বছরের সকল মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস হল রামাদান আর রামাদানের সর্বাধিক ফযিলতপূর্ণ রাত্রি হল লায়লাতুল কাদর। আল্লাহর কিতাবসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল-কুরআন এ রামাদান মাসেই নাযিল হয়েছে বলে মাসটি অন্যান্য মাসের তুলনায় অধিক মর্যাদাপূর্ণ,রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কুরআনুল কারীম নাযিল হয়েছে বলে তিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল,একইভাবে আল্লাহ রাব্বুল আলামীন লায়লাতুল কাদরে কুরআন অবতীর্ণ করেন বলেই এ রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহ তায়ালা বলেন,”হে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) লায়লাতুল কাদর যে কি তা কি তোমার জানা আছে? লায়লাতুল কাদর হাজার মাসের চেয়েও উত্তম।”
লায়লাতুল কাদর সম্পর্কে আল কুর’আনে একটি পূর্ণাংগ সূরা রয়েছে যেখানে পাঁচটি আয়াতের মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর বরকত ও মর্যাদা সম্পর্কে জানিয়েছেন। আসুন,এ রাত্রি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। জেনে নিই এ সূরাটির তাফসীর সম্পর্কে। এখানে তাফসীর ইবনে কাসীর হতে বই আকারে সূরা আল-কাদরের তাফসীর বইটি দেয়া হয়েছে।
ডাউনলোড করুন (1.73 মেগাবাইট)
আমি তথ্য ও প্রযুক্তি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ĕÀÁĝÀ ĝÀâÁĝÀ