ফায়ারফক্স ৫.০ এ আইডিএম এর সমস্যার সমাধান

অবশেষে ফায়ারফক্স এর ৫ম ভার্সনও বের হয়ে গেল। এইচটিএমএল ৫, সিএসএস, কাস্টোমাইজড ডু নট ট্র্যাক ইত্যাদি সহ বেশ কিছু সুবিধা নিয়ে এল এই ভার্সনটি। তবে যারা ডাউনলোড ক্রেজি, তাদের কেউ কেউ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের নতুন ভার্সন ব্যবহার করেও ফায়ারফক্স ৫ এ এটা ডিজ্যাবলড অবস্থায় পেতে পারেন। তবে তাদের চিন্তার কিছু নেই। জলদি নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন ফায়ারফক্স ৫ এর সাথে কাজ করার উপযোগী ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর অ্যাডঅন।

ডাউনলোড হয়ে গেলে ZIP ফাইল থেকে XPI ফাইলটি এক্সট্রাক্ট করে নিন। তারপর Firefox এ যেয়ে File > Open সিলেক্ট করে অ্যাড-অনটি দেখিয়ে দিন ও ইন্সটল করুন। ব্রাউজার রিস্টার্ট করুন। অ্যাডঅনস বারে যেয়ে দেখুন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর এক্সটেনশন বহাল তবিয়তে অবস্থান করছে।

মজিলা ফায়ারফক্স ৫ পাবেন এখানে। এর পোর্টেবল ভার্সন পাওয়া যাবে এখানে। আর যারা ফায়ারফক্স ৪ এই থাকতে চাচ্ছেন, কিন্তু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে ঝামেলায় পড়েছেন তারা এখানে ক্লিক করে দেখে নিন কিভাবে ফায়ারফক্স ৪ এ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে কাজ করা যায়।

আর কি? মনের খুশিতে ডাউনলোড করুন। আর মন্তব্য দিতে ভুলবেন না। আর এত ছোট্ট পোস্ট করার জন্য দুঃখিত।

Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

    ফায়ার ফক্সই সেরা তবে দ্রুত ব্রাউজ করার জন্য গুগল ত্রুম সেরা।আরো দ্রুত ব্রাউজ করতে কমিটমেন্ট ডাউনলোড দিন।আর যারা বেশী বেশী ডাউনলোড দেন তাদের জন্য মনে হয় অরবিট সেরা ডাউনলোডার।আপনার টিউনি আমার প্রচন্দ হয়েছে।ধন্যবাদ।

    সুন্দর এই টিউনের জন্য ধন্যবাদ জানাই। আমি বর্তমানে গুগল ক্রম ব্যবহার করি এবং এর ব্রাউজ করার গতি বেশ ভাল। আপনার জানামতে কোন ব্রাউজারটি ভাল আমাকে জানাবেন। Tutorialmaker নামে টিউনার ভাই লিখেছে : "ফায়ার ফক্সই সেরা তবে দ্রুত ব্রাউজ করার জন্য গুগল ত্রুম সেরা।আরো দ্রুত ব্রাউজ করতে কমিটমেন্ট ডাউনলোড দিন।" এখানে কমিটমেন্ট কি কোন ব্রাউজার? একটু জানাবেন। ধন্যবাদ

    @সাইফুল ভাই, ধন্যবাদ
    @টিউটোরিয়াল মেকার, ঠিক বলেছেন। তবে কেউ কেউ অ্যাডঅন নিয়ে অভ্যস্ত হয়ে গেছি। তবে আপনি হয়ত কমেটবার্ডের কথা বলছেন তাইনা?
    @আকরাম ভাই, যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে ক্রোমই ভালো। আর ভবিষ্যতে গুগলের প্রোডাক্ট তো ভালো হবেই 😀

Level 0

খুবই সুন্দর টিউন [লিঙ্ক মুছে দেওয়া হল – লেখক]

ধন্যবাদ

Firefox-টা Update করছিলাম না শুধু এই সমস্যাটার জন্য, ধন্যবাদ…

    এখন করে ফেলেন। তবে সব অ্যাডঅন কাজ করবেনা 🙁 যে দ্রুত বের করল! ৩.৬ থেকে ৪.০ আনলো কতদিনে! সেই তুলনায় ফায়ারফক্স ৫ একটু তাড়াতাড়িই হয়ে গেছে।

শাওন সাহেব ছোট টিউন তবে কাজের …………কি খবর দিন কাল কেমন চলছে

    ভালোনা। টিউন লিখা কমায়ে দিলাম। আর সপ্তাহে একটা করে লিখবোনা। পরীক্ষা চলছে।

Level 0

vai bit comet addons kivabe use korbo doya kore ki bolben

    ভাই বিটকমেট তো টরেন্ট ক্লায়েন্ট। এটা আলাদাভাবে ব্যবহার করতে হয় যতদুর জানি। তবে ফায়ারফক্সের অ্যাডঅন কিভাবে ব্যবহার করতে হবে তা আমার জানা নেই। দুঃখিত

ধন্যবাদ শাওন ভাই….

ফায়ারফক্স হালনাগাদ করার সময় এটা করে নিয়েছি।ধন্যবাদ শেয়ারের জন্য।

অঃটঃ ফেবু বন্ধ কেন? 🙄

    তাই? তাইলে তো রিভিউ হয়ে গেল।

    উত্তর অফ অট: মেজাজ খারাপ। ওই আইডি অনেকে চিনে ফেলছে। বুঝেনই তো 😉

অনেক ধন্যবাদ।

Level 0

জিনিস টা কাজে লাগবে । Share করার জন্য ধন্যবাদ ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

পোষ্টটি ছোট হতে পারে কিন্তু অবশ্যই কাজের। ধন্যবাদ।
…………… আমি কিন্তু এখনো গ্রাভাটর সেট করিনাই। 🙂

Level 0

আমি ভাই গুগলক্রোম ব্যবহার করি এটাতে আইডিএম এর কোন সমস্যা হয় না। ধন্যবাদি টউনটি করার জন্য।

    হু। কারণ আইডিএম ইন্টারনেট থেকে যেই অ্যাপ কিছু ডাউনলোড করুকনা কেন তা মনিটর করে। ধন্যবাদ

Thank u

Thank u for the tune

ধন্যবাদ…

Level 0

a timely need…
thank you……

thank you brother কাজের টিউন সবার কাজে লাগবে

Level 0

ধন্যবাদ আপনাকে। আমার সমস্যাটা সমাধান হয়ে গেল।

"আর এত ছোট্ট পোস্ট করার জন্য দুঃখিত।"

আরে ভাই বলেন কি? এইটা ছোট post!!!!!
size ছোট হলেই কি ছোট হয়? কত বড় সমস্যার সমাধান দিছেন সেটা কেমনে বুঝাই।

অনেক ধন্যবাদ।

শুধু IDM না অন্যান্য অ্যাড-অন গুলো কাজ করে না বলে বাদ দিয়েছি । আর কত দিন বাকী ?

    আগস্টের দিকে ফায়ারফক্স ৬ আসতে পারে। অবশ্য অ্যাডঅন গুলো আপডেট এর কাজ চলছে।

Vi holo na to…
Please help me…

    হায় হায়! হয়নি? আইডিএম ৬.০৬ পেলে ইন্সটল করে ফেলেন। ফায়ারফক্স ৫ এর ঝামেলা ঠিক হয়ে যাবে।

আইডিএম ইউজ করি না, ফ্রি Jdownloader 'এই সন্তুষ্ট

Level New

যাহ,আমার আগে দেখি আপনিই টিউন করে দিলেন।যাই হোক,ধন্যবাদ রইলো।

কাজের টিউন! ধন্যবাদ।

ভাই,ফায়ারফক্স 4 আপডেট চায়,আপডেট বন্ধ করার উপায় আছে কি? আপডেট দিলে কোনো ক্ষতি হবে কি, তখন কি আইডিএম ইনস্টল দেওয়া লাগবে ? টিউনটা অনেক ভালো হয়েছে,ধন্যবাদ।

    হু আছে। অপশন্‌স > অ্যাডভান্সড > আপডেট ট্যাবে যান। তারপর চেকমার্ক তুলে দিন।

    আপডেট করা ভালো। এতে মজিলা তাদের সিকিউরিটি প্যাচ ইন্সটল করার পাশাপাশি বাগ হোল ব্লক করতে পারে। আপডেট দিলে ক্ষতি নাই, আইডিএম ইন্সটল দেওয়া লাগবেনা আবার 🙂

Level 0

আমার ভাই IDM এর silent ভার্সন দরকার…কেউ কি আওয়াজ দিতে পারেন?? for fire fox 3.6 and chrome.. .:(

many thanks

দরকার ছিল,
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

আগে firefox এ right click করলে download with IDM option পাইতাম, আপডেট দেয়ার পর পাইতেসিনা 🙁 helpan

    সমাধান তো দিয়াই দিলাম। জাস্ট ফায়ারফক্স এর অ্যাডঅন টা আপডেট করেন। মানে এখানে দেওয়া ফাইল টা ইন্সটল দেন। তারপর অ্যাডঅন অপশন এ যেয়ে দেখেন তো আইডিএম এনাবল আছে কিনা? থাকলেও যদি কনটেক্সট মেনুতে না আসে তাইলে এখানে আবার টোকা দিয়েন।