এন্টিভাইরাস ছাড়া আজকালকার পিসিগুলো একদম প্রায় অচল, আর অনেকের মতে ক্যাসপারস্কি হল সবচেয়ে শক্তিশালী একটি এন্টিভাইরাস। যা সব কিছুই সনাক্ত করতে পারে।
এবার ক্যাসপারস্কি ল্যাব নিয়ে এলো তাদের সর্বশেষ নতুন ২০১২ ভার্সন, যাতে রয়েছে অসংখ্য নতুন নতুন ফিচার আর সিকিউরিটি আপডেট।
ক্যাসপারস্কি ২০১২ ডাউনলোড
ক্যাসপারস্কি ২০১২ এন্টিভাইরাস- ক্যাসপারস্কি ২০১২ এন্টিভাইরাস ডাউনলোড
ক্যাসপারস্কি ২০১২ ইন্টারনেট সিকিউরিটি- ক্যাসপারস্কি ২০১২ ইন্টারনেট সিকিউরিটি ডাউনলোড
ক্যাসপারস্কি পিউর- ক্যাসপারস্কি পিউর ডাউনলোড
এবার ফ্রি একটিভেশন পেতে এই ফাইলগুলো ডাউনলোড করুন, এগুলোতে-এন্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি, পিউর, সার্ভার এডিশন কী-ফাইল দেয়া আছে-
সর্বশেষ আপডেটেড ২১ জুনের একটিভেশন-
নিচের সাইট থেকেও নিয়মিত একটিভেশন পাবেন, যদিও সাইটটি ক্যাসপারস্কি এন্টিভাইরাস ব্লক করে রেখেছে(ফ্রি একটিভেশন সরবরাহ করার কারনে), অন্য এন্টিভাইরাস এই সাইটকে নিরাপদ হিসাবেই দেখছে-
সাইটটিকে ক্যাসপারস্কি সেটিং থেকে whitelist করে নিন যদি ঢুকতে না পারেন, অথবা কিছুক্ষণের জন্য ক্যাসপারস্কি ডিজেবল করে সাইটে ঢুকুন।
তাহলে আর দেরি কেন? ক্যাসপারস্কি ব্যবহার শুরু করে দিন!
আমি সাখাওয়াত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student, Web Developer, WordPress Expert
না, আর মোটেই দেরি করা উচিত না। তবে ক্যাস্পারস্কিটা পিসিকে বড্ড স্লো করে দেয়। কয়েকদিন আগে ডাউনলোড করে ইন্সটল দিলাম। প্রায় ৬৬.৮ মেগাবাইট। প্রাথমিক ভাইরাস ডেফিনিশন আপডেট করতে লাগে এরচেয়েও বেশি মানে প্রায় ৭০ মেগাবাইট। ভাবলাম, নতুন জিনিসি, এখন আর বোধহয় অতটা স্লো করবে না। কিন্তু নাহ, বোল্ড! মানে আমি বোল্ড আরকি। বাদ দিছি। তবে যাদের সিস্টেম কনফিগারেশন ভাল, নিসন্দেহে তাদের জন্য এটা ভাল জিনিস।
সকাল বেলা সুন্দর একটা পোস্ট পড়ে ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।