Video Conference Chat !! এখন আপনি চাইলে একের অধিক জনের সাথে ভিডিও কনফারেন্স চ্যাট করতে পারবেন…

আসসালামু আলাইকুম, আশা করে সবাই ভাল আছেন। অত্যন্ত তাৎপর্য পূর্ণ এই মাসে আপনাদের সবার সাথে একটি সফ্টওয়ারের পরিচয় করিয়ে দিচ্ছি। আর সেটা হল …
আপনি চাইলে এখন থেকে এক সাথে অনেক জনের সাথে ভিডিও চ্যাট করতে পারবেন “video conference” করে । অর্থাৎ দুই থেকে তিনেরও অধিক বন্ধু বা যে কারও সাথে একই সময়ে আপনি ভিডিও কনফারেন্স চ্যাট করতে পারবেন।
আপনাকে যে কাজটি করতে হবে , শুধু মাত্র সফ্টওয়ারটি ইন্সটল করলেই আপনার কাজ শেষ। ইন্সটল করার পর অপেন করে লগিন করুন। লগিনের জন্যে যে ID & PASSWORD লাগবে তা আগে থেকে ওদের সাইটে গিয়ে রেজিষ্টার অর্থাৎ সাইন আপ করে নিন । সাইন আপ করার পর আপনার মেইলে পাঠানো লিংকটি একটিভ করে নিন।
ওদের সাইটে স্কিন শর্ট সহ বিস্তারিত দেয়া আছে তাই এখানে স্কিণ শর্ট এড করা হল না ।
এবার আসি কিভাবে কনফারেন্স করবেন ...
ID & Password দিয়ে লগিন করার পর , আপনার কম্পিউটারের ওয়েব ক্যাম এবং অডিও সেটিং করতে বলবে। যদি তাহা ঠিক থাকে তাহলে Finish দিয়ে বের হয়ে আসুন। এবার আপনার বন্ধুদের বা যে কাউকে invite করুন । যখন তারাও রেজিষ্টার করবে , তখন থেকে সবার সাথে “video conference chat” করতে পারবেন ।

>> বর্তমানে skype/yahoo তে এই সুবিধাটি মনে হয় দিচ্ছে না। তাই এই সুবিধাটি পাওয়ার জন্যে শুধু মাত্র ওদের সাইট থেকে পাওয়া যাবে।
সফ্টওয়ারটি ডাউনলোড করতে কোন কষ্ট হবে না , তাই ওদের সাইট থেকে সরাসরি ডাউনলোড করা যাবে।
লিংক: http://www.eyeballchat.com/

[Eyeball Chat - Free video instant messenger
http://www.eyeballchat.com
Download Eyeball Chat, the best free video chat software. Video conferencing, PC to Phone calling and instant messaging with Aim, Google Talk, MSN and Yahoo! buddies]

Level 0

আমি Kiron Best। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 306 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

*** You are beyond me, I can teach you nothing more. " তুমি আমার চেয়ে বেশি জান, তোমাকে শেখানো মত আমার কিছু জানা নেই "


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ইন্টারনেট স্পিডটা জরুরি…….

ভালই ……………………… কিন্তু এই সাইটে আমার ফ্রেন্ড নাই

কিরন ভাই আপনার সফটয়্যার কাজে লাগতে পারে কিন্তু skype তে ভিডিো কনফারেন্স করা যায়। ধন্যবাদ।