""আসসালামুআলাইকুম""
প্রথমে সবাইকে জানাচ্ছি,ঈদুল ফিতরের শুভেচ্ছা । কেমন আছেন সবাই নিশ্চয় আল্লাহর রহমতে ভাল আছেন। আর ভাল থাকেন সুস্থ থাকেন এই আমার কামনা।।। 😀 😛
এখন আমার টিউনে আসা যাক। windows মিডিয়া প্লেয়ার চিনে না এমন লোক কমই আছে।।। আমরা যখন Windows মিডিয়া প্লেয়ারে এমপি থ্রি গান শুনে তখন দেখি বিভিন্ন লাল,নীল,বেগুনি ইত্যাদি effect দৌড়াদৌড়ী করে। আপনি ইচ্ছে করলে ঐখানে আপনার ছবি দিয়ে একটা ভিডিও effect তৈরী করতে পারেন। আমি নিচে স্কীন সট দিয়ে দেখিয়ে দিচ্ছি।।।।।
# সফটওয়ারটি ডাউনলোড করার পর ওপেন করে Yes বাটনে ক্লিক করুন।।।।।।।। Yes বাটনে ক্লিক করলেই ইনষ্টল হয় যাবে।।।।
# এখন c:\ Programs Files এ ক্লিক করতে হবে।।
# এখন আপনাকে Windows মিডিয়া প্লেয়ার ফোল্ডারটি বের করতে হবে।। তারপর Windows মিডিয়া প্লেয়ার ফোল্ডারটি ওপেন করবেন।।
# এখন Visualization ফোল্ডারটি ওপেন করবেন।।
# এরপর Grind_Media ফোল্ডারটি ওপেন করবেন।।
# এখন আপনি তিনটি ফোল্ডার দেখতে পাবেন। প্রথমে Grand_logo ফোল্ডারটি ওপেন করে সব গুলো logo ডিলেট করে দিবেন।
# তারপর Backround এ ঢুকে দেখবেন অনেক ছবি দেওয়া আছে আপনি ঐ গুলো ডিলেট করে আপনার পছন্দের ছবিটি Backround এর জন্য select করে দিন।
# তার পর Foreground ঢুকে দেখবেন অনেক ছবি দেওয়া আছে আপনি ঐ গুলো ডিলেট করে আপনার পছন্দের ছবি গুলি paste করে দিন।।
# এখন আপনি Windows মিডিয়া প্লেয়ারটির মধ্যে একটা Mp3 গান প্লে করুন তারপর মাউসের রাইট সাইডে
ক্লিক করলে ওপরের মত আসবে ।।। ছবিতে যেভাবে দেওয়া আছে সেভাবে ক্লিক করুন।।। আপনার কাজ শেষ এখন দেখবেন আপনার দেওয়া ছবি গুলি কিভাবে ঘুরে-ঘুরে,,,হেলে দুলে আসছে।।।।।।।।
# এখান থেকে সফটা ডাউনলোড করুন ।।।।।।।
বি: দ্র :- ভুল হলে ক্ষমা করবেন ।।। আর কারো সমষ্যা হলে কমেন্ট করে জানাবেন। আর ভাল লাগলেও কমেন্ট করবেন 😛 😀
আমি ফয়সাল মুন্সী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 275 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফয়সাল মুন্সী ভাই, চেস্ঠা করে দেখি কাজ হয় কিনা,টিউনের জন্য ধন্যবাদ।