আসসালামুয়ালাইকুম,
সম্প্রতি গুগল তাদের ব্রাউসার ক্রোমের স্ট্যাবল ভার্সন ক্রোম ১২.০.৭৪২.৯১ অবমুক্ত করলো। পূর্ববর্তী সকল রিলিজের চেয়ে এটিই হবে সবচেয়ে বেশি সুবিধাসম্পন্ন এবং প্রধান সকল অপারেটিং সিস্টেম সাপোর্ট করা ক্রোমের রিলিজ। গুগল ক্রোম এখন প্রধান তিনটি অপারেটিং সিস্টেম - উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক এ চলবে। সম্প্রতি গুগল কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। এই লেটেস্ট ভার্সনে হার্ডওয়্যার এক্সিলারেটেড থ্রিডি সিএসএস এবং সেফ ব্রাউসিং সুবিধা যুক্ত করা হয়েছে।
তবে ফাইনাল স্ট্যাবল ভার্সনটিতে গুগল গিয়ার সাপোর্ট পাওয়া যাবেনা। এছাড়া অভ্যন্তরীন অনেক পরিবর্তন আনা হয়েছে। "দেভ টিম" উবুন্টু আর ফেদোরার জন্যে বাইনারী প্যাকেজ তৈরিতে সহায়তা করেছে।
ক্রোমের অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে যে তারা বেশ কঠিন রোডম্যাপ তৈরী করে আদা-জল খেয়েই মাঠে নেমেছে। ক্রমশ এর স্পিড এবং নানাবিধ সুবিধার জন্যে ব্রাউসার মার্কেট দখল করে নিচ্ছে। তবে আমাকে পারসোনালি মতামত দিতে হলে বলবো, অন্য সব দিক থেকে গুগল এগিয়ে থাকলেও ব্রাউসার এর দৌড়ে ফায়ারফক্সের মত অসাধারণ ব্রাউসারকে টেক্কা দেয়া বেশ কঠিন হবে।
গুগল ক্রোমের অফিশিয়াল ব্লগে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে যেসকল পরিবর্তনের কথা জানানো হয়েছে সেগুলো হলঃ
এগুলো ছাড়াও ক্রোমে অনেক সিকিউরিটি ফিক্স ও বাগ ফিক্স করা হয়েছে। যা ক্রোমকে সেরা ব্রাউসারের দৌড়ে কিছুটা হলেও গতি বাড়াতে সহায়তা করবে। তো যারা গুগল ক্রোম ব্যবহারে আগ্রহী তারা নতুন ব্রাউসারটি এক্ষুনি ডাউনলোড করে নিন আর উপভোগ করুন ক্রোমের নতুন নতুন সব সুবিধাসমূহ।
গুগল ক্রোমের কিছু স্ক্রিনশটঃ
যারা এখনো গুগল ক্রোম ব্যবহার করেন নি, তাদের জন্যে নিচে একটি ভিডিও ইমবেড করে দেয়া হলো, যাতে করে ক্রোমের ফিচার সম্বন্ধে জানতে পারেন...
তো আর দেরী কেন? শীঘ্রই ডাউনলোড করে নিন গুগল ক্রোম এর লেটেস্ট স্ট্যাবল ভার্সন...
আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।
ক্রোম নিয়া টিউন করছেন, আসতে দেরি করি কেমনে আরিফ ভাই, ভালা হইছে টিউন 😉
'তবে আমাকে পারসোনালি মতামত দিতে হলে বলবো, অন্য সব দিক থেকে গুগল এগিয়ে থাকলেও ব্রাউসার এর দৌড়ে ফায়ারফক্সের মত অসাধারণ ব্রাউসারকে টেক্কা দেয়া বেশ কঠিন হবে।'- এইগুলান কি কন আরিফ ভাই, অলরেডি টেক্কা দিতেছে, আর কোনও ব্রাউজার এত দ্রুত এত জনপ্রিয়তা প্লাস এত এক্সটেনশনের সমাহার করতে পারেনাই, ক্রোম যেইভাবে আগাইতেছে তাতে সেইদিন খুব বেশি দেরি নাই, মানুষ পিসি অন করেই ক্রোমের আইকনে ক্লিক করবে 😀
আর একটা কথা, ক্রোম অটোআপডেট হয়, কাজেই যারা ইতিমধ্যেই ক্রোম ইউজ করছেন তাদের নতুন ভার্শন নামানোর প্রয়োজন নাই, আপনারটা এমনিতেই আপডেট হচ্ছে নিয়মিত 😉