পার্টিশন করতে হলে অবশ্যই Aomei Partition Assistant দিয়েই ।সবচেয়ে দ্রুত,সবচেয়ে নিরাপদ ।১০০% ডেটা নিরাপত্তা গ্যারানটী । (এ টিউন অব লার্নিং পার্টিশন)

বিসমিল্লাহির রহমানীর রাহীম

invited of the people of all religion

আসসালামু আলাইকুম ।আমার দ্বিতীয় টিউনে সকলকে স্বাগতম ।

TO MY SECOND TUNE

আজকে আমার টিউনটি Aomei Partition Assistant নিয়ে।

অনেক সময় আমাদের ডিস্ক এর পার্টিশন করার প্রয়োজন হয় এর জন্য আমরা ভিবিন্ন পার্টিশন সফটওয়্যার ব্যাবহার করে থাকি ।পার্টিশন সফটওয়্যার নিয়ে টেকটিউনসএ অনেক টিউনও করা হয়েছে ।তবুও আমি এই সফটওয়্যারটি নিয়ে টিউন করলাম।কারন আমি মনে করি প্রত্যেক সফটওয়্যার এর আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে ।

এর প্রধান বৈশিষ্ট্য এবং যে কারনে এটা দিয়েই পার্টিশন ।

১।কম্পিউটার রিস্টার্ট ছাড়াই NTFS পার্টিশন ।

২। পার্টিশন মূভ এবং রিসাইজ ।

৩। ভলিউম বাড়ানো,শ্রিঙ্ক ভলিউম,মাজ পার্টিশন,স্প্লিট পার্টিশন ।

৪। পার্টিশন কপি ।

৫।ওআইপ হার্ড ড্রাইভ, ওআইপ পার্টিশন ।

৬। পার্টিশন তৈরি এবং মুছতে ।

৭।কনভার্ট ফাইল সিস্টেম,হাইড/আনহাইড পার্টিশন ।

৮। ড্রাইভ লেবল তৈরি,ড্রাইভ লেটার পরিবর্তন  এবং মুছা ।

৯। ।১০০% ডেটা নিরাপত্তা গ্যারানটী ।আপনি যে ভাবেই পার্টিশন করুন আপনি আপনার ডিস্ক থেকে কিছুই হারাবেন না ।

১০।পৃথিবীতে যত পার্টিশন সফটওয়্যার, সবার চেয়ে দ্রুত ।(৫ থেকে ১০ মিনিটে পার্টিশন)।

১১।আপনার পার্টিশন করার ধারনা পালটিয়ে দিবে ।

১২। পার্টিশন সম্পর্কে কিছুই জানতে হবে না ।

১৩।এবং আরও অনেক যা ব্যাবহার করলেই বুঝবেন ।

যে ভাবে বাড়াবেন আপনার ডিস্ক এর জায়গা ।

আপনার কোন drive এর জায়গা বাড়ানোর প্রয়োজন হলে আপনি Aomei Partition Assistant খুলে "Extend Partition Wizard" এ ক্লিক করুন।

যদি C: drive এর জায়গা বাড়াতে হয় তাহলে "Extend system partition" নির্বাচন করে অথবা যদি অন্য কোন ড্রাইভ এর জায়গা বাড়াতে হয় তাহলে "Select any Partition from any harddisk to Extend" নির্বাচন করে, ড্রাইভ নির্বাচন করে নেক্সট এ ক্লিক করুন ।

Next এ ক্লিক করুন ।

যে drive থেকে জায়গা নিতে চান সেটা নির্বাচন করে Next এ ক্লিক করুন ।

এখন যে টুকু বাড়াতে চান সে টুকু টেনে অথবা Partition New Size এর ঘরে লিখে Next এ ক্লিক করুন ।

Proceed button এ ক্লিক করুন ।

ইয়েস বাটন এ ক্লিক করুন ।

যে ভাবে রিসাইজ করবেন আপনার ডিস্ক ।

যে drive থেকে জায়গা নিতে চান সেটা নির্বাচন করে রিসাইজ এ ক্লিক করুন ।

তারপর যে বক্সটি আসবে তাতে যে টুকু জায়গা নিতে চান তা নির্বাচন ওকে বাটন এ ক্লিক করুন ।

আপনি দেখতে পাবেন যে যে টুকু জায়গা নির্বাচন করেছেন তা unallocated নামে দেখা যাচ্ছে ।

A Pending Operation

এখন C: drive (যে কোন ড্রাইভ) এ ক্লিক করে unallocated জায়গা টুকু ছবির মত করে টেনে সমান করে দিতে হবে ।

দেখবেন যে unallocated জায়গা টুকু এখন আর নেই এবং যে ড্রাইভ নির্বাচন করেছিলেন তাতে যোগ হয়েছে ।

এখন Apply বাটন এ ক্লিক করুন ।

Proceed button এ ক্লিক করুন ।

কম্পিউটার রিস্টার্ট নিয়ে কাজ শুরু করে দিবে এবং শেষে resizing partition operations are completed successfully! সংবাদ দিবে ।

যে ভাবে তৈরি করবেন নতুন পার্টিশন ।

নতুন পার্টিশন তৈরি করতে "যে ভাবে রিসাইজ করবেন আপনার ডিস্ক" এর নিয়ম অনুসারে A Pending Operation পর্যন্ত একই ভাবে করে , unallocated নির্বাচন করে Create বাটন এ ক্লিক করুন ।

এখানে আপনি Partition Label,Drive Letter,Create as এবং File System ঠিক করে ওকে বাটন এ ক্লিক করুন ।এখানে আপনি ড্রাইভ এর জায়গাও ঠিক করে নিতে পারেন ।

এখন যে ড্রাইভটি তৈরি করলেন তা নির্বাচন করে অ্যাপ্লাই বাটন এ ক্লিক করুন ।

Proceed button এ ক্লিক করুন এবং দেখুন এর যাদু।

ডাউনলোড ফর উইন্ডোজ ৭/২০০০/এক্সপি/ভিস্তা _৩২বিট ।

ডাউনলোড ফর উইন্ডোজ ৭/২০০০/এক্সপি/ভিস্তা _৬৪বিট ।

কোন ভুল হয়ে থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

with my third tune!!!!!!

Level 0

আমি অপু (অপেক্ষায় আছি.......)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অন্য ধর্ম সম্পরকে জানতে এবং নিজের ধর্ম সম্পরকে জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Khub sundor hoise, Thanks.

Level 0

valo laglo tune ti 🙂

আমার হার্ড ড্রাইভ এর একটি পার্টিশন হাইড আবস্থায় আছে । আমি সেভেন ব্যবহার করি । আমি কি এটার সাহায্যে তা উদ্ধার করতে পারবো ।

    Level 2

    contact with me [email protected]

    আপনার হার্ড ড্রাইভটি কি অবস্থায় আছে বা ড্রাইভটির জায়গা কত টুকু তা না জেনে তো বলতে পারবোনা ।

    তবে এটা দিয়ে যে ভাবে হাইড ড্রাইভ উদ্ধার করা যায় তা আপনাকে একটু পরে বলবো ।আপনি চেষ্টা করে দেখতে পারেন ।

টাইটেলে বানান ভূল থাকলে টিউনের সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাই টিউনের ভিতরে ভূল বানানগুলো দয়া করে ঠিক করে দিন।

গ্যারানটী বানান টি হবে গ্যারান্টি
লানিং বানান টি হবে লার্নিং

ধন্যবাদ……………….

    আমার গ্যারানটী বানান ১০০% সঠিক

    ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভুলগুলো দেখিয়ে দেবার জন্য ।
    ভাইয়া “গ্যারানটী” বানানটি আমার মনে হয় গ্যারানটীই হবে,আর লার্নিং বানানটা মনে হয় ভুলই ছিল, আসলে ভাইয়া অনেক রাতে টিউনটি করেছি তো,তাই একটু ভুল হতেই পারে ।আমি মনে করি কোন টিউন করার সময় বানানের দিকে খেয়াল রাখা উচিত কিন্তু আমার যে কি হয়েছিল বুঝলাম না ।আমি এটাও মনে করি কারো সম্পর্কে কিছু বলার আগে সে টাও ভাবা দরকার ।আপনাকে আবারো ধন্যবাদ, আপনি যদি না বলতেন তা হলে তো ভুলগুলো ঠিক করাই হত না ।

    ভুল বানান টি “ভূল” হবে না “ভুল” হবে ।

    হাসিব ভাই বুঝলাম আপনার কম্মেন্ট পেতে হলে বানান ভুল করতে হবে 😯 😆

    ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভুলগুলো দেখিয়ে দেবার জন্য ।
    ভাইয়া “গ্যারানটী” বানানটি আমার মনে হয় গ্যারানটীই হবে,আর লার্নিং বানানটা মনে হয় ভুলই ছিল, আসলে ভাইয়া অনেক রাতে টিউনটি করেছি তো,তাই একটু ভুল হতেই পারে ।আমি মনে করি কোন টিউন করার সময় বানানের দিকে খেয়াল রাখা উচিত কিন্তু আমার যে কি হয়েছিল বুঝলাম না ।আমি এটাও মনে করি কারো সম্পর্কে কিছু বলার আগে সে টাও ভাবা দরকার ।আপনাকে আবারো ধন্যবাদ, আপনি যদি না বলতেন তা হলে তো ভুলগুলো ঠিক করাই হত না ।

    ভুল বানান টি “ভূল” হবে না “ভুল” হবে ।

    কেন বোকা ছেলে আইন্সটাইন ভাই, হাসিব ভাই বুঝি বানান ভুল না হলে কারো টিউনে মন্তব্য করে না ।

Level 0

ভাইজান 1st link টা কাজ করে না……………………………আশা করি ঠিক করে দেবেন।

    লিংকটা না কাজ করার জন্য দুঃখিত ।আসলে লিংকটা প্রথমে কাজ করতেছিল,কিন্তু এখন যে কেন কাজ করতেছে না তা বুঝলাম না ।এর জন্য সত্যিই আমি খুব অনুতপ্ত ।
    যা হোক এখন সফটওয়্যারটা MediaFire এ Upload করে দিছি ।এখন ডাউনলোড করুন ।সবাইকে অসংখ্য ধন্যবাদ ।

টিউন টা জটিল হয়েছে, এ জন্য ধন্যবাদ। কিন্তু "ডাউনলোড ফর উইন্ডোজ ৭/২০০০/এক্সপ/ভিস্তা _৩২বিট" লিঙ্কটা কাজ করেছ না। দয়া করে লিঙ্কটা ঠিক করে দিবেন দ্রুত।

    অসংখ্য ধন্যবাদ আপনাকে ।লিংকটা না কাজ করার জন্য দুঃখিত ।আসলে লিংকটা প্রথমে কাজ করতেছিল,কিন্তু এখন যে কেন কাজ করতেছে না তা বুঝলাম না ।এর জন্য সত্যিই আমি খুব অনুতপ্ত ।
    যা হোক এখন সফটওয়্যারটা MediaFire এ Upload করে দিছি ।এখন ডাউনলোড করুন ।

খুব কাজের টিউন , এক কথায় চরম হয়েছে 😆
এরকম টিউন আপনার কাছে আরো চাই ………………… :mrgreen:

    আপনাদের এত সুন্দর সুন্দর মন্তব্য পেলে টিউন না করে কি ভাবে থাকবো ।
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত উৎসাহ দেবার জন্য ।

dhannobad na diya parlam na. avro na thakay sorry bangla likhate parchhina

    বাংলায় লিখতে পারেন নাই তাতে কি,কাওকে অনুপ্রাণিত করার জন্য ভাষা কোন ব্যাপার না ।আমাকে উৎসাহ দেবার জন্য ধন্যবাদ ।

    আপনি যদি অভ্র ব্যাবহার করতে চান তা হলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন ।

    http://jadewits.com/avro/setup_avrokeyboard_5.1.0.exe

ami 7 chalay. 32 bit. kinto link ta kaj korchhena keno. doya kore midea fire link din

ডাউনলোড ফর উইন্ডোজ ৭/২০০০/এক্সপ/ভিস্তা _৩২বিট" লিঙ্কটা কাজ করেছ না। দয়া করে লিঙ্কটা ঠিক করে দিবেন দ্রুত।

Read more: https://www.techtunes.io/download/tune-id/79953/#ixzz1SOcwEHOF

ভাই লিংকটা কাজ করেনা। প্লিজ ঠিক করেন।

    আবদুল মতিন ভাই লিংকটা না কাজ করার জন্য দুঃখিত ।MediaFire এ Upload করে দিছি ।এখন ডাউনলোড করুন ।

Level 2

ভালো হইসে, ধন্যবাদ;

সত্যি অসাধারন টিউন এবং সফটওয়্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    আমি চেষ্টা করেছি ভাল করার জন্য,জানি না কত টুকু পেরেছি,তবে আপনাদের মন্তব্য পেয়ে মনে হচ্ছে আমার কষ্ট ব্যর্থ হয়নি ।
    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

Level 0

password ta din

Level 0

thank you

Level 0

ভাইয়া, আমি তো কাহিনী ঘটিয়ে ফেলছি। F ড্রাইভ থেকে C ড্রাইভে জায়গা বাড়াতে চেয়েছিলাম। ২০জিবি ট্রান্সফারের পর দেখি D ড্রাইবে জায়গা যোগ হচ্ছে। cancel দিলাম এখন দেখি আমার ২০ জিবি unalocated দেখায়। অনেক চেষ্টা করেছি কিন্তু F ড্রাইভ বা C ড্রাইভ কুনোটাতেই এই ২০জিবি নিতে পারিনি। কি করবো এখন?

    ভাই সফটওয়্যারটা বন্ধ করে আবার খোলার পরো কি unalocated দেখায়, নাকি F ড্রাইভ যত টুকু জায়গা ছিল সে টুকুই দেখায়,কিন্তু কম্পিউটার এ F ড্রাইভ এ ২০ জিবি জায়গা নেই, আমাকে একটু বলেন ।

    যাই হোক, যদি unalocated থাকে বা না থালে আপনি F ড্রাইভটা নির্বাচন করে রিসাইজ এ ক্লিক করুন ।এখানে দেখবেন যে আপনি যে জায়গা টুকু হারিয়ে ফেলেছেন সে টুকুও আছে (আর যদি না থাকে তা হোলে তো unalocated আছেই) ।এখন আপনি “যে ভাবে রিসাইজ করবেন আপনার ডিস্ক” এর নিয়ম অনুসারে রিসাইজ এ ক্লিক করে আবারো পার্টিশন এর পরিমাণ ঠিক করে ওকে বাটন এ ক্লিক করুন ।
    Unallocated টা যদি C: drive এর কাছে না থাকে তা হলে মাউস দিয়ে টেনে C: drive এর কাছে আনুন এখন C: drive ধরে ছবির মত করে টেনে সমান করে দিন ।
    বাকি টুকু এখন একই নিয়মে করুন ।দেখুন এ ভাবে হয় কি না । অবশ্যই আপনি সকল Applications বন্ধ এবং ড্রাইভটি defrag করে নিবেন ।

    ভাই না হলে চিন্তার কোন কারন নেই, আপনি অবশ্যই আপনার জায়গা ফিরে পাবেন এবং কি আপনি আপনার ডিস্ক থেকে কিছুই হারাবেন না ।কেবল আমাকে বলেন ।
    ইশাআল্লাহ।না হলে আমাকে বিস্তারিত বলুন ।আপনি আমাকে [email protected] অথবা [email protected] এ মেইল করতে পারেন ।আমাকে facebook এও পাবেন ।এছারা টেকটিউনস এর মন্তব্যের ঘর তো সবসমই খোলা ।

    Level 0

    হয়ে গেছে ভাইয়া 🙂 আপনার পোস্ট পুরোটা না পড়ায় এই সমস্যা হয়েছে। সফটওয়্যার টা অসাধারন 🙂 ধন্যবাদ শেয়ার করার জন্য

ভাই অনেক আশা করে ডাওনলোড করলাম কাজ করতে পারছিনা password চাই । কি করব একটু বলে দিবেন।

Level 0

ভাই আমি শেষ, আমি আমার ভিডিও অডিও ড্রাইভ পার্টিশন করতে যাইয়া এখন ড্রাইভ হাইড হইয়া গেছে তারা তারি কিছু একটা করেন না হয় আমি শেষ।

    Level 0

    অপু ভাই কিছু বলেন না ক্যেন

    উত্তর দেবার জন্য দেরিতে দুঃখিত ।ভাই আপনার কি সম্পূর্ণ ড্রাইভটি হাইড হইয়া গেছে, না যে টুকু পার্টিশন করতে চেয়েছিলেন সেই টুকু একটু বলেন ।

    ভাই যাই হোক না কেন আপনি আপনার ড্রাইভটি ফিরে পাবেন এমন কি আপনি আপনার ডিস্ক থেকে কিছুই হারাবেন না ।

মিডিয়া ফায়ার লিংক দেয়ার জন্য অনেক ধন্যবাদ। সত্যিই খুব ভালো জিনিস শেয়ার করেছেন।

Level 2

Top tunes

    আমি জানি না এটা টপ টিউন কিনা,তবে এত সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে আমি সত্যিই আনন্দিত ।আমার এ টিউন টা এত উচুতে নিয়ে জাবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

Level 0

চেস্টা করে দেখি কি হয় ।

শেয়ার করার জন্য ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।

ভাইয়া আমি উইন্ডোজ ৭/২০০০/এক্সপি/ভিস্তা _৬৪বিট টা ডাউনলোড করার চেষ্টা করছিলাম, file not found/deleted দেখায়. যদি দয়া করে লিঙ্ক টা আপডেট করে দিতেন বা [email protected] এ মেইল করে দিতেন অনেক উপকার হত…

Ami asola partitionar matha bathai ghomata partasilam na, thik ai somoi apnar ai সম্ভব সুন্দর tune ti paya mona holo jano ghomar tablet paya galam.apnar ai tune ti amrkasa jos lagsa, thanks a lot. . .

আমি উইন্ডোজ ৭/২০০০/এক্সপি/ভিস্তা _৬৪বিট টা ডাউনলোড করার চেষ্টা করছিলাম, file not found/deleted দেখায়. যদি দয়া করে লিঙ্ক টা আপডেট করে দিতেন বা [email protected] এ মেইল করে দিতেন অনেক উপকার হত…