গুগল রিলিজ করলো ক্রোমের সবচেয়ে স্ট্যাবল ভার্সন ক্রোম ১২.০.৭৪২.৯১…

আসসালামুয়ালাইকুম,
সম্প্রতি গুগল তাদের ব্রাউসার ক্রোমের স্ট্যাবল ভার্সন ক্রোম ১২.০.৭৪২.৯১ অবমুক্ত করলো। পূর্ববর্তী সকল রিলিজের চেয়ে এটিই হবে সবচেয়ে বেশি সুবিধাসম্পন্ন এবং প্রধান সকল অপারেটিং সিস্টেম সাপোর্ট করা ক্রোমের রিলিজ। গুগল ক্রোম এখন প্রধান তিনটি অপারেটিং সিস্টেম - উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক এ চলবে। সম্প্রতি গুগল কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। এই লেটেস্ট ভার্সনে হার্ডওয়্যার এক্সিলারেটেড থ্রিডি সিএসএস এবং সেফ ব্রাউসিং সুবিধা যুক্ত করা হয়েছে।


তবে ফাইনাল স্ট্যাবল ভার্সনটিতে গুগল গিয়ার সাপোর্ট পাওয়া যাবেনা। এছাড়া অভ্যন্তরীন অনেক পরিবর্তন আনা হয়েছে। "দেভ টিম" উবুন্টু আর ফেদোরার জন্যে বাইনারী প্যাকেজ তৈরিতে সহায়তা করেছে।

ক্রোমের অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে যে তারা বেশ কঠিন রোডম্যাপ তৈরী করে আদা-জল খেয়েই মাঠে নেমেছে। ক্রমশ এর স্পিড এবং নানাবিধ সুবিধার জন্যে ব্রাউসার মার্কেট দখল করে নিচ্ছে। তবে আমাকে পারসোনালি মতামত দিতে হলে বলবো, অন্য সব দিক থেকে গুগল এগিয়ে থাকলেও ব্রাউসার এর দৌড়ে ফায়ারফক্সের মত অসাধারণ ব্রাউসারকে টেক্কা দেয়া বেশ কঠিন হবে।

গুগল ক্রোমের অফিশিয়াল ব্লগে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে যেসকল পরিবর্তনের কথা জানানো হয়েছে সেগুলো হলঃ

  • হার্ডওয়্যার এক্সিলারেটেড থ্রিডি সিএসএস
  • সেফ ব্রাউসিং
  • ডাউনলোডকৃত ফাইলে ম্যালওয়ার চেক ও ডিটেকশনের সুবিধা
  • গুগল ক্রোমের অভ্যন্তরে আবর্জনার মত জমে থাকা ফ্ল্যাশ কুকি ক্লিয়ার করার সুবিধা
  • অমনিবক্স থেকে নামানুসারে অ্যাপস চালু করার সুবিধা
  • নতুন পেজগুলোতে ইন্ট্রিগেটেড সিঙ্ক [Sync]
  • আরো আধুনিক ও উন্নত মানের স্ক্রিন রিডার সাপোর্ট
  • ম্যাক - এ কম্যান্ড কিউ তে হিট করা হলে নতুন ওয়ার্নিং
  • গুগল গিয়ার সুবিধা বাতিল

এগুলো ছাড়াও ক্রোমে অনেক সিকিউরিটি ফিক্স ও বাগ ফিক্স করা হয়েছে। যা ক্রোমকে সেরা ব্রাউসারের দৌড়ে কিছুটা হলেও গতি বাড়াতে সহায়তা করবে। তো যারা গুগল ক্রোম ব্যবহারে আগ্রহী তারা নতুন ব্রাউসারটি এক্ষুনি ডাউনলোড করে নিন আর উপভোগ করুন ক্রোমের নতুন নতুন সব সুবিধাসমূহ।

গুগল ক্রোমের কিছু স্ক্রিনশটঃ

যারা এখনো গুগল ক্রোম ব্যবহার করেন নি, তাদের জন্যে নিচে একটি ভিডিও ইমবেড করে দেয়া হলো, যাতে করে ক্রোমের ফিচার সম্বন্ধে জানতে পারেন...


তো আর দেরী কেন? শীঘ্রই ডাউনলোড করে নিন গুগল ক্রোম এর লেটেস্ট স্ট্যাবল ভার্সন...

আমার পূর্ববর্তী টিউনগুলো দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্রোম নিয়া টিউন করছেন, আসতে দেরি করি কেমনে আরিফ ভাই, ভালা হইছে টিউন 😉

'তবে আমাকে পারসোনালি মতামত দিতে হলে বলবো, অন্য সব দিক থেকে গুগল এগিয়ে থাকলেও ব্রাউসার এর দৌড়ে ফায়ারফক্সের মত অসাধারণ ব্রাউসারকে টেক্কা দেয়া বেশ কঠিন হবে।'- এইগুলান কি কন আরিফ ভাই, অলরেডি টেক্কা দিতেছে, আর কোনও ব্রাউজার এত দ্রুত এত জনপ্রিয়তা প্লাস এত এক্সটেনশনের সমাহার করতে পারেনাই, ক্রোম যেইভাবে আগাইতেছে তাতে সেইদিন খুব বেশি দেরি নাই, মানুষ পিসি অন করেই ক্রোমের আইকনে ক্লিক করবে 😀

আর একটা কথা, ক্রোম অটোআপডেট হয়, কাজেই যারা ইতিমধ্যেই ক্রোম ইউজ করছেন তাদের নতুন ভার্শন নামানোর প্রয়োজন নাই, আপনারটা এমনিতেই আপডেট হচ্ছে নিয়মিত 😉

    কথা অবশ্য ঠিক আছে… তবে যেহেতু আমি শিয়াল আর ক্রোম দু'টোই ইউজ করি… তুলনা করতে দিলে আমি দু'টোকেই সমানে সমান ধরবো… আর এড-অন্স এর পাল্লায় মাপলে শিয়ালকে এগিয়ে রাখতে হয়…

    আমি আগে শিয়াল বেশি ব্যবহার করতাম অ্যাডঅন ভালো সে জন্য কিন্তু এখন ক্রোম এর ওয়েব অ্যাপ্লিকেশান এবং এক্সটেনশন অনেক অনেক ভালো আগের চেয়ে । আর গতি আগের চেয়ে অনেক বেড়েছে এই এডিশন এ ।

    Level 0

    আমিযে 13.0782.1 use করছি, এইটার কি করব ?

    দুঃখিত, আমি কিন্তু বলিনি এটাই লেটেস্ট, আমি বলেছি এটা লেটেস্ট স্ট্যাবল ভার্সন, এর পর যে ভার্সন বের হয়েছে সেটা ছোট খাট আপডেট… যাকে গুগল ক্রোম ডেভ চ্যানেল আপডেট বলে… আশা করি বোঝাতে সমর্থ হয়েছি… স্ত্যাবল ভার্সন ইনস্টল করলে বাকিওগুলো অটো আপডেট হয়ে যাবে… 😀

    কিছুই করা লাগবে না ত্রিপল এ ভাই…

    Triple A ভাই আপনি যেটা ব্যাবহার করছেন তা হলও বেটা ভার্শন, অর্থাৎ পরিক্ষামুলক ভার্শন। আর আরিফ ভাই যেটা দিলো তা গুগল আনুষ্ঠানিকভাবে রিলিজ দিয়েছে, এই হলও পার্থক্য, আপনি যেটা ব্যাবহার করছেন করতে থাকুন, সমস্যা নেই

    Level 0

    অনেক অনেক ধন্যবাদ, আপনাদেন দুজনকেই…..

    হুম অনেক কিছু জানলাম 🙂

    Triple A ভাই আপনার ক্রোম তা কি সেট আপ ফাইল??? যদি হয় জানাবেন। আমার কাছে যেটা আছে ওটা নেট ছাড়া সেট আপ হয় না 🙁 তাই বললাম। যদি সেট আপ ফাইল হয় তাইলে আমাকে মেইল করিয়েন প্রিজ [email protected]

    Level 0

    @ সি‌.এম.তানভীর ভাই, এই link এর যে কোন একটা তে গেলেই পাবেন।
    http://www.filehippo.com/download_google_chrome/tech/
    http://www.filehippo.com/download_google_chrome/
    http://www.softpedia.com/get/Internet/Browsers/Google-Chrome.shtml

    সি‌.এম.তানভীর ভাই এখান http://www.google.com/chrome/eula.html?standalone=1 থেকে ডাউনলোড করতে পারেন, এই ব্যাপারে আমার একটা টিউন আছে আপনার কাজে লাগতে পারে https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/73471/

আরিফ ভাই, আপনাকে ধন্যবাদ । 🙂

Level 0

মাত্র নামালাম র দেখলাম আপনের পোস্ট। আধাঘণ্টা আগে দিলে আমার খুজাখুজি করা লাগত না।হাহাহা। তবে firefox আনেক হাঙ করে। গুগল করে না।

    আসলে র‍্যাম পরিমিত থাকলে কোনটাই হ্যাং করবে না, র‍্যাম বাড়িয়ে নিন আশা করি কোনটাই হ্যাং করবে না…[ভাইরাস সমস্যা না থাকলে]

    Level 0

    Intel Core 2 Duo E7500 @ 2.93GHz
    2.0GB Dual-Channel DDR2 @ 333MHz (5-5-5-15)
    Gigabyte Technology Co., Ltd. G41M-ES2L (Socket 775)
    ATI Radeon HD 5570
    488GB Seagate ST3500418AS (SATA)
    MS Windows XP Professional 32-bit SP3

    Antivirus
    Antivirus Enabled
    Company Name Symantec Corporation
    Display Name Norton 360
    Product Version 4.0.0.127

    ভাই ভাইরাস নাই আমি ১০০% সিউর।নরটন ৩৬০ v 4 গ্রেট জিনিশ।

    তার পোরও হাং করে। ১০ ১৫ সেকেন্ডের জন্য

    আমারও কোর ২ ডুয়ো আর র‍্যাম ৩ জিবি, তবে মাদারবোর্ড ইন্টেল DG31PR, ঝাক্কাস চলে ফায়ারফক্স…

    Level 0

    ভাই, আমার i3, কুনো ভাইরাসের কারবার নাই; ESET Licence copy. 4/5 দিন পর পর Advance System Care দিয়ে PC পরিষ্কার করি, তবুও পন্ডিত মশাইয়ের দিন দিন অবনতি ছাডা উন্নতির কোন লক্ষন দেখিনা ।

আমি শুরু থেকেই ক্রোম ইউস করি অন্য কোনকিছু ভাল লাগে না ক্রোম নিয়েই থাকব ইনশাল্লাহ……। ধন্যবাদ।

ফায়ারফক্স আমর কাছে আসাধারন লাগে ……………..

13.0.782.14 এ আছি ! ডাউনগ্রেড করার ইচ্ছে নেই

    দুঃখিত, আমি কিন্তু বলিনি এটাই লেটেস্ট, আমি বলেছি এটা লেটেস্ট স্ট্যাবল ভার্সন, এর পর যে ভার্সন বের হয়েছে সেটা ছোট খাট আপডেট… যাকে গুগল ক্রোম ডেভ চ্যানেল আপডেট বলে… আশা করি বোঝাতে সমর্থ হয়েছি… স্ত্যাবল ভার্সন ইনস্টল করলে বাকিওগুলো অটো আপডেট হয়ে যাবে… 😀

    দিহান ভাই ক্রোম ইউজ করছেন জেনে ভালো লাগলো 😉

standalone installer paoa jabe na?

Level 0

আমার আজকের ব্লগের স্টাটাস । এবার দেখুন Google Chrome কতটা জনপ্রিয় ।

Pageviews by Browsers

Chrome 140 (73%)
Firefox 31 (16%)
Internet Explorer 16 (8%)
Safari 2 (1%)
BrowserNG (<1%)

Level 0

আমি আগে Fire Fox use করতাম । কিন্তু Google Chrome আমাকে অনেক শান্তি দিতেছে।কয়েকদিন আগে Fire Fox Download করছিলাম এখন আমার Fire Fox খালি খালি ঝুইল্লা যায় ।

আরিফ ভাই আপডেট নিউজ শেয়ার করার জন্য ধন্যবাদ ।

অটো আপগ্রেড হয়েছে…তার মানে আমার অজান্তেই ব্যান্ডউইথ খেয়ে নিছে। ব্যাটা ক্রম তোমারে খাইছি……

মজিলার উপরে কথা নাই! 😀 :mrgreen:
যারা দ্রুত ওপেন হয় দেখে ক্রোম নিয়া ফাল পারেন তাদের কথা আলাদা।

    :mrgreen: আমি প্রধাণত শিয়ালই ইউজ করি মাগার, লগে ক্রোমটাও রাখি…

    Level 0

    মজিলার উপরে কথা নাই! 😀 :mrgreen:
    যারা দ্রুত ওপেন হয় দেখে ক্রোম নিয়া ফাল পারেন তাদের কথা আলাদা।

Level 0

Google Chrome আমার অনেক প্রিয় একটা ব্রাউজার । (Y)
আপনার পোস্ট দেখে চেক করে দেখি অটো আপডেট হয়ে গেছে

Firefox er "Aurora" version Firefox 4 er theke onek onek valo r eta beta obosthai ase. K jane Aurora er shathe Google crome parbe kina. Tobe Google crome o onek valo browser, Firefox er moto et bar bar crash kore na.

মজিলা আমার বেশি পছন্দের তবে গুগল ক্রোমি কে পছন্দ করি কারন আমি দুইটা তে ই কাজ করি…
আর আমার যা কাজ তাতে মোটা মুটি অনেক গুলান ব্রাউজার দরকার পরে।
লেটেস্ট স্ট্যাবল ভার্সন টাতে রূপান্তরিত হতে হবে অতি শীঘ্রই… 🙂
টিউনটা খুব ভালো হয়েছে।

chrome একখান জিনিস। আগে ইউজ করতাম না। হাসান ভাইয়ের এই http://bn.jinnatulhasan.com/2011/05/5464/ পোস্ট এর পর থেকে chrome ইউজ করি। আর মযিলা কেও ছাড়তে পারি না।

Level 0

bhai ata to bangla versio.english korbo kivabe?

    এটা ইংরেজী ভার্সন… সাইটের লেখা বাংলা দেখালেও এটা বাংলা না…

ক্রোম দি বেস্ট ওয়েব ব্রাউজার। টিউনকারীকে ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

যে যায় বলুক আমি কিন্তু CometBird এর কঠিন ফ্যান! (http://www.cometbird.com/) আর চাইল আর আপনারা ও দু'দিন ব্যবহার করে দেখতে পারেন শুধুমাত্র অন্যের সাথে পার্থক্য যাচাই করার জন্য ।

    কমিটবার্ড ফায়ারফক্সকে কাস্টোমাইজ করে বানানো হয়েছে…

please tall me how can i change it in english?
Abdullah
[email protected]

ভাইয়া প্রত্যেক টিউনের নিচে নির্বাচিতটিউন মনোনয়ন বিষয়টি বুঝতেছিনা । একটু যদি বলতেন খুশি হতাম ……….

    টেকটিউনসের হোম পেজে দেখুন একটি নির্বাচিত টিউন রয়েছে, কোন টিউনকে পছন্দ হলে যদি সেটাকে নির্বাচিত হিসেবে দেখতে চান তবে ওখানে থাম্বস আপে ক্লিক করে আপনি ভোট দিতে পারেন…

Chrome is the best

ক্রোম আসলেই খুব ভাল ব্রাউজার তবে আমি কিন্তু সেই পুরানো কালেই পড়ে আচি,
ধন্যবাদ ডিজে আরিফ ভাই ব্রাউজারটি নিয়ে টিউন করার জন্য।

    😀 আপনি কোনটা ইউজ করছেন? আমি দুটোই ইউজ করি, তবে ফায়ারফক্সকেই সবচেয়ে ভালো লাগে…

একটা টিভি চ্যানেলে গরু মার্কা টিনের এড দেখলাম।
টিটির কয়েকটা টিউন পরে ক্রোম নামিয়ে বেশ কিছু দিন ইউজ করেছি।
আমার ডেস্কটপে উইন্ডোজ ৭ ও ম্যাক এবং লেপটপে উবুন্টু তিনটাতেই ২৩ দিনের অবিঙ্ঘতায় আর ডাউনলোড করার ইচ্ছা বেঁচে নেই।
ও হ্যাঁ….. গরু মার্কা টিনের এডে বলেছে… বেশী লোক কখনো একসাথে ভুল করতে পারেনা।
যাহোক… এটা আপনার ব্যাপার। আমি কিন্তু পন্ডিত কেই পছন্দ করি।
৪.০/৪.০ + আপকামিং ৫.০ ভার্সনের মজিলার সাথে তুলনা হওযার কারন দেখিনা। ( ক্রোম রাগ করোনা মজিলাকে সান্তনা দিতেছি)

    আমি কিন্তু কাউকেই বাধ্য করিনি ক্রোম ইউজ করতে, স্ট্যাবল ভার্সন রিলিজ হয়েছে, তাই এটা নিয়ে টিউন করলাম… ফায়ারফক্সটাই আমার কাছে বেশি জোশ লাগে…

ডিজে আরিফ ভাই,
এটা আমার একটা অবিঙ্ঘতা মাত্র আর সত্যিই আমি বিশ্বাস করি বেশী লোক একসাথে ভুল করে না।
এর বেশী কিছু বলতে চাইনি। ক্রোম অবশ্যই ভালো।
কিন্তু আমাকে আমার সিকুউরিটির কথা ভাবতে হয় তাছাড়া অডঅনের প্রাচূর্য না থাকলে কি চলে?
আর ক্রোম আমার কাছে অপরিনত মনে হয়।
এর ডাউনলোড সিসটেমটা সত্যিই বিরক্তি কর।

Level 0

এটা আমার একটা অবিঙ্ঘতা মাত্র আর সত্যিই আমি বিশ্বাস করি বেশী লোক একসাথে ভুল করে না।
http://www.tattoovanishinc.com/

Level 0

অনেক অনেক ধন্যবাদ
http://ignouhelp.in/