সারা জীবন ফ্রী ব্যবহার করুন মাইক্রোসফট অফিস ২০১০ বা ২০০৭ অথবা ২০০৩

মাইক্রোসফট অফিস ২০১০ বা ২০০৭ অথবা ২০০৩ এর যে কোন এডিশন ব্যবহার করুন সারা জীবন ফ্রি। আমরা মোটামুটি সবাই মাইক্রোসফট অফিস ২০০৭ ও ২০০৩ লাইফটাইম ফ্রি ব্যবহারের পদ্ধতি আয়ত্ব করে ফেলেছি।আপনারা ভাবছেন ২০১০ থাকতে আবার ২০০৭ বা ২০০৩ এর দরকার কি? আসলে একটিভেটর পদ্ধতিটা একই। যার যা প্রয়োজন তিনি সেটা ব্যবহার করবেন। মাইক্রোসফট অফিস ২০১০ ইনষ্টল নিয়ে টেকটিউনসে অনেক অনেক টিউন থাকার পর ও লিখতে বসলাম। কারণ আজ ২০.০৭.১১ ইং পর্যন্ত মাইক্রোসফট অফিস ২০১০ ইনষ্টল নিয়ে টিউন করা কোন টিউন-ই ঠিক ভাবে কাজ করে না। তার সাথে আছে অনেক জটিল পদ্ধতির ইনষ্টলেশন টেকনিক।

আমি টেকটিউনস থেকে এমন অনেক একটিভেটর ব্যবহার করার চেষ্টা করে গতকাল পর্যন্ত সফল হই নাই। আমার টা ও সব পিসি বা অপারেটিং সিষ্টেমে সফল হবে তার কোন গ্যারান্টি নাই, তবে সফল হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। ২০১০, ২০০৭, ২০০৩ সব ভার্সনে ইনষ্টলেশন পদ্ধতি ও একটিভেটর একহওয়ায় আমি শুধু ২০১০ ইনষ্টল নিয়ে আলোচনা করবো। আসুন আমরা একটা মাত্র একটিভেটর ব্যবহার করে সফল হওয়ার চেষ্টা করি।

আপনার পিসি বা সিডি/ডিভিডি তে যদি অফিস ২০১০ থেকে থাকে তবে তা পিসিতে ইনষ্টল করুন।

  • না থাকলে মাইক্রোসফট ওয়েব সাইট এর এই লিংক  [মাইক্রোসফট অফিস] এ প্রবেশ করুন।
  • মাইক্রোসফট অফিস ২০১০ এর যে কোন এডিশনের ট্রাই ইট ফ্রি তে ক্লিক করুন।
  • তারপর ট্রাই ফ্রি ফর ৬০ ডেজ এ ক্লিক করুন। ভাষা সিলেক্ট করুন। ট্রাই নাউ এ ক্লিক করুন।
  • আপনার হটমেইল বা লাইভ এর মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। হটমেইল বা লাইভ এর আইডি না থাকলে ক্রিয়েট করে প্রবেশ করুন।
  • মাইক্রোসফট অফিস অমুক এডিশন ট্রায়াল দেখাবে। সিরিয়াল নং পাবেন। সিরিয়াল নং কপি করে সংরক্ষণ করুন। যা ইনষ্টল এর সময় লাগবে।
  • ডাউনলোড নাউ এ ক্লিক করুন।
  • ডাউনলোড করা শেষ হলে ইনষ্টল করুন।

ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর যে কোনটা ওপেন করুন। ফাইল থেকে হেল্প এ ক্লিক করুন দ্বিতীয় কলামের উপরে মাইক্রোসফট অফিস লেখার নিচে আপনার অফিসটা ৬০ দিনের ট্রায়াল ভার্সন দেখবেন এবং টাস্ক প্যানেলেও দেখবেন মাইক্রোসট ওয়ার্ড বা অমুক ট্রায়াল।

  • এবার মিডিয়া ফায়ার এর এই লিংক [একটিভেটর ডাউনলোড লিংক] থেকে একটিভেটর টি ডাউনলোড করুন।
  • আপনার উইন্ডোজ যে ড্রাইভে ইনষ্টল করা সে ড্রাইভে প্রবেশ করুন।
  • ৬৪ বিট অপারেটিং সিষ্টেম ও অফিস ২০১০ সফটওয়্যার টি ৬৪ বিট এর হলে প্রোগ্রাম ফাইলস এ যান, অফিস ২০১০ সফটওয়্যার টি ৩২ বিট এর হলে প্রোগ্রাম ফাইলস (x86) এ যান। ৩২ বিট অপারেটিং সিষ্টেম ও অফিস ২০১০ সফটওয়্যার টি ৩২ বিট এর হলে প্রোগ্রাম ফাইলস এ যান।
  • মাইক্রোসফট অফিস এ যান ডাউনলোড করা একটিভেটর ফাইলটি এখানে পেষ্ট করুন।
  • একটিভেটর এর উপর দুই বার ক্লিক করুন। এক্সট্রাক্ট করুন।
  • দুইটি ফাইল পাবেন। এর মধ্যে অফিস ২০১০ টুলকিট এ দুই বার ক্লিক করুন। ইজেড-একটিভেটর এ ক্লিক করুন ও কিছু সময় অপেক্ষা করুন।
  • একটিভেটর সাকসেস লেখা আসবে, ক্লোজ করুন। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর যে কোন একটি চালু করুন।
  • ফাইল থেকে হেল্প এ যান দ্বিতীয় কলামে মাইক্রোসফট অফিস এর নিচে লেখা আসবে প্রোডাক্ট এ্যাকটিভেটেড।

[ইন্টারনেট সংযোগ থাকলে সংযোগ বিচ্ছিন্ন করে ইনষ্টল করলে কোন রকম ঝামেলা হওয়ার সম্ভাবনা কম থাকে]

Level 0

আমি Parvage। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Good idea, Thanks for sharing

    Level 0

    আইডিয়াকে সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ। সমর্থক বাড়লে লিখতে কষ্ট হলেও লেখার উৎসাহ পাই।

ভাই এটা কি ছয়মাস পরপর করতে হবে ? নাকি একবার করলেই হবে ?

    Level 0

    না এটা সারা জীবনের জন্য একবার করলেই হবে। যদি আপনি আপনার অপারেটিং সিষ্টেম একদম নতুন করে ইনষ্টল না করেন।

    Level 0

    না একবার ই জীবনের জন্য শেষ ট্রিটমেন্ট। যদি আপনার অপারেটিং সিষ্টেম নতুন করে ইনষ্টল না করেন।

Level 0

Unable to retrieve the Key
এই কথা বলে 🙁

    Level 0

    আপনাকে মাইক্রোসফট অফিস এর সমস্থ এ্যাপ্লিকেশন বন্ধ করে কাজটি করতে হবে। এর আগে অন্য কোন ক্র্যাকার ব্যবহার করলে কাজ না ও হতে পারে। সেক্ষেত্রে আপনার অপারেটিং সিষ্টেম নতুন করে ইনষ্টল করে, তারপর অফিস ট্রায়াল ভার্সন ইনষ্টল করতে হবে, তারপর ক্র্যাকার টি চালু করলে সফল হওয়ার সমূহ সম্ভাবনা আছে।

    Level 0

    আপনি এ্যাডমিনিষ্ট্রেটর থেকে রান করান। কাজ হতে পারে।

ei muhurte dorkar nei…..tobe notunder janno vhalo post.thank u man

    Level 0

    আমার মনে হয় নতুন বা পুরনো সবার জন্য কাজে লাগতে পারে। তবে পুরনোরা কিছুটা বিরক্ত হন যখন জানা জিনিষ নিয়ে কেউ বলে ওটাতে ক্লিক করুন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

    Level 0

    আসলে যার কাজে লাগবে তার জন্যই লিখেছি। আপনাকে ও ধন্যবাদ।

নতুনদের জন্য অনেক প্রয়োজনীয় একটি টিউন 😎
ধন্যবাদ শেয়ার করার জন্য ………………

সুন্দরবনকে sms এর মাধ্যমে ভোট দেওয়া থেকে বিরত থাকুন ………………
কারন জানতে নিচে দেখুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এস,এম,এস ব্যাবসা ও এর পুরো ধান্দাবজী
https://www.techtunes.io/news/tune-id/80694/

    Level 0

    আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। আইন্সটাইন অবশ্যই কাজের ছেলে, অবশ্যই বোকা নয়। সুন্দরবনকেও ভোট দেওয়ার দরকার নাই মনে করছি।

    ভাই শুধু আপনি মনে করলে হবেনা আপনার পরিচিত সবাইকে বিষয়টি বুঝান ……………
    আর আইন্সটাইন সাহেব কর্মজীবনে অনেক চতুর ছিল কিন্তু বাস্তব জীবনে অনেক বোকাসোকা লোক ছিল 😉
    ধন্যবাদ , ভালো থাকবেন …………………

Level 0

আমি মনে করি, তবে পরিচিত সবাইকে এখনই বোঝানোর সময় আসেনি। ক্লোজআপ ওয়ান বাংলাদেশের বড় এক ষ্টার ব্যবসা। তারপর ও এর মাধ্যমে ভাল কিছু শিল্পী বেরিয়ে এসেছে। সেভেন ওয়ান্ডার্স ব্যবসা হলেও আমরা এসএমএস না করে মেইল করতে পারি। আর সুন্দরবন যদি নির্বাচিত হয় তবে আমরা গর্ব অবশ্যই করতে পারি। এতে আমাদের সুন্দরবনের জন্য প্রচারনা টা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তাতে আমাদের পর্যটন শিল্প সমৃদ্ধ হবে। এটা ব্যবসা হলেও একটা কথা মনে রাখা দরকার প্রচারেই প্রসার।

Level 0

valo laglo. kaj hoyse.dhonnobad.

    Level 0

    আমার বিশ্বাস সবার কাজ হবে, আপনার কাজ হয়েছে। ধন্যবাদ।

দারুন তো !

    Level 0

    দারুন হলেই ভাল।

    Level 0

    আপনার ভাললাগার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

ভাই আপনি যেই এ্যাক্টিভেটর দিছেন ওইটা কাজ করেনা। দয়া করে অন্য কোন উপায় বলুন।

Level 0

ভাই আমি ডাউনলোড করতে পারছি না

Level 0

অফিস ২০১০ Help me?

ধন্যবাদ খুব ভাল একটা পোষ্ট।আমি প্যারিসে থাকি এখানে আমি গত ১ বৎসর যাবত এমএস অফিস স্টাটার ব্যবহার করছি। কারন অফিস এর একটা অরজিনাল কপি কিনতে মিনিমাম ১৩৯ ইউরো লাগে। আর আপনার এই পোস্ট মাধ্যমে আমি বিনামূল্য পেলাম অফিস ২০১০ হোম এডিসন যা কিনা আমার এখান কার বন্দুরাও খুব পছন্দ করেছে। ধন্যবাদ আপনাকে এই রকম প্রয়োজনীয় পোস্ট এর জন্য। ভবিষ্যতে আরো ভাল পোস্ট আশা করছি।
[email protected]

Level 0

উইন্ডোজ-৭ এ কাজ করেছে। ধন্যবাদ জানাচ্ছি।

Level 0

Microsoft Office এর ঠিক কোন ফোল্ডারে কপি করতে হবে সেটা একটু বলে দিন। সেখানে তো কয়েকটা ফোল্ডার আছে।

Level 0

কোন ফোল্ডারে ক্রাকার কে কপি করতে হবে না। আপনাকে ওটা রান করতে হবে। তারপর একটিভেট করতে হবে।

Level 0

@Parvage, আপনি নিজে লিখেছেন মাইক্রোসফট অফিসের ফোল্ডারে একটিভেটরটি কপি করে তারপর রান করতে।

ধন্যবাদ, আমি এটা নিয়ে অনেক সমস্যায় ছিলাম, আপনার নির্দেশনা অনুযায়ী কাজ করে সফল হলাম, অনেক অনেক ধন্যবাদ।

বাহ, দারুন ১ টা কাজের জিনিশ দিলেন তো ভাইজান, অনেক অনেক ধন্যবাদ

আলহামদুলিল্লাহ । অসংখ্য ধন্যবাদ ।