আপনার ব্যক্তিগত ব্লগ আছে অথচ Windows Live Writer সম্পর্কে জানেন না !! না জেনে থাকলে টিউনটি শুধুই আপনার জন্য।

প্রতিদিনই তৈরি হচ্ছে অসংখ্য নতুন নতুন ব্লগ বা ব্লগার। কেউ তৈরি করছে ব্লগস্পট ব্লগ আবার কেউ তৈরি করছে ওয়ার্ডপ্রেস ব্লগ। কিন্তু আমার মনে হয়, অধিকাংশ ব্লগারই তুলনামূলকভাবে ব্লগস্পটকেই বেছে নেয় তাদের সপ্নের ব্লগ তৈরি করতে। আমার বেলায়ও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। কারণ ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমার তেমন জানা-শুনা নেই। আর ব্লগস্পট সম্পর্কে অল্প যা জেনেছি বা শিখেছি তাও কিন্তু আপনাদের কাছ থেকে অর্থাৎ টেকটিউনস থেকে। ইচ্ছা হল, আমিও একটি ব্লগ তৈরি করি। করেও ফেললাম। কিছুদিন পর আমর কাছে একটি ইনভাইটেশন মেইল আসে। মেইলটি এসেছিল http://www.abctrick.com/ এর এডমিনের কাছ থেকে। তিনি আমাকে তার ব্লগে লিখার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সাথে অনুরোধ করেছিলেন তার ব্লগে আমি যেন Windows Live Writer দিয়ে লিখি । কারণ তখন আমি আমার ব্লগে ব্লগার.কম এর ডিফল্ট পোস্ট এডিটর দিয়েই লিখতাম। (http://www.abctrick.com/ সম্পর্কে একটি কথা না বললেই নয়। তা হল - এটিও একটি ব্লগস্পট সাইট। আর ব্লগস্পট সাইট যে এমন সুন্দর হতে পারে, না দেখলে আপনি কখনো বিশ্বাসই করতে পারবেন না।) তারপর থেকেই Windows Live Writer এর সাথে আমার পরিচয় । আপনি নিজেও অবাক হবেন Windows Live Writer এর বৈশিষ্ট ও সুবিধাগুলো ব্যবহার করে।

Windows Live Writer এর সেসব ফিচার যা হয়তো আপনি কোথাও খুঁজে পাবেন না

  • এর মাধ্যমে আপনি আপনার ব্লগ পোস্টে Emoticons যুক্ত করে ভিজিটরদের কাছে আপনার আবেগ প্রকাশ করতে পারবেন। যেমন, আমি এই     কান্নার ইমোশনটি গতকাল আমার একটি পোস্টের শেষে ব্যবহার করেছি। কারণ, ভিজিটররা এসেই পোস্ট পড়ে চলে যায়। কোন মন্তব্য করে না। খুবই একা একা লাগে নিজেকে। তাই .....  
  • পোস্টের ফন্ট সাইজকে আপনার ইচ্ছামত বড় - ছোট করতে পারবেন।
  • আমি ব্লগার.কম এর পোস্ট এডিটরে খুঁজে পেয়েছি মাত্র ৭টি ফন্ট। আর আপনি Windows Live Writer এ প্রায় সব ফন্ট ই খুঁজে পাবেন ।
  • আপনি পোস্টে ইনসার্টকৃত ছবিটিকে ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন ছবির সাইজ পরিবর্তন করে, ছবিটিতে বিভিন্ন ইফেক্টস দিয়ে, Cropping করে।
  • আপনি প্রত্যেকটি ইনসার্টকৃত ছবিতে স্বয়ক্রিয়ভাবে Watermark যুক্ত করতে পারবেন। যেমন, আমি Watermark হিসেবে আমার ব্লগের এড্রেসটি শুধুমাত্র একবারই সেট করে দিয়েছি, এরপর থেকেই যখনই আমি কোন ছবি ইনসার্ট করি তখন ছবিটির নিচে আমার ব্লগ এড্রেসটি খুবই সুন্দরভাবে ভেসে উঠে।
  • আপনি এর মাধ্যমে আপনার ব্লগ পোস্টে Table যুক্ত করতে পারবেন।
  • এর মাধ্যমে আপনি অফলাইনে পোস্ট লিখে পরবর্তীতে পাবলিশ করার জন্য Save ও করে রাখতে পারেন।
  • আর যে সুবিধাটি আমার কাছে সবচেয়ে বেশি ভাল লেগেছে : আপনি বিভিন্ন প্লাগ-ইনস ব্যবহার করে Windows Live Writer এ নিত্য নতুন অতিরিক্ত সুবিধা ভোগ করতে পারেন। আর এইখানে ক্লিক করলেই আপনার পছন্দনীয় অসংখ্য Plug-in খুঁজে পাবেন। যা ইনস্টল করে Windows Live Writer রিস্টার্ট দিলেই ব্যাস।
  • অত্যন্ত প্রয়োজনীয় ফিচারগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এছাড়াও অসংখ্য ফিচার আপনি খুঁজে পাবেন যা হয়তো আমি খুঁজে পাইনি।

Windows Live Writer মাইক্রোসফট এর একটি ফ্রি সফটওয়ার। আর জানেনই তো, মাইক্রোসফট এর ফ্রি সফটওয়ার মানে Online Installer। যা অনলাইনের সাহায্যে ইনস্টল হয়ে থাকে। তারপরও ধন্যবাদ মাইক্রোসফটকে এ ধরণের একটি সফটওয়ারের জন্য যদিও বা Online Installer হয়। ডাউনলোড করুন এখান থেকে http://explore.live.com/windows-live-writer

আর লিখতে ইচ্ছে করছেনা, কারণ ইতিমধ্যেই পোস্টটি আরো বিস্তারিতভাবে আমার ব্লগে লিখেছি।

আজকের জন্য

Level 0

আমি Shakil Wahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

    @শোভন আলম: আপনাকেও ধন্যবাদ টিউনটি পড়ে মন্তব্য করার জন্য। ভাল থাকবেন।

Level 0

ধন্যবাদ।

ভাই Windows live writer এর একটা offline installer পাইছি কিন্তু size 200mb । আসলেই কি software টা এত্তো বড় !!! যদি এত বড় হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই এটা বলে দেওয়া উচিত ছিল । কারন বাংলাদেশের অধিকাংশই limited space user.

    @তালপাতার সিপাহী: নাহ! এতে Windows Live ফুল package আছে। Windows Live Photo Viewer আর Windows Live Writer আমার খুব প্রিয়। আরো আছে Live Family Safety. বাকি গুলো নাই বা বলি

    @তালপাতার সিপাহী: আপনি ২০০ MB এর যেই Offline Installer টি পেয়েছেন সেটি অনেকগুলো সফটওয়ারের সমষ্টি। অর্থাৎ Windows Live Essentials এর ৭ টি সফটওয়ার এর Offline Version পাবেন আপনি ২০০ MB এর সেই ফাইলটিতে। আর Windows Live Essentials এর সফটওয়ারগুলো হল ১.Messenger ২.Mail ৩.Photo Gallery ৪.Movie Maker ৫.Writer ৬.Sync ৭.Family Safety
    আপনার যদি ২০০ mb ডাউনলোড করার মত Bandwidth না থাকে সেক্ষেত্রে Windows Live Writer টি Online এ ইনস্টল করতে পারেন।

আপনি যদি আমার ব্লগ এ লিখতেন তাহলে খুব খুশি হতাম ঃ)। যা হোক, আমার কাছে Windows Live Writer এর সবচেয়ে বড় সুবিধা হল, এটি Rich-Text এডিটর হিসেবে কাজ করে আর Heading 1-6…. ব্যবহার এর সুযোগ করে দেয় (Default Online Writer এ এইচটিএমএল Tag দেওয়া লাগে)।
Offline Installer এর ডাউনলোড লিঙ্ক হলঃ http://g.live.com/1rewlive4-all/en/wlsetup-all.exe

    @রিয়াদ: রিয়াদ ভাই, আপনার মন্তব্য পেয়ে বেশ ভাল লাগছে। আজই প্রথম টেকটিউনসে আপনাকে চিনতে পারলাম। ফেসবুকেও অনেক খুঁজেছি আপনাকে। কিন্তু পেলাম আপনার পেইজটি।
    আমি তো মনে করেছিলাম, আপনি টেকটিউনসে লিখেন না। সত্যিই তো তাই, আপনি তো মাত্র ৩টি টিউন করেছেন অথচ আপনার ব্লগের পোস্ট সংখ্যা বর্তমানে প্রায় ৪০০ তে গিয়ে দাড়িয়েছে। আপনার প্রতি আমার অনুরোধ, টেকটিউনসের মাধ্যমে আপনি আমাদের ব্লগিং সম্পর্কিত কিছু টিউন উপহার দিন।
    অসম্ভব রকমের ভাল লাগে আপনার ব্লগটি। (বিশ্বাস করবেন কি না জানি না) এতক্ষণ ধরে আপনার ব্লগের SEO সম্পর্কিত পোস্টগুলো পড়ছিলাম। ইমেইল এলার্ট পেয়ে টেকটিউনসে ফিরে এলাম।
    আর আপনার ব্লগে অতি শীঘ্রই পোস্ট দিব। সত্যি কথা বলতে, কী লিখব বুঝতে পারছিনা। কারণ, সব তো আপনি ইতিমধ্যেই লিখে ফেলেছেন।
    আপনি মন্তব্য না করলে আপনাকে আর চেনা হত না টেকটিউনসে। তাই মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

      @Shakil Wahid: আপনি শুধু শুধুই বাড়িয়ে বলছেন। আমার ব্লগ এ তেমন বিশেষ কিছুই নেই। আর হ্যাঁ, টেকটিউনসে আমি প্রথম টিউন টি করি এই অল্প কয়দিন আগে। আর SEO নিয়ে লেখা পোস্ট টা এক Guest ব্লগার এর (আর্টিকেল এর শেষ এ “About The Author দেখুন), আমি SEO এর কিছুই বুঝি না।
      আর ফেসবুক এ আমাকে Reyad010 ID টি খুজুন।

আমি জানি সেটি ছিল একটি Guest পোস্ট। ভুল না হয়ে থাকলে তার নামটি ছিল John Smith।
আমি কিন্তু আপনার লিখা SEO পোস্ট http://www.abctrick.com/2011/01/how-to-add-meta-tag-in-blogger.html এটিও পড়েছিলাম।

অনেক কিছু জানলাম Windows Live Writer সম্মন্ধে,ধন্যবাদ আপনাকে তথ্য গুলু শেয়ার করার জন্য।

    @আতাউর রহমান: ভাই অনেকদিন পর আপনাকে দেখলাম। কেমন আছেন?

    @Shakil Wahid ভাই সত্য কথা হচ্ছে লাইভ রাইটারের নাম অনেক আগে শুনেছিলাম মনে হয়। আজ আপনার পোষ্ট পড়ে ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে। দেখি জিনিসটা কেমন। ধন্যবাদ পোষ্টের জন্য 🙂

      @সোহাগ: সত্যিই অসাধারণ একটি সফটওয়ার। ধন্যবাদ পাশে থাকার জন্য।

    @আতাউর রহমান: আসসালামু আলাইকুম, আতাউর রহমান ভাই। কেমন আছেন ? অনেক দিন পর টেকটিউনসে অতি পরিচিত মুখটি দেখলাম। তাও আবার আমার টিউনের মন্তব্যে। খুবই ভাল লাগছে তাতে।
    টেকটিউনসে এমন কিছু টিউনার বা পাঠক আছে যাদের মন্তব্য নতুন টিউনারদের সামনে এগিয়ে যেতে প্রেরণা জোগায়।
    ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আশা করি, পরবর্তীতেও আপনাকে সাথে পাবো।

অসংখ্য ধন্যবাদ। খুব কাজের সফটওয়্যার। ব্যবহার করব ইনশাআল্লাহ।

আমার পিসি থেকে এটা দ্বারা লজিন হয় না। ইউজার নেম ও পাসোয়ার্ড ভুল বলে। কেন হতে পারে এরকম?

    @অতিরিক্ত এক জন: আমার জানা মতে এমন তো হওয়ার কথা নয়। হয়তবা Windows Live Writer এ আপনার ব্লগের একাউন্ট এড করতে কোন সমস্যা হয়েছিল। তাই, আপনি আপনার তৈরিকৃত একাউন্টটি ডিলেট করে পুণরায় একাউন্টটি এড করে ট্রাই করুন। আশা করি কাজ হবে।
    Windows Live Writer এর উপরের বাম পাশে ক্লিক করে “Option” এ গেলেই “Accounts” নামের একটি অপশন পাবেন। সেখান থেকে একাউন্ট ডিলেট তারপর পুণরায় এড করে দেখুন।

Windows Live Writer এর উপরের বাম পাশে ক্লিক করে “Option” এ গেলেই “Accounts” নামের একটি অপশন পাবেন। সেখান থেকে একাউন্ট এড করা যায় কিনা দেখুন।