পেনড্রাইভ এবং মেমরী কার্ডে (ভাইরাস যুক্ত)নিরাপদে প্রবেশ করুন ।

Level 2
Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।

পেনড্রাইভ এবং মেমরী

  • মেমরী কার্ডে এবং পেনড্রাইভে ভাইরাস  । কিন্তু মাঝে মধ্যে এমন প্রয়োজন হয় যে ভাইরাস থাকা মেমরী কার্ডে এবং পেনড্রাইভে প্রবেশ করতে হয় । উদাহরন;দরকারি কাজে তাড়াতারি কোন পেজ বা ফাইল প্রীন্ট করা লাগবে।কিন্তু, ফটোকপির দোকানের পিসিতে এন্টিভাইরাস আছে এখন যদি স্ক্যান দেন তাহলে ফাইল সহ মুছে যাবে,সধারনত এমনটা হয় না।তারপরেও রিক্স কে নেয়,কষ্ট করে দোকানদার এর কাছে বলবেন আপনার কাছে এই নামে মানে 7-Zip File Manager টা আছে।তখন সে বলবে আছে;সধারনত থাকে।তারপর আপনের কাজে আপনি নিচের সুবিদা ভোগ করতে পারবেন ।


কিভাবে দেখুন:-

  • ১. 7-Zip File Manager open করবেন দেখবেন মাই কম্পিউটার, ডাবল ক্লিক করবেন।

  • ২. আপনার হার্ড ডিস্ক যেটিতে কাজ করবেন সেটিতে ডাবল ক্লিক করুন ।

  • ৩. তারপর সব বুঝতে পারবেন ।(ছবি দেখুন)

  • সুবিধা

    • ১.ফাইল কপি বা পেষ্ট করা যায়।

    • ২.হাইড ফাইল আনহাইড করা যায় । এবং মেমরী কার্ডে সকল হাইড দেখা যায় , সাধারনত কম্পিউটার শো করে না ।

    • ৩. rar file কাজ করা যায় যা দেখতে winzip মত।

    • ৪.পাসওয়ার্ড দিয়ে রাখা যায়।

  • আমার মতে অনেকে জানেন ও এটা ছাড়াও আরো সফটও্যার আছে।কিন্তু, আমি শেয়ার করলাম এ কারনে নতুনদের কাজে দিবে এবং আপনারা পেইনড্রাইবে বাকি সফটও্য়্যার এর সাথে রেখে দিবেন।( মুলত ভাইরাস রিমুভ করা যায় না শুধু মাএ ভাইরাস থেকে দূরে রাখে। ভয় নেই পিসি তে কোন ক্ষতি হবে না।)

ডাউনলোড=7-Zip File Manager

 আপনাদের সুবিধার্থে বিভক্ত করেছি.
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।
এই প্রত্যাশা রেখে
আল্লাহ হাফেজ”

*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআনহাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....

*‘মাহে-রমজান ‘সঠিক ভাবে রোযা রাখার নিয়ম ?আশুন সঠিক ভাবে জেনে নেই?

 *নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

Level 2

আমি মঈন খাঁন। Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 610 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আশা করি কাজে লাগবে 🙂

Level 0

pc hide file ki unhide kora jabe

পড়ে ভাল লাগলো।

    Level 2

    ধন্যবাদ।
    আপনাকে ……

অসাধারন লাগলো সফটা। ধন্যবাদ শেয়ারের জন্য।
এন্টি-হ্যাকারের ব্লগ

    Level 2

    ধন্যবাদ।
    ভালো থাকবেন।

vai valo hoycy kintu aro valo ta chi.mobile thaky ki vaby virus dur korbo ta bolen……

    Level 2

    ধন্যবাদ।
    মাজে মাজে মেমোরিকার্ড ফরমেট দিবেন।আর মোবাইলের ফাইল স্যক্নে দিবেন।