“বিসমিল্লাহির রহমানীর রাহীম”। আমাদের দেশ উন্নয়ন সম্ভাবনাময় দেশ। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ প্রযুক্তির থেকে পিছিয়ে। তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা বিভিন্ন কারণে প্রযুক্তি থেকে দুরে চলে যাচ্ছেন। মুলত প্রযুক্তিকে বাংলায় আরো একধাপ এগিয়ে নিতে সূচনা হয় আইটি ওয়াল্ডের। পূর্বে আইটি ওয়াল্ড ব্লগের মধ্যে সীমাবন্ধ থাকলেও এখন প্রযুক্তি সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসার জন্য অনলাইন ভিত্তক এটি ম্যাগাজিন “মাসিক আইটি ওয়াল্ড” তৈরী করা হয়।
আর মহান আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানীতে অবশেষে আমাদের দীর্ঘ দিনের প্রচেষ্টার পর প্রকাশ পেল মাসিক আইটি ম্যাগাজিন “মাসিক আইটি ওয়াল্ড” এর প্রথম সংখ্যা: আগষ্ট ২০১১। এটি একটি অনলাইন প্রযুক্তি ভিত্তিক ম্যাগাজিন। আমাদের লক্ষ্য “প্রযুক্তি এখন হাতের মুঠোয়।” যে কেউ আইটি ওয়াল্ড (http://www.itworld24.tk) থেকে এই ম্যাগাজিনটি ডাউনলোড এবং অন্যের সাথে শেয়ার করতে পারবেন।
নতুন সংখ্যার জন্য চোখ রাখুন আইটি ওয়াল্ডের ওয়েব সাইটে: http://www.itworld24.tk
ফেইসবুকে আমাদের সাথে যোগ দিন: http://on.fb.me/itworld24
[বি:দ্র: আমাদের এই ম্যাগাজিনটি সমৃদ্ধ করণে আপনাদের সাহায্য/সহযোগীতা প্রয়োজন। আপনারা ইচ্ছা করলেই আইটি ওয়াল্ডের ম্যাগাজিনটিতে লিখতে পারেন। এ জন্য আপনার প্রযুক্তি রিলেটেড লেখাটি প্রতি মাসের ২০ তারিখের পূর্বে itworldbd.tk@gmail.com এই ইমেইল এড্রেসে পাঠিয়ে দিন।]
এই ম্যাগাজিনটি .pdf ফরমেটের। সুতরাং ম্যাগাজিনটি পড়ার জন্য আপনার কম্পিউটারে Adobe Reader সেটআপ থাকতে হবে। Adobe Reader না থাকলে http://bit.ly/opUwz3 থেকে ডাউনলোড করে ইনস্টল দিন। ফক্সইট রিডারও ব্যবহার করতে পারেন। ডাউনলোড করুন এখান থেকে।
ম্যাগাজিনটি নিজে পড়ুন এবং অন্যদের পড়তে উৎসাহিত করুন। ম্যাগাজিনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন। ধন্যবাদ।
------------
টেকটিউনস এ Adf.ly এর লিংক নিষিদ্ধ। তাই লিংকগুলি পবিবর্তন করা হল। টেকটিউনস এ Adf.ly এর লিংক সেয়ার করা থেকে বিরত থাকুন।
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
আমি আব্দুর রহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুঁদে কম্পিউটার বিজ্ঞানী হতে মন চাইলেও মনের দিক থেকে আমি কিন্তু সাদা মনের মানুষ
Thanks