সব ধরনের AVAST অ্যান্টিভাইরাস নিয়ে যান !! এক্কেবারে ফ্রি !!

অ্যাভাস্ট একটি অত্যন্ত ভালো মানের অ্যান্টিভাইরাস।

যারা এটি ব্যবহার করেছেন, তারা তো জানেনই। মায়ের কাছে মাসির গল্প করতে চাই না !! 😀

আর যারা এটি এখনও ব্যবহার করেন নাই, আমার সাজেশন থাকবে, একবার ব্যবহার করে দেখুন। প্রেমে পড়ে যাবেন !!

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সব রকমের অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস (লাইসেন্স সহ) !!

অ্যাভাস্ট ৪ রকমের আছে। যথাঃ

১. ফ্রি/হোম

২. প্রফেশনাল

৩. বিজনেস এডিশন

৪. ইন্টারনেট সিকিউরিটি

আমি ব্যবহার করছি ইন্টারনেট সিকিউরিটি। BOSS জিনিস !!

অ্যাভাস্ট এর সাইট থেকে ট্রায়াল ভার্শন ডাউনলোড করে নিন:

এবার লাইসেন্স এর পালা !!

অ্যাভাস্ট এর ফ্রি এডিশনে ১ বছরের ফ্রি লাইসেন্স পাওয়া যায়। অ্যাভাস্ট এর সাইটে গেলেই বুঝবেন। আর যদি আপনি এক্কেবারে আজীবন লাইসেন্স চান (২০৩৮ সাল পর্যন্ত, আজীবন বললাম, কারণ ততদিন বাঁচব কিনা, সন্দেহ !!), তাহলে এখানে আসুন !!

এবার প্রফেশনাল আর বিজনেস এডিশনের পালা। এদের জন্য আজীবন লাইসেন্স দিতে পারলাম না বলে দুঃখিত !! তবে ৩০ আগস্ট, ২০১২ পর্যন্ত দিলাম। ১ বছর তো চালান, পরে আবার দিবো !! লাইসেন্স পেতে এদিকে আসুন !!

আর সবশেষে আছে BOSS এর লাইসেন্স ফাইল !! এটাও আজীবন না। তবে ১ বছরের চেয়ে একটু বেশি !! মাত্র দেড় বছর (১৬ ডিসেম্বর, ২০১২ পর্যন্ত) !! নিতে চাইলে এখানে ক্লিক করুন !!

অ্যান্টিভাইরাস সেটআপ দেয়ার এক পর্যায়ে লাইসেন্স ফাইল চাইবে। তখন ব্রাউজ করে এখানে দেয়া লাইসেন্স ফাইল দেখিয়ে দিবেন। আর যদি তা না করতে চান, তবে সেটআপ শেষ হবার পর লাইসেন্স ফাইলে ডাবল ক্লিক করে YES টিপলেই কাজ হয়ে যাবে। SUBSCRIPTION এ গিয়ে দেখুন, কাজ হয়েছে কিনা। তাও না হলে SUBSCRIPTION থেকে ব্রাউজ করে লাইসেন্স ফাইলটি দেখিয়ে দিন।

তাহলে এখন ডাউনলোড করুন আর ভাইরাস কে টা টা বাই বাই বলুন !!

Level 0

আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, ফ্রি ট্রায়াল এ ইন্টারনেট সিকিরিউটির কোড দিলে কি ওটা , ইন্টারনেট সিকিরিউটি হয়ে যাবে ? আর মিডিয়াফায়ার লিংক কাজ করছে না । একটু দেখবেন ??

    আমার মনে হয়, এটা হয় না। কারণ ইন্টারনেট সিকিউরিটি তে ফায়ারওয়াল নামে একটা অপশন আছে, যা ফ্রি তে নাই।
    লিংক ঠিক আছে। মজিলা ফায়ারফক্স দিয়ে ডাউনলোড করুন। ক্রোম এ মাঝে মাঝে সমস্যা হয় !!

Level 0

KHUB VALO LAGLO-AMAR KHUB PROYOJON SILO BOSS ER KEY-VAI OFFLINE UPDAT NEI PELE VALO HOTO…….R UPDATE TE GELE BLOCK KORE DIBENATO

    অফলাইন আপডেট নাই। আর এটা ইন্টারনেট কানেকশন দেয়ার সাথে সাথে অটো আপডেট হয়ে যাবে। ম্যানুয়ালিও আপডেট করতে পারেন। ব্লক এর চিন্তা মাথায়ও আনবেন না !!

এভাবে অংকে সময় লাইসেন্স ধরা খেয়ে যায়, আর একসাথে অনেকে ব্যবহার করলে তো কথায় নাই, তাই ট্রায়াল আজীবন চালান নিরাপদ। বিস্তারিত নিচের থেকে বাংলা করে বিকল্প হিসেবে দিতে পার।

* Uninstall any previous installed version of avast first.
AND CLEAN REGISTRY IF POSSIBLE!!

01. Disconnect internet during installation.

02. Install avast.IS.6.0.1000 or avast.AV.Pro.6.0.1000 (not both!) in trial mode.

03. It's recommended to uncheck "Participate in the avast! community".
(Such info is used to add crack signatures etc to virus databases.)

04. To install additional avast languages choose avast "Custom Installation".
> Don't download languages through avast (it will render the license invalid)!

05. After installation do NOT reboot, and run avast.

Important-
__________________________________________________________

06. At Settings -> Troubleshooting: uncheck "Enable avast! self-defense module".
__________________________________________________________

07. Launch Windows Task Manager by pressing keyboard keys CTRL – SHIFT – Esc,
and let it show all users running processes.

08. Terminate AvastSvc.exe and AvastUI.exe in Windows Task Manager.

Note – Avastsvc is avast service can be stopped through services tab!
Stop firewall Service for avast IS !

09. Copy and paste the included cracked ashBase.dll from the crack folder
into the avast program directory (replacing the original ashBase.dll file).
Default avast program directory -> C:\Program Files\Avast Software\Avast Or C:\Program Files\alwil software\avast

Note- replacing needs admin priveleges… if any trouble go to safe mode and paste !!

10. Reboot the computer after pasting the cracked ashBase.dll into the install dir.

11. Run avast, and check mark again "Enable avast! self-defense module".

IMPORTANT-
_________________________________________________________

12. At Settings > Updates, set PROGRAM "Automatic update" to > "Manual update".
__________________________________________________________

13. Connect internet, and make sure that avast can connect to internet.

14. Subscription Should be Auto-activated ,
If not go to Maintenance -> Subscription -> Activate trial period And click Activate.

15. Wait a few seconds, and avast will be activated till 14-03-2050.

16. avast can now be updated, but update ONLY the engine and virus definitions Not the program.

>>> Done!

DLL ফাইল টা পাবা এখানে : http://www.mediafire.com/?mvvdlcvoepcf0ec

    ক্র্যাক করলে নাকি অ্যান্টিভাইরাসের ক্ষমতা কমে যায় শুনেছি। তাই আমি এটা এখনও করি নি। ভবিষ্যতে করতে পারি। আপাতত লাইসেন্স ফাইল নিয়েই ভালো আছি।

ভাই থাকলে একটা kaspersky internet security 2011 লাইসেন্স কি দেন…. plz

[email protected]

good

I am avast user…………….It is Nice

Level 0

আমি avast, eset smart security, kaspersky internet security 2012, ব্যবহার করছি। কিন্তু kis2012 এর মত একদম বাজে আর একটা ও দেখি নাই, সিস্টেম এত ধীরে করে পেলে যে, computer ই open হতে চায় না। আর update হতে লাগে 120-150 MB এর মত। তাই avast অথবা eset smart security ই মনে হয় বেশি ভাল। তবে eset smart security এর name এবং passwad পেতে একটু কষ্ট হয়। যদি কেহ কোন site এর ঠিকানা জানেন তবে দিতে পারেন তাহলে অনেকের উপকার হবে।

eset ar opore kono antivirus nai. Eset hoilo no1 boss. Visit: techtunes.io/tuner/sajedul-haque-masum
For eset

Level 0

ভাই zashid, আপনি একবার http://www.hhuu.net এ ঘুরে আসেন, প্রতিদিন নতুন নতুন Eset er পাসওয়ার্ড দেয়। তবে eset a Web Access Proyection টা disable করে নিবেন। নাহলে ঢুকতে পারবেন না।

Valo e likhe cen vie….

nice tune tanx

Level 0

saidur_iap ভাই ধন্ন্যবাদ দিয়ে শুধু শুধু আপনাকে কষ্ট দিব না। শুধু এতটুকু বলব আপনি অনেক বড় মনের মানুষ। যেটা সবাই হতে পারেনা।

Level 0

xotil vaiiiiii……….

Level 0

KISU MONE KORBEN NA. sawontheboss4 VAI APNER CRACK DLL TA KAJ KORE NA. PEST KORARPOR REBOOT TO VALO PC ASAR MARLEO AVAST RUN KORENA. AR 1 JON O (NAM TA AKHON MONE PORTESE NA) SAME DLL TA DISILO AKI OBOSTHA. TAR CHEE Shujon Pal VAI ER 1 BOSORER LICENCE TAI VALO. NAI MAMR THEKE KANA MAMA VALO. 🙂

Level 0

thankxxxxxxxxxxxxx….its working………

2-5 link doesn’t work… it show invalid or deleted file.plz help