সাধারনত কেউ ই-মেইল পাঠালে আমরা যতক্ষণ না চেক করবো ততখন জানতে পারি না। আর বার বার ই-মেইল চেক করা অনেক যন্ত্রণার কাজ। আর যদি এমন হয় কেউ ই-মেইল পাঠানোর সাথে সাথেই আমরা জানতে পারি, পড়তে পারি, মুছে ফেলতে পারি আরও অনেক কিছু করতে পারি তাও আবার ই-মেইল Account Open না করেই তবে কেমন হয় ? নিশ্চই অনেক Helpful হবে।
আমি যে Software টির কথা বলছি তা হল “Gmail – Notifier”. যারা Gmail আর ভক্ত তারা অনেক অনেক উপকার পাবেন। এর মাধ্যমে আপনি একসাথে ৫টি Gmail Account Control পারবেন। কেউ E-mail পাঠানোর সাথে সাথেই আপনাকে জানানো হবে mail এসেছে। এরপর আপনি চাইলে ই-মেইল Account Open না করেই এর মাধ্যমে mail পড়তে পারবেন। আপনার PC যদি বন্ধ করা থাকে তবেও PC চালু করার সাথে সাথে আপনাকে জানানো হবে যদি কোন mail এসে থাকে।
Software টি Install করা অন্য Software এর মতই। Install করা শেষে আপনার Desktop এর Icon Tray তে Gmail এর চিহ্ন তে মাউস এর Right বাটন ক্লিক করে “Add” Option এ আপনার Gmail Account ও Password দিন ও OK ক্লিক করুন। ঠিক একই পদ্ধতিতে মোট ৫টি Gmail Account Add করতে পারবেন।
* mail পাঠানোর সাথে সাথে পাবার জন্য আবারও Desktop এর Icon Tray তে Gmail এর চিহ্ন তে মাউস এর Right বাটন ক্লিক করে Preferences এ ক্লিক করে Run at startup এর বক্সটি টিক দিয়ে দিতে হবে। ব্যাস, এবার সরাসরি Gmail – Notifier এর সাইট থেকে Download করে ব্যবহার করা শুরু করুন।
বোনাস হিসাবে Gmail Alert এর একটি খুবই সুন্দর Windows Gadget দিলাম ব্যবহার করতে পারেন।
টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি
ধন্যবাদ।
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
খুবই দরকারী। ধন্যবাদ।