অবৈধ Antivirus ব্যবহার করলে কি হয়? সাথে Orginal Norton (৩মাস)

(Title এ Crack শব্দটা ব্যবহার করা যাচ্ছে না তাই "অবৈধ" শব্দটা ব্যবহার ব্যবহার করলাম)

আমরা সবাই PC সুরক্ষার জন্য Antivirus ব্যবহার করি। আমাদের মধ্যে অনেকেই Crack করা Antivirus ব্যবহার করি। যারা বিজ্ঞ তারা নিশ্চয়ই জানেন Crack  করা Antivirus ব্যবহার করা ভালো না। এই Crack Antivirus নিয়ে আমার মতামত প্রকাশে এই লেখা। যদি ভুল কিছু লিখে থাকি তবে জানাবেন এবং ক্ষমার চোখে দেখবেন। Crack এর বাংলা করলে হয় “ফাটল”। মানে যে কোন কিছু ফেটে যাওয়া। সহজ বাংলায় বলতে ভালো কোন কিছুর ফাটল ধরিয়ে চুরি করে ব্যবহার করা।

আমরা Antivirus ব্যবহার করি PC সুরক্ষার জন্য। কিন্তু সেখানে যদি সুরক্ষাই না পাই তবে Antivirus ব্যবহার করে লাভ কি? অনেক গুলো WebSite ঘেঁটে বিভিন্ন User এর মতামত পড়ে বুঝলাম Crack  করা Antivirus ব্যবহার করলে বেশ কিছু Option Disable হয়ে যায় বা ১০০% কাজ করে না যা আমরা সাধারনত বুঝতে পারি না। বিভিন্ন WebSite এ দেখলাম যারা Crack  করা Antivirus ব্যবহার করে তারা Antivirus এর performance, detection, instability and removal capabilities নিয়ে অভিযোগ জানিয়েছেন। এর উত্তরে Antivirus ফোরাম এর Moderators(পরীক্ষক/নিয়ন্ত্রক) রা বলেন “Applying a crack can damage the antivirus performance of a computer, because it modify the code of the software to enable all the functions permanently, and that could be the main reason of those issues.” মোট কথা Crack  করা Antivirus তার দক্ষতা ও ক্ষমতা অনেকটা হারিয়ে ফেলে। এতে আমাদের কম্পিউটার সম্পূর্ণ সুরক্ষা পায় না। তাই আমরা Crack  করা Antivirus ব্যবহার করা থেকে বিরত থাকব এবং Original  Antivirus কিনে ব্যবহার করবো আর কিনতে না পারলে ২য় ব্যবস্থা তো আছেই। প্রায় প্রতিটা Antivirus Company  ১ মাস,৩মাস,৬মাস এমনকি কিছু কিছু Company তো ১ বছরও ফ্রী License Key দিয়ে থাকে সম্পূর্ণ Original সেগুলো ব্যবহার করবো। আমার পছন্দের একটি Antivirus দিলাম ৩মাস Original License Key।

Norton  Internet Security 2011

আশা করি এটা আপনার পিসি কে virus থেকে সুরক্ষা দিবে। ব্যবহার করে দেখতে পারেন।

টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি

ধন্যবাদ।

Level New

আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুমম, Crack ব্যবহার করা আসলেই সমস্যার 🙁
ডাউনলোড দিলাম । ধন্যবাদ

আমি Avast Free use করি।

ইসেট ব্যবহার করছি। আসলই 🙂

    আমিও Eset ব্যবহার করছি…ট্রায়াল *******র!!!!

Level 0

এজন্যই আমি AVIRA FREE ব্যবহার করি।

Avast Free টা ব্যবহার করি। সুখে আছি।

Level 0

আমি Avast Free use করি।
Current registration will expire on :1/19/2038 9:14:07 AM
Date of registration: 11/1/2008 12:AM
Current version: 6.0.1203
নিয়মিত আপডেট হয়
এটি কি Crack করা Antivirus না ফ্রী Antivirus জানালে উপকৃত হতাম।

Mukut ভাই ,AVIRA FREE এর নামানোর লিংকটা অনুগ্রহ করে দিবেন Please.

Level New

Norton টা আমার কাছে অনেক ভালো লাগে অন্য antivirus এর চেয়ে Safe মনে হয় তাই আমি ৩মাস এর free License ব্যবহার করি। শেষ হলে আবার ৩মাসের একটা Download করে নেই। 🙂

Level 0

Avast free ব্যবহার করছি।

Kaspersky internet security use kori.
Key er jonno kono problem nai.
kavkisfile.com theke key download kori.

অ্যান্টিভাইরাস ছারাই ভালো আছি॥॥॥

janina crack e kono prob ase kina.kaspersky 3 mash crack diye use+update korsi.tarpor ekjon bondhu amake original kaspersky gift korse.install+update kore pc scan disi.ekta virus ba error pai nai….

আমি Avira Premium ভালই লাগে

Level 0

Ame Avast Free Use Kore. Akhono Kono Problem Face Kore Nae 🙂

আমরা অনেকেই যারা অবৈধভাবে kaspersky ব্যাবহার করি তারা সাধারণত নকল license key এর ফাইল ব্যাবহার করে থাকি । আবার যারা Eset nod 32 অবৈধভাবে ব্যাবহার করে থাকি তারা সাধারণত নকল User Id ও pass ব্যাবহার করে থাকি । এই দুই পদ্ধতিতে কিছুদিন পর পর license key বা User Id ও pass ব্লাকলিস্ট হয়ে যায় ।ব্লাকলিস্ট হওয়ার ফলে ঐ antivirus (kaspersky ও Eset nod 32) এর কিছু প্রয়োজনীয় ফাংসন desable হয়ে যায় ,যেমন আপডেট নেয়না আবার ভাইরাস detect করতে পারলেও ডিলিট করতে পারেনা ইত্যাদি ইত্যাদি………

"Applying a crack can damage the antivirus performance of a computer,
because it modify the code of the software to enable all the functions permanently,
and that could be the main reason of those issues"
কিন্তু এই কথা অনুযায়ি ক্র্যাক ফাইল অ্যান্টিভাইরাস এর সকল ফাংসন permanently এনাবল করে !!!!
আমি উপরের আলোচনার মাধ্যমে আপনাকে বুঝাতে চেষ্টা করেছি যে ক্র্যাক ফাইল ও নকল license key বা Id ও pass একই জিনিষনা যদিও তাদের উদেশ্য একই । অর্থাৎ মনে করেন কোন দরজায় তালা দেওয়া আছে আর তালার চাবি আপনার কাছে নেই কিন্তু আপনাকে দরজাটি খুলতে হবে ,এখন আপনি দুই ভাবে দরজাটি খুলতে পারেন । একহলো আপনি তালাটি ভেঙ্গে (অর্থাৎ ক্র্যাক করে ) ফেলতে পারেন না
হয় নকল বা ডুপ্লিকেট চাবি ( অর্থাৎ নকল license key বা Id ও pass ব্যাবহার করে ) ব্যাবহার করে ।

আসা করি আপনি বুঝতে পেরেছেন যে ক্র্যাক ফাইল ও নকল license key বা Id ও pass একই জিনিষনা ।

এখন মূল কথায় আসি হতে পারে যে নকল license key বা Id ও pass ব্যাবহারের ফলে কোন অ্যান্টিভাইরাস এর performance অবনতি হবে কিন্তু ভাইয়া আপনি টিউনের কোন জায়গায় তা উল্লেখ করেন নাই যদিও এগুলো অবৈধ পদ্ধতি ।
তাই বলছি কি টিউনের টাইটেল " অবৈধ Antivirus ব্যবহার করলে কি হয়?" তা না দিয়ে "ক্র্যাক Antivirus ব্যবহার করলে কি হয়?" দিলে টিউনটি যথার্ত হয় ।

আর আপনার টিউনটি সুন্দর হয়েছে 🙂
ধন্যবাদ ।

    Level New

    ভাই techtunes.io তে লেখা POST করার সময় Title এ Crack/ক্র্যাক শব্দটা দিলে Post হয় না। Error দেখায়।আমি অনেক চেষ্টা করছি But হয় না। তাই কোন উপায় না পেয়ে "অবৈধ" শব্দটা ব্যবহার করছি।
    "Applying a crack can damage the antivirus performance of a computer,
    because it modify the code of the software to enable all the functions permanently,
    and that could be the main reason of those issues"

    all functions enable করার জন্য software এর code modify করা হয়। এই code modify করার ফলেই বিভিন্ন সমস্যা হয়। যেমনঃ Virus detect পারে না,detect করতে পারলেও ডিলিট করতে পারেনা ,ঠিকমতো Update নেয়না ইত্যাদি ইত্যাদি………
    আপনার comment পেয়ে খুব খুশি হলাম। ধন্যবাদ।:-)

আমি Microsoft Security Essential ব্যাবহার করি।:)

Microsoft Security Essential ব্যাবহার করি।: Khub e valo.

আমার মাদারবোর্ড সিডিতে ইসেট আছে|ওটা কী অরিজিনাল ?

    Level New

    আপনার motherboard টা সম্ভবত Intel. ওটা অরিজিনাল কিন্তু ৩মাস এর free License Key.

ভাই ৩ মাস পর কি করব?

    ভাই আমি খুব শিগ্রই বেশ কিছু Popular Antivirus এর ৩মাস মেয়াদি Original License নিয়ে একটি টিউন করবো। তা ব্যবহার করতে পারেন। আমি Norton এর খুব ভক্ত তাই আমিও ৩মাস পর পর Norton Download করে ব্যবহার করি । 😀

Level 0

Norton antivirus 3 months por por use korar process ta Rahat bhai bolben plaese? Ata use korte ki 3 months por por PC set up dea lage? Ar 3 months por por download dite hoi na shudo license dileo hoi? Ar kotha theke download dite hoi? link ta dien.

ভাই Norton এর বেশ কিছু Partner আছে যারা ৩মাস এর original license free দিয়ে থাকে। আমি ঐ গুলই ব্যবহার করি।৩মাস পর পর Norton এর Partner খুঁজে বের করে তাদের website থেকে Norton Download করে ব্যবহার করি।
আরও একটা পথ আছে সেটার বিস্তারিত নিয়ে একটা Tune করবো। এখন এই ৩মাস এর Norton টাই ব্যবহার করতে থাকেন।

vai…Microsoft security essential nia onk santi te asi ….