পোর্টেবল সফটওয়্যার কালেকশন

কিছু দিন আগেও আমার পিসি অনেক স্ল ছিল। তাই অনেক পোর্টেবল সফটওয়্যার ডাউনলোড করি। সেই লিঙ্ক গুলই দিলাম।  একটা তে ফ্রি পোর্টেবল সফটওয়্যার আরেকটা তে ক্রেক পোর্টেবল সফটওয়্যার

ফ্রি টি হল এখানে

আর ক্রেক টা হলো এখানে

এই দুটিতেই পোর্টেবল সফটওয়্যার বানানোর নিয়ম দেওয়া আছে

এখনে অনেক জিনিস পাবেন যা আপনার মাসে একবার ২বার লাগে। তাই ইন্সটল না করেই কাজ করুন।

দেখেন আই সাইযে আমি কি দেখে লিখবো? পাসের অক্ষর গুলো দেখলে বুজবেন কি ছোট লিখা

তাই ভুল হলে মাফ করবেন।

Level 0

আমি athalsten। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শিরোনাম এর বানানটা ঠিক করুন । পরটেবল = পোর্টেবল ।

    Level 0

    করলাম ভাই। অভ্র আনেক সমস্যা করে। রেফ আসেই না আপনার লিখা টা কপি পেস্ট করলাম। ধন্যবাদ

    ধন্যবাদ । কিন্তু , আপনি যতটা কঠিন মনে করছেন আসলে এটা অনেক সহজ । এবং আবারও ভুল !
    আনেক = অনেক ( onek ) বুঝেছেন ?

    Level 0

    অনেক টা দুবারে লিখতে হয় আমার পিসিতে।নাইলে পুরটা লিখার পর আসে আনেক। আসা করি বুঝতে পেরেছন। একটা উপায় পেয়েছি যত দিন না ঠিক হয় আমি আর টিউন করব না। ধন্যবাদ

    লেখা বন্ধ করবেন না । ভাল টিউন হলে সবার কাছে গ্রহণযোগ্য হবে । চালিয়ে যান …………………

    Level 0

    অত্যন্ত ভালো টিউন । লেখা বন্ধ করবেন না !! আমি আপনার অভ্র ভার্সন কত?? আর windows xp হলে ১০০% সমাধান হবে ইনশাল্লাহ ।

    আমি আপনাকে একটি মেইল করছি আসা করি যে যোন ব্রাওসারে আপনি ১০০% পরিচ্ছন্ন লেখা দেখতে ও পড়তে পারবেন ।

    বিস্তারিত জানতে…..+৮৮০১৭১১৭১৬৯২৭

    Level 0

    p+shift o+rr+shift t+e+b+o+l= পোর্টেবল।এটা অভ্র তে

    Level 0

    eng.prince ভাই আপনার মেইল এর জন্য ধন্যবাদ। আর আমার হল XP SP3. screenshot টা high resultain এ তুলা। তাই পরিষ্কার আসে । কিন্তু দ্রিশমান টার সাথে তুলনা করলে বুঝবেন কি ছোট লেখা। এক্তু বড় করার ঊপায় বলবেন প্লিজ

    Level 0

    mukut ভাই আমার টায় আসে না। ধন্যবাদ টা কি ভাবে আসে জানেন ? ধন্য স্পেস বাদ তার পর স্পেস কাটি। নাইলে আসে ধ্নযবাদ

ভাই টিউন করেছেন ভালো কথা কিন্তু নিদেন পক্ষে বাংলা বানানগুলো তো ঠিক করে লেখার অন্তত চেষ্টাটা তো করতে হবে, তাই নয় কি?
আমি আবারও সবাইকে উদ্দেশ্য করে বলছি – আমি অভ্র ইউজ করছি ৪ দিন যাবত কিন্তু ভাই বানান ভুল করি নাই কোন পোস্টে, অভ্র ফনেটিক দিয়ে খুব সহজে বাংলা লেখা যায় বিধায় এ দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে লিখব সেটা তো ঠিক নয়, কথাটা সবার জন্য প্রযোজ্য (আমার জন্যও)।
ধন্যবাদ 🙂

    Level 0

    ভাই আমি ব্যবহার করি আভ্র ৪ যখন ছিল। বানান আমার দোষ না। আমার পিসির দোষ। কমপ্লেইনও দিসি omicronlabe গিয়া দেইখেন। কেউ ইচ্ছা করে ভুল করে না। মনে রাখবেন আশাকরি। র ভুল ত আপনেও করছেন বাংলা বানান টা এক্টু দেইখেন বাঙলা কলেজে গিয়ে।

    @ athalsten ভাই আপনারা সবাই অভ্র ব্যবহার করছেন এবং সব জায়গায় "বাংলা" (আমি ইংরেজির ছাত্র ছিলাম, আমার পড়াশুনার ক্ষেত্রে বাংলার ব্যবহার খুব সীমিত ছিল। তবুও বাংলা বানানটা বাংলা ব্যাকরণ বই থেকে দেখে নিলাম) লিখছেন। আপনাদের উদ্দীপনার জন্যই আমি অভ্র ব্যবহারে আগ্রহী হই। এই আপনিই বললেন আপনি অভ্র ৪ যখন ছিল তখন থেকে ব্যবহার করছেন, তাহলে বুঝা যাচ্ছে আপনি আমার অনেক আগে থেকে এটি ব্যবহার করছেন। আমি মাত্র ৪ দিন যাবত অভ্র ৫.১ সাথে পরিচিত।
    আর "ভুল ত আপনেও করছেন বাংলা বানান টা এক্টু দেইখেন বাঙলা কলেজে গিয়ে।" ভাই আমরা আমাদের দেশের নাম কিভাবে লিখি "বাংলাদেশ" না "বাঙলাদেশ" আর ভাষার ক্ষেত্রে "বাংলা" বা "বাঙলা" কোনটা ঠিক আমাকে আপনি একটু শুধরে দেবেন, আশাকরি কোন কলেজে যাওয়া লাগবে না হাতের কাছে বাংলা ব্যাকরণের বই থাকলেই চলবে। আমি অভ্রের যেই ভার্সন ব্যবহার করছি এতে প্রেডিক্টিং সুবিধাটি আছে, আগেরটায় আছে কিনা জানিনা, থাকলে ব্যবহার করবেন আশাকরি। টেকটিউনস সহ আরও বিভিন্ন ব্লগে আমরা বাংলাকে যথেচ্ছভাবে বানানরীতির কোন রকম তোয়াক্কা না করে ব্যবহার করি যা আমদের ভাষার জন্য মতেই কাম্য নয়। আমার মন্তব্য গুলোকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে বিবেচনা করলে বড্ড ব্যথিত হব।
    ধন্যবাদ 🙂

    ভাই রাগ করবেন না, আপনার টিউনটির বিষয়বস্তু কিন্তু বেশ ভালো এর জন্য আপনাকে Two Thumbs up দিলাম (দুই হাতে মাত্র দুইটাই thumb আছে কিনা 😉 ) বেশ কয়েকটা পোর্টেবল সফটওয়্যার ডাইনলোডও করে ফেলেছি। ভাই চালিয়ে যান, আপনার ভুল হলে আমরা আপনাকে ধরিয়ে দেব আবার আমাদের ভুল হলে আপনি আমদের ধরিয়ে দেবেন এটিই তো নিয়ম তাই নয় কি? মনে কিছু নেবেন না।
    @ramaruf খোঁচা দিলেন নাকি ভাই? আমি বাংলার জাহাজ তো দূরে থাক ছোট্ট একটি ডিঙ্গি নৌকাও নই,আমি ইংরেজির ছাত্র ছিলাম, আমার পড়াশুনার ক্ষেত্রে বাংলার ব্যবহার খুব সীমিত ছিল। আমি অতি নগণ্য একজন একজন ব্যবহারকারী মাত্র। আমার মন্তব্যটি মনোযোগ দিয়ে পড়লে হয়তো আপনি বুঝতে পারবেন আমি কি ভুল বলেছি না ঠিক বলেছি।
    ধন্যবাদ 🙂

    Level 0

    এতা ক্যাচাল ভলো লাগে না । athalsten ভাই আপনি আমার সাথে কন্টাক্ট করুন , আপনাকে কিছু টিপস বলবো আসা করছি কাজে লাগবে ।

    Level 0

    ভাই সানি, আপনার বাংলা ভাষাজ্ঞান সত্যিই ভাল। আর বাংলাদেশের সংবিধানে 'বাংলাদেশ' এবং 'বাংলা' এই শব্দদুটো 'ং' দিয়ে লেখা। তাই এ দুটো ক্ষেত্রে 'ঙ' এর ব্যবহার ভুল। খুবই দুঃখের কথা যে একটি সরকারি কলেজেই বানানটি ভুল লেখা হয়েছে। তবে, যারা ফোনেটিক দিয়ে লেখেন তাদের জন্য বাংলা লেখা সত্যিই দুষ্কর।
    athalsten -কে তার টিউনটির জন্য অনেক ধন্যবাদ।
    ভাল থাকবেন। 🙂

    Level 0

    ভাই বাঙলা টা দেশ স্বাধীন হওয়ার আগে ব্যবহার হত। পরেও কিছু দিন হয়েছে। কালের পরিবত্ররনে(poriborton বানান টা কি ভাবে হবে কেঊ লিখে দিয়েন। আমার টায় আসে না) চেঞ্জ হইসে। আমি যেটা জানি। ভুল জানলে মাফ চাই। আর বাংলাদেশের সাইটে এটা আমার প্রথম লেখা। তাই জানতাম না এখানে লিখার ভিতর কি আছে তার দাম নাই। দাম হল লেখা সুদ্ধ হল না ভুল। আমি জানতাম " আমরা যে ভাষায় লিখতে পড়তে বলতে পারি তাই ভাষা।" আর যদি হয় " আমরা যে ভাষায় সুদ্ধ রুপে লিখতে ,পরতে,বলতে পারি তাই ব্যাকরন।" আমি ব্যাকরণ টা পারি না তাই সরি।

    বিদেশী সাইটে লিখি ওঁরা লিখার মানে বুজলেই কয় থেঙ্কস। যেমন একবার লিখসি can u hlp me. sory 4 my bad english. ঐ বেটা কয় dnt say sorry. i can understand……………..

    বিদেশী গো লগে চলি ওঁরা কখন আমার ইংলিশে হাসে না।পারি না দেখে ছোট করার চেস্টাও করে না। ওঁদের দোষ নাই। কারন ওঁদের ব্যাকরণ নাই। আমরার আছে তাই না। কিন্তু আমার কথা হল বুজলেই ত হোইসে নাকি? যদি ২০০ বছর আগে আমরা পুর্ব পুরুষ এই ভুল ধরত তে আমরা এখনো সাধু ভাসাতে লিখা পরা করতাম।

    সানি ভাই রাগ করি নাই। যদি করতাম তবে পুর লিখাটা সাধু ভাষায় লিখতাম। বাঙলা কনো ভাষা না। অনেক ভাষার মিলিত রুপ।যাকে বলে সংস্ক্রিত ভাষার অপব্যবহার। আর আপনি যে প্রেডিক্টিং সুবিধাটি বললেন তা আমরা পিসি তে এই জায়গায় আসে but সম্পাদনার সময় আসে না। আপনি একটা টিউন করে দেখবেন আপনারটায় আসে নাকি। তারপর জানবেন আসলে আমি আমার xp আবার সেটাপ দিব।

    অনেক কিছু বললাম রাগ না হয়ত ভাষার অপব্যবহার করায় মনকষ্টে। ভুল হলে শুধরে দিবেন

    Level 0

    সহমত athalsten

Level 0

খুব ভালো……. বাংলার জাহাজ আপনার ভুল খুজবে
Don't b upset. Carry on

Level 0

athalsten vi
Waiting for your new tunes.

Thanks a lot

    Level 0

    ভাই মনে হয় এক্তু বেশি ওয়েট করতে হবে। কিছু দিন busy থাকবো। থাঙ্কঊ support এর জন্য

athalsten আপনি কি বিজয় দিয়ে লিখতে পারেন? তাহলে Omicronlab.com থেকে অভ্র কনভার্টার ডাউনলোড করে বিজয় দিয়ে লেখা টেক্সটকে অভ্রএর ফন্টে কনভার্ট করুন। তারপর লেখা কপি করে প্রথমে নোটপ্যাডে কপি করে তারপর টিটি তে পোস্ট করুন। আশা করি করতে পারবেন।

    Level 0

    অনেক ঝামেলার কাজ

    Level 0

    ভাই আপনার দেওয়া স্কীন সর্টটিতে লেখা খুব ছোট দেখা গেলে ও আমি কিন্তু আপনার লেখা খুবই সুন্দর একদম বিজয়ের বিখ্যাত ফন্ট "সুতুনি ই.এম,জি" এর মতই দেখতে পাচ্ছি । আসা করছি আপনি ও পারবেন। ধন্যবাদ।।

    Level 0

    ঠিক

দারুন টিউনটা…
বেশ উপকারে আসবে।
প্রিয়তে রাখলাম

Level New

এই সাইটের কথা জানা ছিলো,আমি অবশ্য এটা নিয়ে একটা টিউন করতে চেয়েছিলাম,আপনি করে দেওয়াতে আমার সময় বাচলো,হা হা।
ধন্যবাদ।

    Level 0

    আন্নে করলে ভালা হইত। এত বকা খাওয়া লাগত না আমার।;(

    Level New

    আরে ভাই বকা না খেলে কি শিখা যায় নাকি,এতো আদুরে বকা।:D

khub vala hoise….

    Level 0

    ধন্যবাদ আপনাকে

কষ্ট করে শেয়ার করার জন্য ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।

Level 0

অনেক উপকারী পোস্ট 🙂

ধন্যবাদ শেয়ার করার জন্য।