্টিটি সেই যে গেল, আসে না আসে না। প্রতিদিনই চেক করতাম টিটি আসছে কিনা দেখার জন্য। অবশেষে এল,এবং নতুন রূপেই এল। এখন পর্যন্ত সব ঠিক আছে এবং আশা করি ঠিক থাকবে। আর টেকটিউন্সের এই পুনরায় আগমনে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা আর সেই সাথে আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার।
আমরা মোটামুটি সবাই গান শুনি। গানের বিভিন্ন শাখা আছে, রক,পপ, আধুনিক, ডিজে ইত্যাদি। গান আমিও একসময় খুব শুনতাম। এখনো শুনি তবে আগের মত শোনা হয় না ব্যস্ততার জন্য। একদিন গান শুনতে গিয়ে মনে হল গান তো অনেক শুনলাম। এবার গান বা মিউজিক তৈরিতে মনোনিবেশ করি। যেই ভাবা সেই কাজ, যার ফলশ্রুতিতে নিজেই তৈরি করে ফেললাম একটি ডিজে মিউজিক। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।এ আশা করছি কারণ আমি ব্যক্তিগতভাবে যেকোনো কাজই খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করি। তবুও ভুলতো মানুষেরই হয়। যা হোক, যেহেতু সাইজ বেশি বড় না,তাই আশা করি সবাই ডাউনলোড করে নেবেন আমার এই ছোট্ট উপহার।
ডিজে মিউজিকঃ
HERO2
ভাবতাছি, ভালা হইলে নিজের নামের আগে একটা উপাধি লাগাইয়া লমু। 😉
সাইজঃ ৫মেগাবাইট মাত্র
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ Share করার জন্য। DLOAD দেতিছে