উইন্ডোজ ৮

বিশ্বব্যাপী অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে মাইক্রোসফট। তাদের উইন্ডোজ এক্সপি এখনও পর্যন্ত বিশ্বের সর্বাধিক ব্যবহূত অপারেটিং সিস্টেম। তবে সাম্প্রতিক সময়ে উইন্ডোজ ৭ দ্রুতই সে জায়গাটি দখল করে নিচ্ছে।
তবে উইন্ডোজ ৭ এর পরে মাইক্রোসফট অনেকদিন থেকেই ঘোষণা দিয়ে এসেছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের। মাঝে মাঝেই তারা নতুন এই অপারেটিং সিস্টেমের নানান ফিচার নিয়ে হাজির হয় সকলের কাছে, আর তাতে করে সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিশ্বের সকলেরই আগ্রহের অন্যতম কেন্দ্র বিন্দুতে রয়েছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। সম্পূর্ণ নতুন ধরনের কিছু ফিচার নিয়ে এবার সকলের জন্য উন্মোচিত হল উইন্ডোজ ৮।

তবে এবার মাইক্রোসফটের দৃষ্টি আধুনা জনপ্রিয় হয়ে ওঠা ট্যাবলেট পিসি’র প্লাটফর্ম। তাই প্রথমবারের মত উন্মোচিত হওয়া উইন্ডোজ ৮ আসল ট্যাবলেট পিসি’র হাত ধরেই। ক্যালিফোর্নিয়ার এক ডেভেলপারদের সম্মেলনে স্যামসাং এর ট্যাবলেট পিসিতে যাত্রা শুরু হল এই অপারেটিং সিস্টেমের।

অ্যাপল’র আইওএস এবং গুগল’র অ্যানড্রয়েড যখন বাজার দখল করে রেখেছে, তখন সেই বাজারে ভাগ বসাতে উইন্ডোজ ৮ সফল হবে, এমন ধারণা মাইক্রোসফটের। তবে কেবল ট্যাবলেট পিসি নয়, এই অপারেটিং সিস্টেম সমান দক্ষতায় কাজ করতে সক্ষম ডেস্কটপ এবং ল্যাপটপের জন্যও। আর এআরএম এবং ইন্টেল- উভয় প্রসেসর নির্মাতার চিপসেটের সাথেই কাজ করবে এটি। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ৮ এ ব্যবহার করা হয়েছে হাইপার- ভি ভার্চুয়ালাইজেশন যার ফলে এতে এর আগের সংস্করণ অর্থাত্ উইন্ডোজ ৭ বা তার আগের সংস্করণের জন্য তৈরি অ্যাপ্লিকেশনগুলোও কাজ করবে সমানতালে।

নতুন এই অপারেটিং সিস্টেমটি বিশেষভাবেই তৈরি করা হয়েছে টাচ স্ক্রিন ডিভাইসের জন্য। টাচ স্ক্রিনের নতুন এক অভিজ্ঞতা দিতে সক্ষম এই সিস্টেমটি। পাশাপাশি এই ওএস এ গুরুত্ব দেয়া হয়েছে গতির দিকে। খুব দ্রুত বুট করতে সক্ষম এই অপারেটিং সিস্টেমটি। এর সাথে একে সম্পূণরূপে মাল্টিটাস্কিং করে তৈরি করা হয়েছে। এর আগের নানান অপারেটিং সিস্টেমে

মাল্টিটাস্কিং সুবিধা থাকলেও এবারই প্রকৃত মাল্টিটাস্কিং এর অভিজ্ঞতা পাওয়া যাবে উইন্ডোজ ৮ এর মাধ্যমে- এমনটিই জানিয়েছেন মাইক্রোসফট মুখপাত্র। আর এতে থাকবে একটি অ্যাপ্লিকেশন স্টোর যেখান থেকে ব্যবহারকারীরা নানান অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। সাধারন ব্যবহারকারীদের পাশাপাশি ডেভেলপারদের জন্যও বিশেষ সুবিধা নিয়ে আসছে এই অপারেটিং সিস্টেম। এক্সপ্লোরার ৯ এবং এইচটিএমএল ৫ সমর্থিত এই অপারেটিং সিস্টেমে ডেভেলপারদের অ্যাপ্লিকেশন তৈরির জন্য নানান টুলস দিয়ে দেয়া হয়েছে যা ইতোমধ্যেই ডেভেলপারদের কাছে প্রশংসনীয় একটি উদ্যোগ হিসেবে সাড়া পেয়েছে। সব মিলিয়ে এবার মাইক্রোসফটের মূল লক্ষ্য হচ্ছে অ্যাপল এর ট্যাবলেট প্লাটফর্ম। প্রযুক্তি গবেষকদের ধারণা, এবার অ্যাপল এর রাজত্বে কিছুটা হলেও ধাক্কা দিতে পারবে মাইক্রোসফট তাদের নতুন এই উইন্ডোজ ৮ নিয়ে।

Level 0

আমি সাজ্জাদ কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস