আমার দেখা সেরা English > বাংলা ডিকশনারি Silicon! (কৃতজ্ঞতাময় টিউন)

আমি তখন নেটের নতুন ইউজার। কম্পিউটার সম্পর্কে ধারনা নেই বললেই চলে। তবে শেখার একটা অদম্য ইচ্ছা ছিল। অনেকে বলে ফেসবুকে কাজের কিছুই নেই। কথাটা আসলে ভুল। যার প্রমান আমি নিজেই। ফেসবুকে হঠাৎ করেই Silicon Dictionary (Vista) নামের একটা গ্রুপ চোখে পড়ে। আমার পিসিতে একটা ডিকশনারি ছিল তবে তেমন শব্দবহুল নয়। তাই ঐ গ্রুপ থেকে ডিকশনারিটা ডাউনলোড করলাম। ব্যবহার করেই বুঝে ফেললাম আমি যা খুজছিলাম তা পেয়ে গেছি।

এতক্ষন যে ডিকশনারিটা নিয়ে বললাম তা হলো Silicon Dictionary। হ্যা এই ডিকশনারিটি নিয়ে আগেও টিউন হয়েছিল। হিরণ ভাই অর্থাৎ এই ডিকশনারিটা যিনি বানিয়েছেন তিনিই টিউন করেছিলেন। তারপরেও আমার টিউন করার কারন হলো কৃতজ্ঞতা! ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এটা আমার এত কাজে লাগছে যে বলে বুঝাতে পারবো না। তাই কৃতজ্ঞতাস্বরুপ আবারও শেয়ার করা।

কেন অন্য ডিকশনারি থেকে এটা আলাদা? প্রথমে ডেভলপারের ভাষায়ঃ কম্পিউটারে কাজ করার সময় প্রায়ই আমাদের অজানা অনেক ইংরেজী শব্দের মুখোমুখি হতে হয়। সেসব ক্ষেত্রে ডিকশনারী খুলে অর্থ বের করা যেমন কষ্টকর তেমনি সময় সাপেক্ষ ব্যাপার। এবং এতে কাজের গতিও কমে যায় অনেকাংশে।

“Silicon Dictionary” উন্নতমানের ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস এবং শক্তিশালী সার্চ ইঞ্জিন সমৃদ্ধ ইংলিশ-টু-বেঙ্গলি ডিকশনারী। বাজারে অনেক ধরনের ডিকশনারী পাওয়া যায়। তবে তাদের সাথে সিলিকন ডিকশনারী -র পার্থক্য হল, এটি সম্পূর্ণ ফ্রি, ডাইনামিক সার্চ ইঞ্জিন এবং বাজারের যেকোন ডিকশনারী অপেক্ষা এর সার্চ ইঞ্জিনটি অধিক দ্রুতগতি সম্পন্ন। তাছাড়া, এর বাংলা অর্থগুলি image আকারে দেয়ায় আপনি পাবেন সত্যিকারের ডিকশনারীর স্বাদ। আর প্রতিটি ইংরেজী শব্দের উচ্চারনতো আছেই।

আশা করি পরিস্কার ধারনা পেয়েছেন। তারপরেও বলছি এই ডিকশনারির সব চেয়ে ভাল দিক হলো শব্দ সার্চ করার উচ্চ গতি। শশী বা অন্যান্য ডিকশনারি থেকে সিলিকনের গতি বেশি। এছাড়াও শব্দগুলোর মিনিং বেশ বিস্তারিত। শুদ্ধভাবে উচ্চারন জানারও সুযোগ আছে। speak বাটনে ক্লিক করলেই শুনতে পারবেন ইংরেজি শব্দের উচ্চারণ।

তবে ডেভলপারের কাছে আমার অনুরোধ বাংলা টু ইংলিশ সুবিধা সহ খুব শীঘ্রই যেন আপডেট ভার্শন বের করা হয়।

ডাউনলোডঃ

Silicon Dictionary
সাইজ ১২২ মেগাবাইট হলেও ডাউনলোড করে আশা করি নিরাশ হবেন না। একবার ব্যবহার করলেই ভাল লেগে যাবে। এটা কিন্তু পুরাই ফ্রী!!!
xp,vista,7 এ চলে।

(ইন্সটল করার সময় একটা error শো করতে পারে। তখন শুধু ignore এ ক্লিক করলেই হবে।)

আশা করি ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি লিনাক্স এ ওয়াইন দিয়ে চালানো যাবে ?

আসলেই অনেক কাজের অসাধারণ সিলিকন ডিকশনারিটি…

Level 0

ফলাফল ইমেজ আকারে দিলে তো সমস্যা!!

আমার আছে শশী E2B dictionary. একই রকম। ডেভেলপারকে ধন্যবাদ!

অসংখ্য ধন্যবাদ হাসান যোবায়ের ভাই,
আপনাদের সকলের উপকারে লাগলেই আমার পরিশ্রম সার্থক।
আশা করি নতুন (বাংলা-টু-ইংলিশ সহ) ভার্সন তারাতারিই প্রকাশ করবো।
আবারো ধন্যবাদ।

Level New

thank your জব্বার ভাই , ডাউনলোড দিলাম নামায পরে ইন্সটল দিব।

অনেক দিন হল বাবোহার করছি, ভালো উপকারে আসে।
ডেভলপার আর আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র 😀
টেকটিউনসএ এটি আমার প্রথম কমেন্ট 🙂
ধন্যবাদ শেয়ার করার জন্য…

আমি তো বহুত দিন যাবত এইটার প্রেমে পইরা আছি!!! ধন্যবাদ হাসান ভাই শেয়ার করার জন্য।

এইটা নিয়ে আগে টিউন হয়েছে।
https://www.techtunes.io/download/tune-id/37582/

Level 0

vai error dekhay 130 bw nosto kore error dekha khub e pathetic…amr win 7. r last e ase "cannot find directory d:\speech"…ki problem ektu kindly bolben

    ডিকশনারীটি ইনষ্টলের সময় (D:\) ড্রাইভে একটি ফাইল তৈরি করে। কারো পি.সি’তে (D:\) ড্রাইভ না থাকলে এই ইরর মেসেসটি দেখাবে, যেটি ল্যাপটপের ক্ষেত্রে দেখা দেয়।

    সমাধান: পেন ড্রাইভ ব্যবহার করে এই সমস্যা এড়িয়ে ডিকশনারীটি ইনষ্টল করা সম্ভব। পি.সি.’র সাথে পেন ড্রাইভ লাগিয়ে তার ড্রাইভ লেটার পরিবর্তন করে (D:\ করে) এই কাজটি করা সম্ভব। ড্রাইভ লেটার পরিবর্তন করতে My Computer -> Manage -> Disk Management এ যেতে হবে। তারপর রাইট বাটন ক্লিক করে ড্রাইভ পরিবর্তন করা যাবে।
    বিস্তারিত সেটে সার্চ দিলেই পাওয়া যাবে।

    ধন্যবাদ।

    install এর সময় একটা error দেখায়। ignore করে install শেষ করলে পরবর্তীতে আর সমস্যা করে না। @ras vai

এমন টাই খুজছিলাম যাক আপনার কারনে পাইয়ে গেলাম 😀 ধন্যবাদ

মনে হচ্ছে ডিকশনারীটা দারুন হবে কিন্তু আমার দ্বারা ডাউনলোড করা সম্ভব নয়।

Level 0

hasan vai onk onk donnobad disk drive change kore dictionary ta install krte prlam….. assa hasan vai bangla lekha sohoje sekhar jnno ovro r kno tune dite paren amake plz….vlo thakben

    অভ্র ব্যবহার করা খুবই সহজ। apni> আপনি এই জাতিয় টাইপের মাধ্যমে লিখা হয়। আপনি ইন্সটল করে দেখেন নিজেই পারবেন। আর অভ্রতে কীবোর্ড আছে যেটা দেখে ভাল মত বুঝতে পারবেন।

Level 0

thamks hasan vai

আমি ডাউনলোড করতে পারছি না। ভাই আমাকে একটা সিডি পাঠাতে পারবেন কুরিয়ারে টাকা যা লাগে আমি দিয়ে দিব।

কাজের জিনিষ। ডিএল দিলাম। ধন্যবাদ হাসান।

ইন্সটল করলাম, একটা error আসচিল ignore করচি, আর কোন সমস্যা করে নাই। developer hiron কে অনেক ধন্যবাদ সাথে হাসান কেও।

দিবেন না?

windows7 ki support korbe ?

Level 0

হাসান ভাই, আমার কাছে Quick Dictionary XP আছে। সিলিকন ডিকশনারীর সব word ও অনুবাদের বাংলা ফন্ট হুবহু এক । লক্ষ্য করলাম কয়েক জায়গায় শুধু কিছু word ও তার বঙ্গানুবাদ বেশি আছে। আমি বুঝতে পারছিনা কোন ডিকশনারীটা আগে তৈরি হয়েছে। Quick Dictionary XP” র ভার্সন হল 1.2.1520.7926. ডেভেলপারের নাম মোঃ খালেদ হোসেন। আর সিলিকন এর ভার্সন হল 1.0.0. আর Quick টা ইন্সটল করতে গেলে কোন এরর মেসেজ দেখায়না,সুন্দর ভাবে ইন্সটল হয়, এমনকি Win7 এও। ধন্যবাদ।

    @subratarmc: আগে যেটাই তৈরি হোক এই ডিকশনারীটা অন্য সব থেকে গতি সম্পন্ন। এরর দেখালে সমাধানতো দিয়েই দিয়েছি।
    আমি এর চেয়ে ভাল কিছু এখন পর্যন্ত পাইনি।

Level 2

@subratarmc আমাকে কি “কুইক ডিকশনারী এস্কপি” টা দেওয়া যাবে । অথবা লোড করার মতো কোন লিংক । ধন্যবাদ ।

Level 0

http://www.daffodilvarsity.edu.bd

ভাই আপনাকে ধন্যবাদ