অবশেষে ফায়ারফক্স এর ৫ম ভার্সনও বের হয়ে গেল। এইচটিএমএল ৫, সিএসএস, কাস্টোমাইজড ডু নট ট্র্যাক ইত্যাদি সহ বেশ কিছু সুবিধা নিয়ে এল এই ভার্সনটি। তবে যারা ডাউনলোড ক্রেজি, তাদের কেউ কেউ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের নতুন ভার্সন ব্যবহার করেও ফায়ারফক্স ৫ এ এটা ডিজ্যাবলড অবস্থায় পেতে পারেন। তবে তাদের চিন্তার কিছু নেই। জলদি নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন ফায়ারফক্স ৫ এর সাথে কাজ করার উপযোগী ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর অ্যাডঅন।
ডাউনলোড হয়ে গেলে ZIP ফাইল থেকে XPI ফাইলটি এক্সট্রাক্ট করে নিন। তারপর Firefox এ যেয়ে File > Open সিলেক্ট করে অ্যাড-অনটি দেখিয়ে দিন ও ইন্সটল করুন। ব্রাউজার রিস্টার্ট করুন। অ্যাডঅনস বারে যেয়ে দেখুন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর এক্সটেনশন বহাল তবিয়তে অবস্থান করছে।
মজিলা ফায়ারফক্স ৫ পাবেন এখানে। এর পোর্টেবল ভার্সন পাওয়া যাবে এখানে। আর যারা ফায়ারফক্স ৪ এই থাকতে চাচ্ছেন, কিন্তু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নিয়ে ঝামেলায় পড়েছেন তারা এখানে ক্লিক করে দেখে নিন কিভাবে ফায়ারফক্স ৪ এ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে কাজ করা যায়।
আর কি? মনের খুশিতে ডাউনলোড করুন। আর মন্তব্য দিতে ভুলবেন না। আর এত ছোট্ট পোস্ট করার জন্য দুঃখিত।
আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ