বাড়িয়ে নিন আপনার কম্পিউটারের গতি

কম্পিউটারের রক্ষনাবেক্ষন ও কম্পিউটারের গতি বাড়িয়ে নিন Glary Utilities এর মাধ্যমে। এটি কম্পিউটারের টেম্প ফাইল, অপ্রয়োজনীয় এডঅন্স, ইনভ্যালিড রেজিট্রি পরিস্কার এর মাধ্যমে পিসির কাজ কে আরো দ্রুত করে।

01

এক নজরে Glary Utilities এর বৈশিষ্ট্য:

• ডিস্ক পরিস্কার করতে পারে।
• জান্ক (অপ্রয়োজনীয়) ডাটা মুছে ফেলে হার্ডডিস্কের স্পেস বাড়ায়।
• অপ্রয়োজনীয় রেজিষ্ট্রি ডিলিট করে।
• ফাইল স্কান করে সব গুছিয়ে রাখে যাতে পিসির পারফরমেন্স বাড়ে।
• সংক্ষেপে সব মেনুর তালিকা দেওয়া আছে।
• র্স্টাট মেনু বা ডেস্কটপ এ কোন ইরোর থাকলে তা ঠিক করে।
• এতে আছে আনইন্সটলার ম্যনেজার। যাতে করে সফটওয়্যার আনইন্সটল করার জন্য আপনার বাড়তি কোন সফটওয়্যার এর প্রয়োজন হবে না।
• আছে র্স্টাটআপ ম্যানেজার। র্স্টাটআপ এ যে সমস্ত প্রোগ্রাম অটোমেটিক চালু হয় সে গুলো মেইনটেইন্স করতে পারবেন।
• হার্ডডিস্কের স্পেস বিস্তারিত দেখতে পারবেন।
• অনুরুপ ফাইল খুজে বের করতে পারবেন।
• খালি ফোল্ডার বের করতে পারবেন।
• এটি স্পাইওয়্যার এবং ট্রোজান ভাইরাস আটকাতে সক্ষম।
• টেম্পফাইল ডিলিট করে।
• অল্প স্পেস নেয়।
• প্লাটর্ফম: Windows 2000, XP 32/64bit, Vista 32/64bit
• ভাষা: ২৩ টি।
• ডাউনলোড লিংক: http://www.glaryutilities.com/gu.html?tag=download

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাবিবুর ফিরোজ ভাই, এরকম একটি Software এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশাকরি , আগামিতে আরও সুন্দর সুন্দর টিউন উপহার পাবো ।

Level 0

আমার মতে Tuneup Utilities 2008 is the best

Tuneup Utilities 2009 is best.

Level New

ভাই আমি আমার পিসির আর গতি বাড়াতে চাই না কারণ আমার সামনেই সুরমা নদী তাই। তবে হাবিবুর ভাই এর সফটি অসাধারণ…..

টেষ্ট করে দেখি নাই তবে আশা আছে,পরবতীর্তে টেষ্টা করে দেখব। এখন আমার পিসির স্পিড খুব ভালা,তাই সময় নষ্ট করলাম না। তবে কাজের জিনিস। হাবিবুর ভাই একটি অসাধারন সফ্টওয়্যার।