নতুন ব্লগ বানানোর কথা ভাবছেন? হুম... বর্তমান সময়ে ব্লগ বানানোর জন্য সবচেয়ে সহজ পদ্মতি হচ্ছে ওয়ার্ডপ্রেস। প্রতিদিন অসংখ্য ব্লগ তৈরি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। পিএচপি শিখার সিরিজ ভিডিও টিউটোরিয়াল এর পরে আজ থেকে শুরু করছি চার পর্বের ওয়ার্ডপ্রেস থিম নিয়ে সিরিজ পোস্ট। যারা পিএইচপি টিউটোরিয়ালগুলো মিস করেছেন কেবল তাদের জন্য নিচের লিংকগুলো। ঘুরে আসতে পারবেন টিউটোরিয়ালগুলোথেকে।
চার পর্বে ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোডের প্রথম পর্বে আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ১০টি প্রিমিয়াম থিম এর সাথে। খুব সহজেই আপনি নিচের লিংকগুলো থেকে থিমগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে ফেলি থিমগুলো-
১. Aristo
২. Woody Magazine
৩. Define
৪. Blustro
৫. PeaceKeeper
৬. Fashion House
৭. NewsLink
৮. Orsted
৯. Simplista
১০. SolarPress
থিমগুলো কেমন লাগল জানাতে ভুলবেন না যেন। আপনাদের সুচিন্তিত মতামত নতুন ব্লগ লিখার অনুপ্রেরনা হিসাবে কাজ করে থাকে।
টিউটোরিয়াল সুত্রঃ Fresh and free high quality WordPress themes
একই সাথে প্রকাশিতঃ টেকটুলসবিডি
সবাই ভাল থাকবেন।
আমি মাহবুব আলম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 91 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফ্রী প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থীম – ব্যাপারটা বুঝলাম না।