প্রতিদিনই তৈরি হচ্ছে অসংখ্য নতুন নতুন ব্লগ বা ব্লগার। কেউ তৈরি করছে ব্লগস্পট ব্লগ আবার কেউ তৈরি করছে ওয়ার্ডপ্রেস ব্লগ। কিন্তু আমার মনে হয়, অধিকাংশ ব্লগারই তুলনামূলকভাবে ব্লগস্পটকেই বেছে নেয় তাদের সপ্নের ব্লগ তৈরি করতে। আমার বেলায়ও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। কারণ ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমার তেমন জানা-শুনা নেই। আর ব্লগস্পট সম্পর্কে অল্প যা জেনেছি বা শিখেছি তাও কিন্তু আপনাদের কাছ থেকে অর্থাৎ টেকটিউনস থেকে। ইচ্ছা হল, আমিও একটি ব্লগ তৈরি করি। করেও ফেললাম। কিছুদিন পর আমর কাছে একটি ইনভাইটেশন মেইল আসে। মেইলটি এসেছিল http://www.abctrick.com/ এর এডমিনের কাছ থেকে। তিনি আমাকে তার ব্লগে লিখার আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সাথে অনুরোধ করেছিলেন তার ব্লগে আমি যেন Windows Live Writer দিয়ে লিখি । কারণ তখন আমি আমার ব্লগে ব্লগার.কম এর ডিফল্ট পোস্ট এডিটর দিয়েই লিখতাম। (http://www.abctrick.com/ সম্পর্কে একটি কথা না বললেই নয়। তা হল - এটিও একটি ব্লগস্পট সাইট। আর ব্লগস্পট সাইট যে এমন সুন্দর হতে পারে, না দেখলে আপনি কখনো বিশ্বাসই করতে পারবেন না।) তারপর থেকেই Windows Live Writer এর সাথে আমার পরিচয় । আপনি নিজেও অবাক হবেন Windows Live Writer এর বৈশিষ্ট ও সুবিধাগুলো ব্যবহার করে।
Windows Live Writer মাইক্রোসফট এর একটি ফ্রি সফটওয়ার। আর জানেনই তো, মাইক্রোসফট এর ফ্রি সফটওয়ার মানে Online Installer। যা অনলাইনের সাহায্যে ইনস্টল হয়ে থাকে। তারপরও ধন্যবাদ মাইক্রোসফটকে এ ধরণের একটি সফটওয়ারের জন্য যদিও বা Online Installer হয়। ডাউনলোড করুন এখান থেকে http://explore.live.com/windows-live-writer
আর লিখতে ইচ্ছে করছেনা, কারণ ইতিমধ্যেই পোস্টটি আরো বিস্তারিতভাবে আমার ব্লগে লিখেছি।
আজকের জন্য
আমি Shakil Wahid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।