আমরা ভুল করে অনেক সময় অনেক দরকারী ফাইল কম্পিউটার থেকে সম্পুর্ন ভাবে ডিলিট করে দিই এবং পরে পাওয়ার জন্য আফসোস করতে হয়। আপনি এখন ডিলিট হওয়া ফাইল পুনরুদ্ধার করতে পারবেন সহজেই।
Recuva একটি উনমুক্ত সফটওয়্যার যার দ্বারা সহজেই ডিলিট হওয়া ফাইল পুনরুদ্ধার করা যায়। এটি দ্বারা রিসাইকেলবিনে যাওয়া সব ফাইল উদ্ধার, ভাইরাসের কারনে ডিলিট হওয়া ফাইলও আপনি উদ্ধার করতে পারেন Recuva সফটওয়্যার দিয়ে।
*সুতরাং ভাইরাসের কারনে ফাইল ডিলিট হলে আর চিস্তিত হবেন না।
*ডিলিট হওয়া ফাইল পুনরুদ্ধার করতে ম
সফটওয়্যার থেকে ডিলিট হওয়া ফাইল এর লিস্ট গুলো দেখে নিন এবং ফুল স্কান করে আবার তা উদ্ধার করুন।
ডাউনলোড করুন এথান থেকে: http://www.recuva.com/download
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]
ভাই পুরানো টিউন দিলেন?????????