আমার পক্ষে থেকে সবার জন্য একটি অসাধারণ উপহার টিটির পূণরায় আগমনে,আশা করি সবাই উপভোগ করবেন

্টিটি সেই যে গেল, আসে না আসে না। প্রতিদিনই চেক করতাম টিটি আসছে কিনা দেখার জন্য। অবশেষে এল,এবং নতুন রূপেই এল। এখন পর্যন্ত সব ঠিক আছে এবং আশা করি ঠিক থাকবে। আর টেকটিউন্সের এই পুনরায় আগমনে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা আর সেই সাথে আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার।

আমরা মোটামুটি সবাই গান শুনি। গানের বিভিন্ন শাখা আছে, রক,পপ, আধুনিক, ডিজে ইত্যাদি। গান আমিও একসময় খুব শুনতাম। এখনো শুনি তবে আগের মত শোনা হয় না ব্যস্ততার জন্য। একদিন গান শুনতে গিয়ে মনে হল গান তো অনেক শুনলাম। এবার গান বা মিউজিক তৈরিতে মনোনিবেশ করি। যেই ভাবা সেই কাজ, যার ফলশ্রুতিতে নিজেই তৈরি করে ফেললাম একটি ডিজে মিউজিক। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।এ আশা করছি কারণ আমি ব্যক্তিগতভাবে যেকোনো কাজই খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করি। তবুও ভুলতো মানুষেরই হয়। যা হোক, যেহেতু সাইজ বেশি বড় না,তাই আশা করি সবাই ডাউনলোড করে নেবেন আমার এই ছোট্ট উপহার।

ডিজে মিউজিকঃ
HERO2

ভাবতাছি, ভালা হইলে নিজের নামের আগে একটা উপাধি লাগাইয়া লমু। 😉

সাইজঃ  ৫মেগাবাইট মাত্র

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ Share করার জন্য। DLOAD দেতিছে

Level 0

শুনে বলেন কেমন লাগে 😀

Level 0

I missed it so much

Level 0

🙁

নাহ খুব একটা খারাপ লাগেনি… ভালোই … :mrgreen:

    Level 0

    ধন্যবাদ। 🙂

Apner music combinationta khuv ekta valo laglo na. Ek step theke onno stepe jete ektu besi somoy niyechen. Apni jehetu ekjon guterist, ei bisoyta apni ero valo bujhben.
Ami apnake 6/10 dilam.

    গান রিমিক্সের ক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম-কানুন আছে… এক স্টেপ এর পরে অন্য স্টেপ আসতে সাধারণত কেউ ১৬ বিট সময় নেন, কেউ ৩২ বিট সময় নেন… মিঠু ভাই দুইটার মাঝা মাঝি সময়টা নিয়েছেন… যদিও এটা নিয়মের আওতায় পরে না তাও খুব একটা খারাপ হয়নি… 😉

Level 0

আমার কথাটা ডিজে আরিফই বলে দিল। ধন্যবাদ। আমি ১৬বিটেরও কম সময় নিয়েছি(৮বিট), কারণ মিউজিকটাতে চেঞ্জ ছিলো অনেক। তাছাড়া জানি এই মিউজিক শুনতেই অনেকে অধৈর্য হয়ে যেতে পারেন। আর এটা আমার তৈরি করা প্রথম মিউজিক। হয়তো আর কাজ করা হবে না। শখের বশে করলাম। ধন্যবাদ।

    আপনি থামবেন না ভাই , চালায়া যান । আস্তে আস্তেই আপনি ভাল করতে থাকবেন । একসময় হয়ত বিশ্বের ইতিহাসে নাম লিখিয়ে পাতিহাস হবেন :p

      Level 0

      হা হা হা,ভালো বললেন। কিন্তু একটা মানুষ কি সব করতে চাইলেই পারে ? আমার লক্ষ্য ও উদ্দেশ্য IT সেক্টর। আমার মনে হয় আমার সেদিকেই থাকা উচিত।
      আর তাছাড়া ডিজেগিরি করে কবে যে আবার ডিজে রাহাতের মত এরেস্ট হই কে জানে? 😉

১৭ মেগাবাইট দিয়ে আজ রাত সারতে হবে নইলে ডলো দিতাম। 😀 ফেবুতে রিকোয়েস্ট পাঠাইছি।কথা আছে। 😀

সবমিলিয়ে ভালই হইছে।

মিঠু ভাই, চালিয়ে যান ..

Level 0

🙂 ধন্যবাদ।

বাহ…চমৎকার 🙂

    Level 0

    😀 ধন্যবাদ।

মিঠূ ভাই, টেকটিউনস খোলার সাথে সাথে সাহায্য চাোয়া শুরু করছি, আমার একটা ২ জিবি মেমোরি কার্ড format করতে পারছি না শুধু format not successful message আসে। একটু হেল্প করেন।

    Level 0

    এক্ষেত্রে মেমোরীকার্ডটা পিসিতে লাগিয়ে ডেস্কটপ থেকে মাই কম্পিউটার এ রাইট বাটন ক্লিক করে ম্যানেরজে দিয়ে ডিস্ক ম্যানেজমেন্টে যান সেখানে আপনার লাগানো কার্ড সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে ফরম্যাট সিলেক্ট করে ফর্ম্যাট করুন। কিছুক্ষন ওয়েট করার পরে এখটি ম্যাসেজ আসবে yes করুন।তার কিছুক্ষন পর ফর্ম্যাট হবে। এতেও নাহলে বুঝতে হবে আপনার কার্ড নষ্ট হয়ে গেছে।

মিউজিকটা নামিয়েছি এখনো শুনিনি, ধন্যবাদ।

Level 0

আপনাকেও ধন্যবাদ।

ভালই লাগলো । অনেকদিন পর এলাম টিটিতে তা কেমন আছেন ?

    Level 0

    আল্লাহর রহমতে ভালো আছি। আপনি?

      আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখনো নিয়মিত গেম খেলেন ত নাকি।

      Level 0

      না ভাই,গেম আমি কখনোই নিয়মিত খেলতাম না, যা খেলতাম শুধু রিফ্রেশমেন্টের জন্যই খেলতাম। তবে এককালে খুব ঝোঁক ছিল। সেও অনেক আগের কাহিনী।

ভাল লাগলো চালিয়ে যান । রমজান মাস না হলে নাচতে…………………pp

    Level 0

    হে হে হে

ডাউনলোড করছি।