ডাউনলোড এর জন্য ‘ফ্রি ডাউনলোড ম্যানেজার’ একটি শক্তিশালী ওপেনসোর্স সফটওয়্যার। এটি কয়েক মিলিয়নের বেশি মানুষ ব্যবহার করে থাকে।
‘ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার’ কি ভাবে কাজ করে?
ডাউনলোডার জাতীয় সকল সফটওয়্যার যা করে তা হল- ডাউনলোড করার সময় ফাইল সমুহকে আলাদা আলাদা ভাবে ভাগ করে নেয়। অথ্যাৎ অল্প অল্প করে ভাগ করে প্রত্যেক অংশ আলাদা আলাদা ভাবে ডাউনলোড শুরু করে। এভাবে ডাউনলোড স্পিড প্রায় ৬০০% এরো বেশি বৃদ্ধি পায়।
‘ফ্রি ডাউনলোড ম্যানেজার’ এর কয়েকটি বৈশিষ্ট:
• ওপেনসোর্স, ফ্রিওয়্যার।
• ফাইল আপলোড করে অন্যান্য ব্যবহার কারির কাছে বিনিময় করতে পারবেন।
• ইউ.টিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। FLV বা অন্য জনপ্রিয় ভিডিও ফরমেটে।
• অডিও ও ভিডিও ফাইল ডাউনলোড এর আগেই দেখতে পারবেন এবং অন্য ফরমেটে কনভার্টও করতে পারবেন।
• ওয়েব পেজ সেভ করা বা পুরো সাইট একসাথে ডাউনলোড করতে পারবেন।
• ডাউনলোড লিংক সামান্য ভুল থাকলেও এটি ডাউনলোড করতে সক্ষম। অর্থাৎ সারভারের ফোল্ডার লিংকটা যদি অস্তত পক্ষে ঠিক থাকে তাহলে ডাউনলোড হবে।
• ৩০ টি ভাষা আছে।
• ডাউনলোড পাস, রিজিউম, ডাউনলোড ৬০০% বৃদ্ধি এগুলো তো থাকছেই।
তবে আপনি অবশ্যই লাইট ভার্সনটা ব্যবহার করুন। কারন ফুল ভার্সনের মেয়াদ ৩০ দিন। লাইট ভার্সনে শুধু ফাইল বিনিময় এর ব্যবস্থাটা নেই।
ডাউনলোড লিংক: http://files.freedownloadmanager.org/lite/fdminst-lite.exe
Download window
Explorer Window
Flash Downloader Window
Site Manager
Scheduler window
Spider Window
Uploader Window
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]
ভাইরে এটা ইউজ করতে চাইছিলাম.. কিন্তু ইন্সটল করে আর ভালো লাগে নাই!
তাই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারেই ফেরত আসতে হয়েছে!