(Title এ Crack শব্দটা ব্যবহার করা যাচ্ছে না তাই "অবৈধ" শব্দটা ব্যবহার ব্যবহার করলাম)
আমরা সবাই PC সুরক্ষার জন্য Antivirus ব্যবহার করি। আমাদের মধ্যে অনেকেই Crack করা Antivirus ব্যবহার করি। যারা বিজ্ঞ তারা নিশ্চয়ই জানেন Crack করা Antivirus ব্যবহার করা ভালো না। এই Crack Antivirus নিয়ে আমার মতামত প্রকাশে এই লেখা। যদি ভুল কিছু লিখে থাকি তবে জানাবেন এবং ক্ষমার চোখে দেখবেন। Crack এর বাংলা করলে হয় “ফাটল”। মানে যে কোন কিছু ফেটে যাওয়া। সহজ বাংলায় বলতে ভালো কোন কিছুর ফাটল ধরিয়ে চুরি করে ব্যবহার করা।
আমরা Antivirus ব্যবহার করি PC সুরক্ষার জন্য। কিন্তু সেখানে যদি সুরক্ষাই না পাই তবে Antivirus ব্যবহার করে লাভ কি? অনেক গুলো WebSite ঘেঁটে বিভিন্ন User এর মতামত পড়ে বুঝলাম Crack করা Antivirus ব্যবহার করলে বেশ কিছু Option Disable হয়ে যায় বা ১০০% কাজ করে না যা আমরা সাধারনত বুঝতে পারি না। বিভিন্ন WebSite এ দেখলাম যারা Crack করা Antivirus ব্যবহার করে তারা Antivirus এর performance, detection, instability and removal capabilities নিয়ে অভিযোগ জানিয়েছেন। এর উত্তরে Antivirus ফোরাম এর Moderators(পরীক্ষক/নিয়ন্ত্রক) রা বলেন “Applying a crack can damage the antivirus performance of a computer, because it modify the code of the software to enable all the functions permanently, and that could be the main reason of those issues.” মোট কথা Crack করা Antivirus তার দক্ষতা ও ক্ষমতা অনেকটা হারিয়ে ফেলে। এতে আমাদের কম্পিউটার সম্পূর্ণ সুরক্ষা পায় না। তাই আমরা Crack করা Antivirus ব্যবহার করা থেকে বিরত থাকব এবং Original Antivirus কিনে ব্যবহার করবো আর কিনতে না পারলে ২য় ব্যবস্থা তো আছেই। প্রায় প্রতিটা Antivirus Company ১ মাস,৩মাস,৬মাস এমনকি কিছু কিছু Company তো ১ বছরও ফ্রী License Key দিয়ে থাকে সম্পূর্ণ Original সেগুলো ব্যবহার করবো। আমার পছন্দের একটি Antivirus দিলাম ৩মাস Original License Key।
আশা করি এটা আপনার পিসি কে virus থেকে সুরক্ষা দিবে। ব্যবহার করে দেখতে পারেন।
টিউন টি সর্বপ্রথম “মৌমাছি” তে প্রকাশিত। সময় থাকলে ঘুরে আসুন জানার আছে অনেক কিছু – মৌমাছি
ধন্যবাদ।
আমি হোসেন রাহাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 210 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি আর মানুষকে সাহায্য করতে পছন্দ করি তাই Blogging এর মাধ্যমে নিজের মনের ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করছি। আমাকে আরও জানতে Visit করুন -হোসেন রাহাত
Kaspersky internet security use kori.
Key er jonno kono problem nai.
kavkisfile.com theke key download kori.
হুমম, Crack ব্যবহার করা আসলেই সমস্যার 🙁
ডাউনলোড দিলাম । ধন্যবাদ