করা আছে। যদি শুধু মাত্র ক্র্যাক ফাইল টির লিঙ্ক দেন তাহলে আর বড় ফাইল টা ডাউনলোড করতে হয় না। উপকার হয় । দয়া করে ক্র্যাক ফাইল টি আপলোড করে দিন। ধন্যবাদ ।

Level 0

শেয়ার করার জন্য অনেক অনেক শুভেচ্ছা @ ধন্যবাদ রইলো.

http://Www.bondhu.in share korar amontron roilo.

মিস্টার শয়তান ভাইয়া, ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য। এই নিন আপনার শুধুমাত্র ক্র্যাক এর লিঙ্ক: http://www.mediafire.com/?mb381arp6dn2an3

TAPASFUN ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। আপনার আমন্ত্রন রক্ষা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।

ধন্যবাদ হিমু ভাই। কিন্তু আপনার দেয়া লিঙ্কটি ইসেট এর পুরোনো ভারশন। ধন্যবাদ।

আমি গত ১ বছর ধরে মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ব্যবহার করছি। এক কথায় চমৎকার। আজ খুজে পেলাম আমার মতো একজনকে। ধন্যবাদ মি. সিহান।

    @Amin Mehedi: আমিও কিন্তু মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ব্যবহার করি, এক কথায় চমৎকার । অনেক অ্যান্টিভাইরাস ব্যাবহার করছি, কিন্তু এর মত ভাল কিছু এখন পাইনি। আর উইন্ডোজ এর ওরিজিনাল প্রোডাক্ট কী থাকায় প্রবলেম হয় নি 🙂 …

ধন্যবাদ। ডাউনলোড দিয়েছি দেখি কেমন।

Level 0

kintu vai amarta je ajiboner jonno FULL VERSION hoise oita kemne bujhbo???

ami jani ja creck kora antiviris valo na. apni ki bolan, update somoysha hoba na?

Real Sugar vaiya.. download kore use korte thaken.. tailei buzhe jaben..

download kore update kore dekhun somossha hoy kina.. somossha hoile tarpor janan kindly.

নতুন ভার্সনটা আপনার টিউন দেখার ঘন্টা খানেক আগে নামিয়েছি…!! এন্টি-ভাইরাস ক্রাক করে ব্যবহারের আমি পক্ষপাতী না!! একমাসের জন্য করে লাইসেন্স-কী ইসেটের কাছ থেকে নিয়ে ব্যবহার করছি বছর খানেক ধরে!! এতেই আমি খুশী!!! 🙂 🙂 টিউনের জন্য ধন্যবাদ!!

ekaki_rajib ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

(Me)অতি চালাক তাই কিছুই হয় নাই.
T T . Profile logo তে কি ভাবে ছাবি দিতে হয়.. বলবেন কি!
Please Help me kono vai ki asen……amake ektu somadha din../!!/ Bangla kisu site aR.
{ natokonline.com } .
{ bd-natok.com } amar PC te load hoina..
please mind koiren na.. টিউনস করতে ভয় করে!! তাই লিখা গুলো এখানে দিলাম.
Sorry All..

Vai, crack file ta run korle application error dekhasse :s somadhan den

Level 0

কই f8 চেপে safe mood আনতে পারিনি।

dr.shamim ভাইয়া, আপনার কম্পিউটার স্টাট হওয়ার সময় উইন্ডোজ স্ল্যাস স্ক্রিন আসার আগেই f8 বাটন চাপ দিন। মানে বায়োস ইনফরমেশন অদৃশ্য হয়ার সাথে সাথে সাথে অনবরত f8 চাপতে থাকুন। তাইলেই সেফ মু্ড খুজে পাবেন। প্রয়োজনে ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন: http://www.youtube.com/watch?v=cAamAg3dNFI

Level 0

থেংকু থেংকু থেংকু

Level 0

Dhonnobad. Bhia jode ESET Antivirus 5 ar crack theka ta hola pls share koban. ar apne jai ta dewacha ata deya ke ESET antivirus 5 crack hoba? jode hoi ta hola ata download kora try korboo. karon ame o last 3 years dora ESET use kortache.

Level 0

আমাকে কেঊ একটা SUGGESTION দিয়ে সাহায্য করেন প্লিজ। আমি পিসি তে ESET SMART SECURITY এবং MICROSOFT SECURITY ESSENTIAL দুইটাই ইউস করছি। এখন কোনটা ফেলে দিব বুঝতে পারছি না। দুইটাই জোশ। কিন্তু, decision নিতে পারছিনা

Level 0

অনেক ধন্যবাদ 🙂

Level 0

ইনষ্টল করে তো বিপদে পড়লাম! Creak কাজ করে না। কিছু একটা করেন …

Level 0

serial key পাওয়া যাবে?

প্রবাসি ভাই ধন্যবাদ সেয়ার করার জন্য ।

Adl vaiya…. ai crack tai kaaj korbe EAV 5 er jonno.. download kore instruction onujayi kaj korun… 100% kaj hobe..

Roman vai… nirvejal vabe kaj korbe… ami already use kortechi.. apni dotnet framework 2 install kore safe mode e jeye run korun. kaj na korle hoito apnar OS e problem ase. fresh vabe OS install kore try korun.. thanks.

shohag vaiya.. apnakeo dhonnobad..

ধন্যবাদ শেয়ার করার জন্য,
অনেকের মতন আমিও মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ইউজ করে ভাল আছি।

Level 2

framework ki kaje lage?mane frame work ki? bolben pls

ইসেট আসলেই বস…আমি আগেই ৪.০ ইউজ করতাম, এখন করি ৫…!!! ইন্সটল করে আপডেট করে নিয়েছি…এক কথায় অসাধারণ!!!

Level 0

অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। Download করলাম কিন্তু এটাতো .zip ফাইল না, .rar ফাইল। এটাকে extract করব কিভাবে? প্রবাসী নিস্তব্ধতা ভাই দয়া করে একটু জানাবেন?

NurulaAzim vaiya…. apnakeo dhonnobad.. rar file extract korte winrar install korun. download link: http://www.mediafire.com/?h4jbmjyeygr

wahid vai… apnakeo dhonnobad……… 🙂

motaleb vaiya… framework somporke details jante click korun: http://en.wikipedia.org/wiki/.NET_Framework

ataur rahman vaiya….. apnakeo onek dhonnobad….. 🙂

Level 0

ধন্যবাদ……।

Level New

link kaj korena

rahul vaiya… prottek ta link kaj kore.. ami nije upload korechi.. apnie prothom amon ta complain kortechen… apni valovabe try koren.. link is ok.

Level 0

অনেক সুন্দর করে গুছিয়ে টিউনটি করার চেষ্টা করেছেন। বেশ ভাল লেগেছে। আশা করি আগামীতে আপনার কাছ থেকে আরো ভাল কিছু টিউন পাব। প্রিয়তে রেখে দিলাম।

kazi38 ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ।।।।।

ভাই, আমার PC তে purefix টা Run করে না। Error দেখায়। safe mode এ try করসিলাম। পরে আমার Eset তাই uninstall করসি। but লাভ হয় নাই। কি করব?

    @MD. Mustafijur Rahman Rana:

    আপনার পিসিতে ডট নেট ফ্রেমওর্য়াক নাই তাই রান করে না। আগে আপনি ডট নেট ফ্রেম ওর্য়াক আপডেট করে নিন।