প্রথমেই সবাইকে রমজানের শুভেচ্ছা রইল । টেকটিউনে এটা আমার প্রথম টিউন । তাই ভুল ত্রুটির জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি । আজকে আমি আপনাদের সাথে যে সফট টি শেয়ার করব তার মাধ্যমে আপনি খুব সহজে স্টার্ট মেনুর orb পরিবর্তন করতে পারবেন ।
প্রথমে নিচে দেয়া লিঙ্ক থেকে মাত্র 2.63 মেগাবাইটের সফটটি ডাউনলোড করে নিন । অতঃপর সফটটির ওপর ডাবল ক্লিক করলে উপরোক্ত ছবির মত আসবে । তারপর change বাটনে ক্লিক করে আপনার হার্ডড্রাইভ থেকে আপনার পছন্দের orb select করুন । তিন সেকেন্ডের মধ্যে আপনার start menu র আইকন চেঞ্জ হয়ে যাবে ।
এছাড়া আপনি যদি আপনার পূর্বের আইকন ফিরে পেতে চান তাহলে restore বাটনে ক্লিক করলেই হবে । ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন । আর orb এর প্যাক গুগল মামার সাহায্য নিলেই পাবেন । টিউনটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন ।
আমি রায়নাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথম টিউন হিসেবে অনেক ভালো হয়েছে। আশকরি পরে এরচেয়ে ভালো টিউন আপনার কাছ থেকে পাব। শেয়ার করার জন্য ধন্যবাদ;